ঢাকা   রোববার, ১০ নভেম্বর ২০২৪ | ২৬ কার্তিক ১৪৩১

বিশ্বকাপ ফাইনালে হেডের অনন্য সেঞ্চুরি

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম

ছবি: আইসিসি টুইটার

বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড। কিন্তু গ্যালারিতে নিস্তব্ধতা। ভারতীয় সমর্থকদের কাছ থেকে যে একটু একটু করে হতাশ করতেই আছেন অস্ট্রেলিয়া ব্যাটার।

বিশ্বকাপ ফাইনালে রান তাড়ায় দ্বিতীয় সেঞ্চুরি এটি, প্রথমটি ১৯৯৬ সালে করেছিলেন অরবিন্দ ডি সিলভা, অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

পায়ের ব্যবহার করে চার, এরপর মিড অনের একটু ওপর দিয়ে আরেকটি চার। হেড ভাগ্যকে পাশে পেয়েছেন, সুযোগও কাজে লাগিয়েছেন দারুণভাবে। কুলদীপের বলে এরপর ডাবলস নিয়ে যান ৯৯ রানে। এরপর চুরি করেছেন সিঙ্গেল, জাদেজার থ্রো সরাসরি লাগলে হয়ত আউট হতে পারতেন। তবে তাতে কিছু যায় আসে না। হেড পেয়ে গেছেন সেঞ্চুরি! ২০১১ সালে মাহেলা জয়াবর্ধনের পর বিশ্বকাপ ফাইনালে প্রথম সেঞ্চুরি।

৯১ বলে আর ৪৯ রান দরকার অস্ট্রেলিয়ার। ৯৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেড।

হেড-লাবুশেনের শতরানের জুটি

শুরুর ধাক্কা সামাল দিয়ে দারুণভাবে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। চতুর্থ উইকেটে দুজন গড়েছেন শতরানের জুটি।

৭৪ বলে ৭১ রানে ব্যাট করছেন হেড, ৬১ বলে ৩৪ রানে লাবুশেন। ১১৯ বলে স্পর্শ করে তাদের জুটির তিন অঙ্ক।

স্কোর: অস্ট্রেলিয়া ২৭ ওভারে ১৪৮/৩, ২৩ ওভারে দরকার ৯৩ রান।

স্মিথও ফিরলেন, চাপে অস্ট্রেলিয়া

সময় বাবার সাথে সাথে যেন বোলারদের সুরে কথা বলছে ফাইনালের পিচ। ৭ ওভারের মধ্যে তিন ব্যাটার সাজঘরে ফেরালেন ভারতীয় বোলাররা। স্মিথকে এলবিডব্লিউ করে দ্বিতীয় শিকার ধরলেন বুমরাহ।

রিভিউ নিলে বেঁচে যেতেন স্মিথ। বল বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে।

স্কোর: অস্ট্রেলিয়া ৮ ওভারে ৪৭/৩

এবার মার্শকে ফেরালেন বুমরাহ

তিন ওভারের ব্যবধানে আবারও গর্জে উঠল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারি। এবার মিচেল মার্শ আউট হলেন জাসপ্রিত বুমরাহর অনেক বাইরের বলে খোঁচা মেরে।

পঞ্চম ওভারে ৪১ রানে দ্বিতীয় উইকেট হারালো অস্ট্রেলিয়া। মার্শ ফিরলেন ১৫ বলে ১৫ রান করে।

উদযাপনের উপলক্ষ্য আনলেন শামি

জাসপ্রিত বুমরাহর প্রথম ওভারে ১৫ রান নিলেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। মোহাম্মদ শামির করা পরের ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিলেন ওয়ার্নার। উল্লাসের দারুণ উপলক্ষ্য পেল স্বাগতিক সমর্থকে ঠাসা গ্যালারি।

 

২৪০ রানে গুটিয়ে গেল ভারত

দশম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে হাঁকাতে গিয়ে আকাশে বল তুলে ক্যাচ আউট রোহিত শর্মা। সেই যে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেল, এরপর আর তেমন উল্লাসের উপলক্ষ্য পেল না ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থকরা। দল প্রবল চাপের মুখে থাকায় বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ফিফটি উদযাপন হলো একপ্রকার নীরবেই। এই নীরবতা থাকল প্রায় ইনিংসের শেষ পর্যন্ত।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে ভারত নির্ধারিত ৫০ ওভারের শেষ গুটিয়ে যাওয়ার আগে তুলতে পারে ২৪০ রান।  

ব্যাট হাতে এমন দূরাবস্থায় টুর্নামেন্টে আগে পড়তে দেখা যায়নি ভারতকে। অস্ট্রেলিয়ার বোলাররা আঘাত হেনেছেন মোক্ষম সব সময়ে। শেষ দিকে রিভার্স সুইং আদায় করে নেন কামিন্স, হেইজেলউড, স্টার্করা। ৫৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার স্টার্ক। ১০ ওভারে স্রেফ ৩৪ রানে দুটি শিকার ধরেন কামিন্স। ৬০ রানে দুটি নেন হেইজেলউডও। একটি করে নেন ম্যাক্সওয়েল ও জাম্পা।

দুর্দান্ত প্রতাপে ছুটে চলা ভারত পা হড়কালো ফাইনালে এসে। অবিশ্বাস্য শোনালেও প্রথম দশ ওভারের পর ভারত বাউন্ডারি মারতে পেরেছে কেবল চারটি!

রোহিত ব্যাটে থাকাকালীন উল্লাসে মেতে ছিল গ্যালারি। প্রথম দশ ওভারেই তারা তুলেছিল ৮০ রান। পর পর রোহিত ও শ্রেয়াস আয়ার আউট হয়ে গেলে খোলোসবন্দি হয়ে যায় ভারত। অনেকটা নীরবেই ফিফটি উদযাপন করেন কোহলি ও রাহুল।

আহমেদাবাদের ধীরগতির উইকেটে অস্ট্রেলিয়ান বোলাররা ছিলেন দুর্দান্ত। স্লোয়ার, কাটার—গতির বৈচিত্র, বাউন্সের বৈচিত্রর সঙ্গে রিভার্স সুইংয়ে ভারতের শক্তিশালি ব্যাটিং লাইনআপকে মোটেও গতি পেতে দেননি তাঁরা।

নয় বছর আগে ক্রিকেট মাঠে মর্মান্তিক এক দূর্ঘটনায় জীবন হারিয়েছিলেন ফিলিপ হিউজ। তাঁর সতীর্থ বন্ধুদের সঙ্গে এখনো আছেন তিনি। ফাইনালে মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথদের হাতে দেখা গেছে কালো আর্মব্যান্ড। যার ওপরে আছে হিউজের নামের আদ্যক্ষর—পিএইচ।

ইনিংসে ফিফটি জুটি কেবল একটি। চতুর্থ উইকেটে কোহলি-রাহুল জুটি থেকে আসে ১০৯ বলে ৬৭ রান। এসময় বাইন্ডারি হয় স্রেফ একটি!

কামিন্সের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ইনসাইড এজ বোল্ড হয়ে যান কোহলি। স্তব্ধ হয়ে যায় গ্যালারি। ২৯তম ওভারে ১৪৮ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। কোহলি ফেরেন ৬৩ বলে ৫৪ রান করে।

আসরে কোহলির মোট রান হলো ৭৬৫। বিশ্বকাপের এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ড আগেই ভেঙেছিলেন। এবার সেটাকে আরও ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন তিনি।

দশম ওভার থেকে ৩৯তম ওভারের মাঝে ২৭তম ওভারে একটি বাউন্ডারি মেরেছিলেন রাহুল। তার ১০৭ বলে ৬৬ রানের ইনিংসে বাউন্ডারি ওই একটিই। তিনি আউট হন স্টার্কের বলে বট বিহাইন্ড হয়ে।

টুর্নামেন্ট জুড়ে ছক্কা-চারের ফুলঝুরি সাজানো ভারত এবার পুরো ইনিংসে মারতে পেরেছে ১৩টি চার ও ৩টি ছয়। তিনটি ছক্কায় হাঁকান রোহিত। সাথে চারটি বাউন্ডারিতে ৩১ বলে ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৪৭ রান রোহিতের। বিশোর্ধো সংগ্রহ নেই আর কারও।

চাপ সামলে বোলিং ও ফিল্ডিংয়ে শ্রেষ্ঠত্ব দেখালো অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শিরোপা জিততে তাই বিশেষ কিছুই করে দেখাতে হবে ভারতীয় বোলারদের।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৪০ (রোহিত ৪৭, গিল ৪, কোহলি ৫৪, শ্রেয়াস ৪, রাহুল ৬৬, জাদেজা ৯, সূর্যকুমার ১৮, শামি ৬, বুমরাহ ১, কুলদিপ ১০, সিরাজ ৯*; অতিরিক্ত ১২; স্টার্ক ১০-০-৫৫-৩, হেইজেলউড ১০-০-৬০-২, ম্যাক্সওয়েল ৬-০-৩৫-১, কামিন্স ১০-০-৩৪-২, জাম্পা ১০-০-৪৪-১, মার্শ ২-০-৫-০, হেড ২-০-৪-০)।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিধ্বংসী ব্যাটিংয়ে ক্রিস গেইলকে মনে করালেন লি
অবশেষে ওয়ার্নারের বিকল্প বেছে নিল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের ২২ বছরের অপেক্ষার অবসান
পাকিস্তানের বোলিং তোপে ১৪০ রানেই শেষ অস্ট্রেলিয়া
প্লে অফের প্রথম রাউন্ডেই মেসির মায়ামির বিদায়
আরও

আরও পড়ুন

পাচার হওয়া অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ

নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে ১ যুবক পুলিশ হেফাজতে

নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে ১ যুবক পুলিশ হেফাজতে

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রপ্তানি বেড়েছে পোশাক খাতে

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রপ্তানি বেড়েছে পোশাক খাতে

বিধ্বংসী ব্যাটিংয়ে ক্রিস গেইলকে মনে করালেন লি

বিধ্বংসী ব্যাটিংয়ে ক্রিস গেইলকে মনে করালেন লি

নোবিপ্রবিতে ‘বাংলাদেশের কৃষির বাণিজ্যিকীকরণ: বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় উদীয়মান চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ‘বাংলাদেশের কৃষির বাণিজ্যিকীকরণ: বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় উদীয়মান চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মানুষ আর সন্ত্রাস ও অসাধুদের  ক্ষমতার দৌরাত্ম দেখতে চায় না  -ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি

মানুষ আর সন্ত্রাস ও অসাধুদের ক্ষমতার দৌরাত্ম দেখতে চায় না -ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি

হত্যা, খুন, গুম, অপহরণ ছিল আ’লীগের নিত্যদিনের কাজ - সুন্দরগঞ্জে ডাঃ মইনুল হাসান

হত্যা, খুন, গুম, অপহরণ ছিল আ’লীগের নিত্যদিনের কাজ - সুন্দরগঞ্জে ডাঃ মইনুল হাসান

প্রস্তুত রয়েছে:নোয়াখালীতে ছাত্র আন্দোলনের সংগঠক হান্নান মাসুদ

প্রস্তুত রয়েছে:নোয়াখালীতে ছাত্র আন্দোলনের সংগঠক হান্নান মাসুদ

দেশাত্মবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে : খুবি উপাচার্য

দেশাত্মবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে : খুবি উপাচার্য

'খেলা হবে' শিরোনামে বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্রের খেলায় লিপ্ত হাসিনা-কঙ্গনা গং?'

'খেলা হবে' শিরোনামে বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্রের খেলায় লিপ্ত হাসিনা-কঙ্গনা গং?'

মধ্য মেক্সিকোয় পানশালায় বন্দুক হামলায় নিহত ১০

মধ্য মেক্সিকোয় পানশালায় বন্দুক হামলায় নিহত ১০

রাঙামাটি জেলা পরিষদে আওয়ামীলীগ পুনর্বাসনের অভিযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

রাঙামাটি জেলা পরিষদে আওয়ামীলীগ পুনর্বাসনের অভিযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

রাঙামাটি জেলা পরিষদে আওয়ামীলীগ পুনর্বাসনের অভিযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

রাঙামাটি জেলা পরিষদে আওয়ামীলীগ পুনর্বাসনের অভিযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

‘আ.লীগ নিষিদ্ধ না হলে আসিফ নজরুলের মতো সবাই লাঞ্চিত হবেন’ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র

‘আ.লীগ নিষিদ্ধ না হলে আসিফ নজরুলের মতো সবাই লাঞ্চিত হবেন’ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র

গোলাপগঞ্জের গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জের গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

ঢাবির হলগুলোতে ছাত্রদলকে ইমেজ সংকটে ফেলার অপচেষ্টা

ঢাবির হলগুলোতে ছাত্রদলকে ইমেজ সংকটে ফেলার অপচেষ্টা

জাবিতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে মানববন্ধন

জাবিতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে মানববন্ধন

ছেলে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে বাবাকে দুই মামলা দিয়ে জেলে

ছেলে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে বাবাকে দুই মামলা দিয়ে জেলে