পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিও সরিয়ে নিতে চাইছে ভারত!
২৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন নিয়ে পানি কম ঘোলা হয়নি। ‘নিরাপত্তা ঝুঁকি’র বুলি ছড়িয়ে পাকিস্তান সফরে ভারত অস্বীকৃতি জানানোর পর শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে শ্রীলঙ্কার সাথে যৌথ আয়োজনে শেষ হয় এশিয়া কাপ ক্রিকেট। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও শুরু হয়েছে একই রকম টালবাহানা। এবং অবশ্যই সেটা ভারতের পক্ষ থেকেই। নিরাপত্তার ঝুঁকি নিয়ে কোনওভাবেই পাকিস্তানে দল পাঠাবে না বিসিসিআই। সবথেকে বড় ব্যাপার, বোর্ডের তরফে সাফ যুক্তি, কেন্দ্রের সবুজ সঙ্কেত না পেলে দল পাঠানোর প্রশ্নই নেই। ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর এটি। পিটিআইয়েরই বরাত দিয়ে জি নিউজ, ডিএনএ ইন্ডিয়াসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করা হতে পারে। এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারতের জন্য হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। যেখানে টুর্নামেন্টের ৯টি ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শ্রীলঙ্কায়। বাকি চারটে ম্যাচ খেলা হয় পাকিস্তানে। এবার সেই মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে চাপ দিচ্ছে বিসিসিআই। সেটা হলে নতুন ভেন্যু হিসেবে এসেছে সংযুক্ত আরব আমিরাতের নাম। পুরো টুর্নামেন্ট মধ্যপ্রাচ্যের দেশটিতে হতে পারে। আবার সর্বশেষ এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেও হতে পারে টুর্নামেন্টটি। মানে, ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে, আর অন্য দলগুলোর ম্যাচ পাকিস্তানে।
সংবাদসংস্থার সূত্রে বলা হয়েছে, বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদে এসেছিলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ ও প্রধান পরিচালন কর্মকর্তা সালমান নাসের আহমেদাবাদে আইসিসির নির্বাহী বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সাক্ষাতে নিজেদের আশঙ্কার কথা জানান তারা। তাঁদের শঙ্কা, ভারত হয়ত তাঁদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বাধা দিতে পারে। পিসিবির তরফে আইসিসির কাছে বলা হয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মত প্রথম সারির ক্রিকেট দল পাকিস্তান সফর করেছে। এমন অবস্থায় নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে যদি ভারত দল পাঠাতে অস্বীকার করে, তাহলে পিসিবিকে যেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়। ২০১৭ সালের পর আইসিসির ক্যালেন্ডারে জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। লন্ডনের ওভালে হওয়া ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এশিয়ান পরাশক্তির দেশটি। এরপর আইসিসি ওয়ানডে সুপার লিগ চালু করলে চ্যাম্পিয়ন্স ট্রফি বন্ধের সিদ্ধান্ত হয়। তাই ২০২১ সালে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়নি। তবে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় (এফটিপি) চ্যাম্পিয়ন্স ট্রফি রাখে আইসিসি। আয়োজনের দায়িত্ব দেয় পাকিস্তানকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় অলিম্পিক সোনাজয়ীর
সাবেক মন্ত্রী-এমপিসহ পতিত স্বৈরাচারের ৯ দোসর নতুন মামলায় গ্রেপ্তার
মারা গেছে ইনফ্লুয়েন্সার তনির স্বামী
সিটির ড্রয়ের রাতে পয়েন্ট হারাল লিভারপুল-চেলসিও
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে: আইজিপি
রাধানগর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন মাহাবুব চেয়ারম্যান
হাজীগঞ্জে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটার হিড়িক
৪ হাজার বাংলাদেশি কর্মী নেয়ার ঘোষণা দিলো গ্রিস