ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

অধিনায়ক বাভুমাকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম

ছবি: ফেসবুক

সফরকারী ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের দলে নেই নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। বিশ্বকাপে দলটির নেতৃত্ব দেওয়া বাভুমার জায়গা হয়নি টি-টোয়ন্টি সিরিজের দলেও। দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। অবশ্য টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন বাভুমাই।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের এই পূর্নাঙ্গ সিরিজ।

এজন্য সোমবার দল ঘোষণা করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়ন্টি সিরিজে বাভুমা ও কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে। দুজনই টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মিহলালি এমপংওয়ানা, ডেভিড বেডিংহ্যাম ও নান্দ্রে বার্গার। পেসার বার্গার আছেন তিন সংস্করণের দলেই। মিডল অর্ডার ব্যাটসম্যান বেডিংহ্যাম জায়গা পেয়েছেন টেস্ট দলে। ওয়ানডে দলে আছেন পেস বোলিং অলরাউন্ডার এমপংওয়ানা।

২৮ বছর বয়সী বার্গার এখন পর্যন্ত ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ১২২টি। ৩৯ লিস্ট ‘এ’ ম্যাচে তার শিকার ৫৮টি, ৪৩ টি-টোয়েন্টিতে ৫১টি।

২৯ বছর বয়সী বেডিংহ্যামের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ৮৪ ম্যাচে ৫০.২১ গড়ে তার রান প্রায় ৬ হাজার। শতক আছে ১৮টি। ২৩ বছর বয়সী এমপংওয়ানা ৩৫টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট নিয়েছেন ৪৪টি।

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ট্রিস্টান স্টাবস। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন একটি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি। ওয়ানডে ও টেস্ট দলে ফিরেছেন কিপার ব্যাটসম্যান কাইল ভেরেইনা।

চোটের কারণে দলে নেই ফাস্ট বোলার আনরিখ নরকিয়া ও ওয়েইন পার্নেল।

বাভুমার টি–টোয়েন্টি দলে না থাকাটা অবশ্য আগে থেকেই অনুমেয়। ছন্দহীনতার করণে এই সংস্করণের নেতৃত্ব আগেই ছেড়ে দিয়েছেন তিনি। তবে ওয়ানডে সিরিজে না থাকাটা কিছুটা হলেও বিস্ময়কর।

যদিও তার ব্যাটে এখন চলছে রানখরা। সদ্য শেষ হওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ৮ ইনিংস ব্যাট করে মাত্র ১৮.১২ গড়ে ১৪৫ রান করেন তিনি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে এক থেকে ছয়ের মধ্যে ব্যাট করা ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র বাভুমাই কোনো অর্ধশতক করতে পারেননি। তবে বাভুমার নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা।

টি–টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১০, ১২ ও ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর শুরু হওয়া ওয়ানডে সিরিজ শেষ হবে ২১ ডিসেম্বর।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবেন বাভুমা। তার আগে দেশের ঘরোয়া ক্রিকেটে খেলবেন প্রথম শ্রেণির ম্যাচ। টেস্টের জন্য প্রথম শ্রেণির ম্যাচ খেলতে বলা হয়েছে রাবাদা, জেরাল্ড কোয়েৎজি, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডিদেরও। কোয়েৎজি, ইয়ানসেন ও এনগিডি সিরিজের প্রথম দুই টি–টোয়েন্টির পর দল ছেড়ে যাবেন।

ভারতের বিপক্ষে তিন সিরিজের দক্ষিণ আফ্রিকা দল

ওয়ানডে দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোরজি, রিজা হেন্ডরিকস, আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, রেসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।

টি–টোয়েন্টি দল: এইডেন মার্করান (অধিনায়ক), ওতনেইল বার্টম্যান, ম্যাথিউ ব্রিজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি (প্রথম দুই ম্যাচ), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন (প্রথম দুই ম্যাচ), আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম দুই ম্যাচ), আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও লিজাড উইলিয়ামস।

টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জোরজি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেইনা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা