বিশ্বকাপ ফাইনালে হেডের অনন্য সেঞ্চুরি
২০ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড। কিন্তু গ্যালারিতে নিস্তব্ধতা। ভারতীয় সমর্থকদের কাছ থেকে যে একটু একটু করে হতাশ করতেই আছেন অস্ট্রেলিয়া ব্যাটার।
বিশ্বকাপ ফাইনালে রান তাড়ায় দ্বিতীয় সেঞ্চুরি এটি, প্রথমটি ১৯৯৬ সালে করেছিলেন অরবিন্দ ডি সিলভা, অস্ট্রেলিয়ার বিপক্ষেই।
পায়ের ব্যবহার করে চার, এরপর মিড অনের একটু ওপর দিয়ে আরেকটি চার। হেড ভাগ্যকে পাশে পেয়েছেন, সুযোগও কাজে লাগিয়েছেন দারুণভাবে। কুলদীপের বলে এরপর ডাবলস নিয়ে যান ৯৯ রানে। এরপর চুরি করেছেন সিঙ্গেল, জাদেজার থ্রো সরাসরি লাগলে হয়ত আউট হতে পারতেন। তবে তাতে কিছু যায় আসে না। হেড পেয়ে গেছেন সেঞ্চুরি! ২০১১ সালে মাহেলা জয়াবর্ধনের পর বিশ্বকাপ ফাইনালে প্রথম সেঞ্চুরি।
৯১ বলে আর ৪৯ রান দরকার অস্ট্রেলিয়ার। ৯৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেড।
হেড-লাবুশেনের শতরানের জুটি
শুরুর ধাক্কা সামাল দিয়ে দারুণভাবে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। চতুর্থ উইকেটে দুজন গড়েছেন শতরানের জুটি।
৭৪ বলে ৭১ রানে ব্যাট করছেন হেড, ৬১ বলে ৩৪ রানে লাবুশেন। ১১৯ বলে স্পর্শ করে তাদের জুটির তিন অঙ্ক।
স্কোর: অস্ট্রেলিয়া ২৭ ওভারে ১৪৮/৩, ২৩ ওভারে দরকার ৯৩ রান।
স্মিথও ফিরলেন, চাপে অস্ট্রেলিয়া
সময় বাবার সাথে সাথে যেন বোলারদের সুরে কথা বলছে ফাইনালের পিচ। ৭ ওভারের মধ্যে তিন ব্যাটার সাজঘরে ফেরালেন ভারতীয় বোলাররা। স্মিথকে এলবিডব্লিউ করে দ্বিতীয় শিকার ধরলেন বুমরাহ।
রিভিউ নিলে বেঁচে যেতেন স্মিথ। বল বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে।
স্কোর: অস্ট্রেলিয়া ৮ ওভারে ৪৭/৩
এবার মার্শকে ফেরালেন বুমরাহ
তিন ওভারের ব্যবধানে আবারও গর্জে উঠল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারি। এবার মিচেল মার্শ আউট হলেন জাসপ্রিত বুমরাহর অনেক বাইরের বলে খোঁচা মেরে।
পঞ্চম ওভারে ৪১ রানে দ্বিতীয় উইকেট হারালো অস্ট্রেলিয়া। মার্শ ফিরলেন ১৫ বলে ১৫ রান করে।
উদযাপনের উপলক্ষ্য আনলেন শামি
জাসপ্রিত বুমরাহর প্রথম ওভারে ১৫ রান নিলেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। মোহাম্মদ শামির করা পরের ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিলেন ওয়ার্নার। উল্লাসের দারুণ উপলক্ষ্য পেল স্বাগতিক সমর্থকে ঠাসা গ্যালারি।
২৪০ রানে গুটিয়ে গেল ভারত
দশম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে হাঁকাতে গিয়ে আকাশে বল তুলে ক্যাচ আউট রোহিত শর্মা। সেই যে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেল, এরপর আর তেমন উল্লাসের উপলক্ষ্য পেল না ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থকরা। দল প্রবল চাপের মুখে থাকায় বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ফিফটি উদযাপন হলো একপ্রকার নীরবেই। এই নীরবতা থাকল প্রায় ইনিংসের শেষ পর্যন্ত।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে ভারত নির্ধারিত ৫০ ওভারের শেষ গুটিয়ে যাওয়ার আগে তুলতে পারে ২৪০ রান।
ব্যাট হাতে এমন দূরাবস্থায় টুর্নামেন্টে আগে পড়তে দেখা যায়নি ভারতকে। অস্ট্রেলিয়ার বোলাররা আঘাত হেনেছেন মোক্ষম সব সময়ে। শেষ দিকে রিভার্স সুইং আদায় করে নেন কামিন্স, হেইজেলউড, স্টার্করা। ৫৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার স্টার্ক। ১০ ওভারে স্রেফ ৩৪ রানে দুটি শিকার ধরেন কামিন্স। ৬০ রানে দুটি নেন হেইজেলউডও। একটি করে নেন ম্যাক্সওয়েল ও জাম্পা।
দুর্দান্ত প্রতাপে ছুটে চলা ভারত পা হড়কালো ফাইনালে এসে। অবিশ্বাস্য শোনালেও প্রথম দশ ওভারের পর ভারত বাউন্ডারি মারতে পেরেছে কেবল চারটি!
রোহিত ব্যাটে থাকাকালীন উল্লাসে মেতে ছিল গ্যালারি। প্রথম দশ ওভারেই তারা তুলেছিল ৮০ রান। পর পর রোহিত ও শ্রেয়াস আয়ার আউট হয়ে গেলে খোলোসবন্দি হয়ে যায় ভারত। অনেকটা নীরবেই ফিফটি উদযাপন করেন কোহলি ও রাহুল।
আহমেদাবাদের ধীরগতির উইকেটে অস্ট্রেলিয়ান বোলাররা ছিলেন দুর্দান্ত। স্লোয়ার, কাটার—গতির বৈচিত্র, বাউন্সের বৈচিত্রর সঙ্গে রিভার্স সুইংয়ে ভারতের শক্তিশালি ব্যাটিং লাইনআপকে মোটেও গতি পেতে দেননি তাঁরা।
নয় বছর আগে ক্রিকেট মাঠে মর্মান্তিক এক দূর্ঘটনায় জীবন হারিয়েছিলেন ফিলিপ হিউজ। তাঁর সতীর্থ বন্ধুদের সঙ্গে এখনো আছেন তিনি। ফাইনালে মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথদের হাতে দেখা গেছে কালো আর্মব্যান্ড। যার ওপরে আছে হিউজের নামের আদ্যক্ষর—পিএইচ।
ইনিংসে ফিফটি জুটি কেবল একটি। চতুর্থ উইকেটে কোহলি-রাহুল জুটি থেকে আসে ১০৯ বলে ৬৭ রান। এসময় বাইন্ডারি হয় স্রেফ একটি!
কামিন্সের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ইনসাইড এজ বোল্ড হয়ে যান কোহলি। স্তব্ধ হয়ে যায় গ্যালারি। ২৯তম ওভারে ১৪৮ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। কোহলি ফেরেন ৬৩ বলে ৫৪ রান করে।
আসরে কোহলির মোট রান হলো ৭৬৫। বিশ্বকাপের এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ড আগেই ভেঙেছিলেন। এবার সেটাকে আরও ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন তিনি।
দশম ওভার থেকে ৩৯তম ওভারের মাঝে ২৭তম ওভারে একটি বাউন্ডারি মেরেছিলেন রাহুল। তার ১০৭ বলে ৬৬ রানের ইনিংসে বাউন্ডারি ওই একটিই। তিনি আউট হন স্টার্কের বলে বট বিহাইন্ড হয়ে।
টুর্নামেন্ট জুড়ে ছক্কা-চারের ফুলঝুরি সাজানো ভারত এবার পুরো ইনিংসে মারতে পেরেছে ১৩টি চার ও ৩টি ছয়। তিনটি ছক্কায় হাঁকান রোহিত। সাথে চারটি বাউন্ডারিতে ৩১ বলে ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৪৭ রান রোহিতের। বিশোর্ধো সংগ্রহ নেই আর কারও।
চাপ সামলে বোলিং ও ফিল্ডিংয়ে শ্রেষ্ঠত্ব দেখালো অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শিরোপা জিততে তাই বিশেষ কিছুই করে দেখাতে হবে ভারতীয় বোলারদের।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৪০ (রোহিত ৪৭, গিল ৪, কোহলি ৫৪, শ্রেয়াস ৪, রাহুল ৬৬, জাদেজা ৯, সূর্যকুমার ১৮, শামি ৬, বুমরাহ ১, কুলদিপ ১০, সিরাজ ৯*; অতিরিক্ত ১২; স্টার্ক ১০-০-৫৫-৩, হেইজেলউড ১০-০-৬০-২, ম্যাক্সওয়েল ৬-০-৩৫-১, কামিন্স ১০-০-৩৪-২, জাম্পা ১০-০-৪৪-১, মার্শ ২-০-৫-০, হেড ২-০-৪-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত