নেতা হিসেবেই দলে থাকবেন বাবর
১৯ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম
দুই দিন আগেই সমালোচনার মুখে পাকিস্তানের নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। অধিনায়কত্ব ছাড়ার বিবৃতিতে নতুন অধিনায়ককে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিন সংস্করণে খেলা চালিয়ে যাওয়ার কথাও জানান বাবর। পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদও বাবরের কাছ থেকে এই সহযোগিতা চেয়েছেন। পাকিস্তানের এই ব্যাটসম্যান বলেছেন, অধিনায়ক না হলেও বাবর পাকিস্তান দলের একজন নেতাই থাকছেন।
অধিনায়ক মাসুদের প্রথম চ্যালেঞ্জ ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজ। মাসুদকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। টেস্টে পাকিস্তান দল যে খুব একটা ছন্দে আছে, সেটা বলা যাবে না। সবশেষ সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতলেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান। এর আগে ৩-০ ব্যবধানে তারা হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে, সেটাও ঘরের মাঠে। আর বিশ্বকাপে প্রত্যাশামতো পারফর্ম করতে না পারায় দলও আছে বেশ সমালোচনার মুখে। এমন পরিস্থিতিতে পাকিস্তান তাদের পরের সিরিজ খেলবে অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষেই। মাসুদ তাই টেস্ট দলকে সামনে এগিয়ে নিতে অভিজ্ঞ বাবরের সহযোগিতা চেয়েছেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মাসুদ বলেন, ‘বাবর এই দলটাকে চার বছর নেতৃত্ব দিয়েছেন। তার অভিজ্ঞতা অনেক। তাই সে যদি অধিনায়ক না–ও হন, এরপরও সে দলের একজন নেতা। পাকিস্তানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার বড় ভূমিকা ছিল। আমার মনে হয়, ভবিষ্যতেও তিনি এই দলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।’
এর আগে অধিনায়কত্ব পেয়েই পিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন মাসুদ। পিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য পিসিবির কাছে কৃতজ্ঞ। লাল বলের ক্রিকেট অনেক চ্যালেঞ্জিং। দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমরা এমন একটা ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, যেটা আমাদের পরিচয় হয়ে থাকবে।’
পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটসম্যানের টেস্ট রেকর্ডটা খুব একটা ভালো নয়। পাকিস্তানের হয়ে তিনি খেলেছেন ৩০টি টেস্ট। ৫৬ ইনিংস রান করেছেন ১৫৯৭। গড় ২৮.৫২। শতক আছে ৪টি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত