ভারতের বিরুদ্ধে এবার টস জালিয়াতির অভিযোগ
১৬ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবারের দিনটি ছিল নানান কারণেই ঐতিহাসিক। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের বিশ্বকাপের ফাইনালে ওঠার ম্যাচে বিরাট কোহলির গড়েন ৫০তম শতরানের বিশ্ব রেকর্ড। অনেকগুলো রেকর্ড গড়ে মোহাম্মদ শামি নেন ৭ উইকেট। রোহিত শর্মা গড়েন ছক্কার রেকর্ড।
এমন রেকর্ডময় স্বরণীয় ম্যাচটিতেই অবাক করার মতো এক অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সিকন্দর বখত। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে তিনি অভিযোগ করেন, রোহিত শর্মা রীতিমতো জালিয়াতি করে টস জেতেন।
অবশ্য শুধু সিকন্দার নন, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ও শ্রীলঙ্কার ানেক ক্রিকেট সমর্থককই দাবি করেছেন যে বুধবার প্রথম সেমিফাইনালে নাকি ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টসের সময় কয়েন না দেখেই ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফট বলে দেন যে টসে জিতেছে ভারত। যদিও বিষয়টি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে কোনও মন্তব্য করা হয়নি।
বুধবার সেমিফাইনালে কয়েন ফ্লিপ করেন রোহিত। টসে জেতে ভারত। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। ম্যাচে টস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ম্যাচের প্রথম ৫০ ওভারে বোলারদের জন্য পিচে বিশেষ কিছু ছিল না। স্পিনাররা কিছুটা সহায়তা পেলেও পেসারদের মুখে হাসি ফোটায়নি ওয়াংখেড়ের পিচ। কিন্তু ফ্লাডলাইটের আলো দ্বিতীয় ইনিংসের শুরুর ১০ ওভারে পিচ থেকে সুবিধা আদায় করে নেন পেসাররা। বল সিম এবং সুইং হচ্ছিল। তারপর অবশ্য পিচটা পুরো ব্যাটারদের জন্য হয়ে যায়।
কিছুটা হেসে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির অনুষ্ঠানে সিকন্দর, ‘আমি কি সামান্য অপকর্মকেও সমর্থন করতে পারি? টসের সময় রোহিত মুদ্রাটা একটু দূরে ফেলেন, প্রতিপক্ষ অধিনায়কের নাগালের বাইরে। নিজের চাওয়া অনুযায়ী মুদ্রার পিঠ উঠেছে কি না, এটা যেন প্রতিপক্ষ অধিনায়ক সেখানে গিয়ে দেখতে না পারে।’
ভারতের এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচে রোহিতের টস জয়ের হার ৫০ শতাংশ।
সিকন্দারের বক্তব্যের ক্লিপটিও তিনি সামাজিত যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। সিকন্দরের সেই বক্তব্যের মধ্যেই এবার বিশ্বকাপে ভারতের একাধিক ম্যাচের ফুটেজ দেখানো হয়। আবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, আফগানিস্তান-নিউজিল্যান্ড, পাকিস্তান-নিউজিল্যান্ড, ইংল্যান্ড-আফগানিস্তানের মতো ম্যাচের টসেরও ফুটেজ দেখানো হয়। তাতে বোঝানোর চেষ্টা করা হয় যে রোহিতই একমাত্র দূরে কয়েন ফেলছেন। মোটামুটি কাছেই কয়েন ফেলেছেন বাকি অধিনায়করা। যে তালিকায় আছেন বাবর আজম, কেন উইলিয়ামসনরা।
শুধু তিনি নন, নেটিজেনদের একাংশও সেই অভিযোগ তুলেছেন। শ্রীলঙ্কার এক নেটিজেন বলেন, 'টসের ভিডিয়োটা বাববার দেখুন। কয়েন দেখার আগেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বলে দেন যে ভারত টস জিতেছে।'
যদিও ভারতীয় নেটিজেনরা পালটা দিয়েছেন। তেমনই এক নেটিজেনের কথায়, ‘ব্যস, শুরু হয়ে গেল কান্না।’ অপর একজন বলেন, ‘কাঁদছেন? তা ভালো করেই কাঁদুন।’
সিকন্দারের বক্তব্যের সমালোচনা করেন তারই দলের প্রাক্তন খেলোয়াড়রা। কিংবদন্তি ওয়াসিম আকরামের বক্তব্য, ‘কয়েন কোথায় পড়বে কেউ ঠিক করে দেয় না। এই অযুক্তিকর কথার জন্য আমি লজ্জিত।’
মঈন খান বলেন, ‘উনি বেকার কথা বলছেন। এগুলোর কোনও মানে হয় না। সবাই বিভিন্ন পদ্ধতিতে কয়েন ঘোরায় টসের জন্য।’
নিন্দা করেন শোয়েব মালিকও। তিনি জানান, ‘এগুলো নিয়ে বেশি আলোচনা করাই উচিত না। আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’
এর আগে ভারতের বিপক্ষে ভিন্ন পিচে খেলা ও বল পাল্টানোর অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক