১৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের অভিযানে প্রথম ইনিংসে একদম ভালো করতে পারল না বাংলাদেশ। মহাগুরুত্বপূর্ণ টসভাগ্যে হেসেই সুযোগটা কাজে লাগাতে পারেনি একটুও। উইকেটের বিরূপ আচরণ তো ছিলই সাথে ব্যাটসম্যানদের উইকেট ছুড়ে আসার কারণে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারেনি টাইগাররা।
মিরপুর টেস্টে প্রথম দিনে চা বিরতির পরপরই ৬৬.২ ওভারে ১৭২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। যেখানে বক্তিগত ফিফটি নেই একটিও। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান শাহাদাত হোসেনের।
প্রথম সেশনে ৪৭ রানে ৪ উইকেট পড়ার পর জুটি বাধেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন। ইতিবাচক ব্যাটিংয়ে দুজন পূর্ণ করেন জুটির পঞ্চাশ রান, বাংলাদেশ পেরিয়ে যায় একশ।
নিয়ন্ত্রণ যখন বাংলাদেশের পক্ষে আসার পথে, তখন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 'অবস্ট্রাক্টিং দা ফিল্ড' আউট হন মুশফিক। ভাঙে ৫৭ রানের জুটি। এরপর একে একে ড্রেসিং রুমের পথ ধরেন শাহাদাত হোসেন (১০২ বলে ৩১), নুরুল হাসান সোহান (১৬ বলে ৭) ও মেহেদী হাসান মিরাজ (৪২ বলে ২০)। ৪২ বলে ১৩ রানে অপরাজিত থাকেন নাঈম হাসান।
মেঘাচ্ছন্ন আকাশে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নিউ জিল্যান্ডের দুই পেসার টিম সাউদি, কাইল জেমিসন মিলে করেন স্রেফ প্রথম পাঁচ ওভার। ষষ্ঠ ওভার থেকে দুই প্রান্তে স্পিনার আক্রমণে আনে সফরকারীরা। ফলও পায় হাতেনাতে।
একাদশ ওভারে মিচেল স্যান্টনারের বলে অহেতুক শটে উইকেট বিলিয়ে দেন জাকির হাসান (২৪ বলে ৮)। পরের ওভারে এজাজ প্যাটেলের বলে আউট হন মাহমুদুল হাসান জয় (৪০ বলে ১৪)।
বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হক (১০ বলে ৫), নাজমুল হোসেন শান্তও (১৪ বলে ৯)। রিভার্স সুইপ খেলতে গিয়ে শান্ত ফিরলে পঞ্চাশের আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও দল হারাল ৪ উইকেট। এবার ৩০ ওভারে হয়েছে মোটে ৬৯ রান।
নতুন বলে উল্লেখযোগ্য পরিমাণে টার্ন পান স্যান্টনার ও এজাজ। পরে তাদের সাথে উইকেট নেয়ার উদযাপনে যোগ দেন গ্লেন ফিল্পিসও। একাদশে ফেরা স্যান্টনার ও ফিলিপস নিয়েছেন ৩টি করে উইকেট। ২টি নিয়েছেন এজাজ।
প্রথম দিনের প্রথম সেশন থেকেই প্রায় নিয়মিতই দেখা গেছে অসম বাউন্স। ব্যাটসম্যানের আশপাশে তৈরি হয়েছে বুটের ছোট ছোট ক্ষত।
ম্যাচ যত সামনে এগোবে ততোই বাড়তে পারে স্পিনারদের সুবিধা। যে সুবিধা পুরোপুরি আদায় করে নিয়েছে কিউই স্পিনাররা। এবার বাংলাদেশের পালা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের
সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ : যুক্তরাষ্ট্র
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করলেই সফল হবে জাতিসংঘ