ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

তামিমের আরেক অভিষেক

Daily Inqilab ইনকিলাব

০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ এএম

তামিম ইকবালকে মাঠে ঢুকতে দেখেই মিডিয়া প্লাজার লিঠনের সামনে ক্যামেরা-মাইক্রোফোন হাতে সংবাদকর্মীদের ভিড়। লিফট থেকে বের হয়েই হাসতে হাসতে তামিম বললেন, ‘আমার অফিস কোন দিকে?’ এই মাঠে তার বিচরণ অনেক বছর ধরে, অসংখ্যবার এখানে এসেছেন। তবে এবারের আসা একট অন্যরকম, মাঠের এদিকটাও তার একটু অচেনা। তাকে তার অফিস দেখিয়ে দিলেন সংবাদকর্মীরা। সেই অফিসের নাম-ধারাভাষ্যকক্ষ। তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন শেষ বেলা। তবে নতুন এক অধ্যয়ের সূর্যোদয় হয়ে গেল তার। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিলেন বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান।
গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউ জিল্যান্ড টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে দুই দফায় ধারাভাষ্য দেন তামিম। ধারাভাষ্যের অভিজ্ঞতা অবশ্য তার কিছুটা আগেও হয়েছে। ২০২২ সালে বিপিএলে মাইক্রোফোন হাতে নিয়েছিলেন তিনি এই মিরপুরেই। তবে আন্তর্জাতিক ম্যাচে তার এই ভূমিকা এবারই প্রথম। সামাজিক মাধ্যমে আগের দিনই তামিম জানিয়ে রেখেছিলেন ধারাভাষ্য দেওয়ার কথা।

এদিন দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত প্রথম দফায় ধারাভাষ্য দেন তিনি। এই সময় তার সঙ্গী ছিলেন ধারাভাষ্যে বাংলাদেশের মুখ হয়ে ওঠা সাবেক অলরাউন্ডার আতহার। ‘আমার সঙ্গে এমন একজন আছেন তিনি ১৫২৪৯ আন্তর্জাতিক রানের মালিক’- তামিমকে ধারাভাষ্য কক্ষে স্বাগত জানাতে বেশ লম্বা বর্ণনা দিলেন আতাহার আলি খান। মুশফিকুর রহিমের একটি সøগ সুইপ বাউন্ডারি লাইন স্পর্শ করতেই শুরু হলো তামিমের কথা। তিনি বলে উঠলেন, ‘বিউটিফুল শট, মুশফিকের প্রিয় শটগুলোর একটি।’ মুশফিকের শটের বর্ণনার পরই আতাহারকে কুশল বিনিময়ের এক পর্যায়ে তামিম তার আন্তর্জাতিক ক্রিকেটিং ক্যারিয়ার নিয়েও কথা বলেন, তাতে থাকে কিছু অনিশ্চয়তার সুর, ‘এভাবে স্বাগত জানানোয় ধন্যবাদ। অনেকদিন ধরে খেলছি। জানি না এখানেই শেষ কিনা (ক্যারিয়ারের)।’ পরের দফায় দুপুর ১টা ৪০টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত তামিমের সহ-ধারাভাষ্যকার ছিলেন নিউজিল্যান্ডের গ্রান্ট এলিয়ট।

এই টেস্টে আরও একদিন ধারাভাষ্য দেওয়ার সম্ভাবনা আছে তার। সেটি হতে পারে টেস্টের তৃতীয় দিন। সামাজিক মাধ্যমে তামিম সেরকম ইঙ্গিতই দিয়ে রাখলেন, ‘এই মাঠে তো অসংখ্যবারই এসেছি, তবে এবারের আসা অন্যরকম। অভিষেকের রোমাঞ্চের ছোঁয়া পেলাম যেন নতুন করে। আগে খানিকটা ধারাভাষ্য দিয়েছি বিপিএলে। তবে আন্তর্জাতিক ম্যাচ, বিশেস করে টেস্ট ম্যাচে ধারাভাষ্যের ব্যাপারটিই তো আলাদা। শুরুর দিনটি দারুণ উপভোগ করেছি। আমার সহ-ধারাভাষ্যকার যারা ছিলেন, প্রডিউসার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা আমার উপস্থিতিকে আনন্দময় করে তোলার জন্য। আশা করি, খুব দ্রুতই মাইক্রোফোন হাতে আবার দেখতে পাবেন আমাকে।’

ধারাভাষ্যকক্ষে অবশ্য এখনই নিয়মিত দেখা যাবে না তাকে। এই টেস্টে মাইক্রোফোন হাতে নিলেন অতিথি ধারাভাষ্যকার হিসেবে। তবে খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকার হওয়ার ইচ্ছের কথা আগেও নানা সময়ে বলেছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবারের ওয়ানডে বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাবও ছিল তার। তবে নানা কারণে তখন সুযোগ করে উঠতে পারেননি। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার ইচ্ছে তার আছে। সেই পথে ধীরে ধীরে তার যাত্রা শুরু হচ্ছে বলা যায়।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লিভারপুল কিংবদন্তি ইয়েটসের চিরবিদায়

লিভারপুল কিংবদন্তি ইয়েটসের চিরবিদায়

কালিয়াকৈরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা

কালিয়াকৈরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী