ফের বাজে রেফারিংয়ের শিকার কিংস
১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
এএফসি কাপে ফের বাজে রেফারিংয়ের শিকার হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস! ২০২১ সালে মালদ্বীপের মালে স্টেডিয়ামের বিতর্কিত ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটলো এবার ভারতের ভুবেনশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে। ভিয়েতনামের রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ হলো বসুন্ধরা কিংসের। পরশু রাতে কালিঙ্গা স্টেডিয়ামে এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ভারতের ওড়িশা এফসির কাছে ১-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো বসুন্ধরা। বিজয়ীদের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন সেনেগালের দীর্ঘদেহী ডিফেন্ডার মৌরতাদা। ম্যাচ শেষে ভিয়েতনামের রেফারির বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে ওঠেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। তারা নানা মন্তব্য করেন রেফারির বিরুদ্ধে। যার ফলোশ্রুতিতে এএফসির পেজ থেকে ওড়িশা-বসুন্ধরা ম্যাচের হাইলাইটস উধাও হয়ে গেছে! এশিয়ান ফুটবল কনফেডারেশনের এএফসি কাপ নামে একটি ফেসবুক পেজ রয়েছে। এই পেজ এএফসি কাপের সব ম্যাচের হাইলাইটস প্রকাশ করে। এ পেজে বসুন্ধরা কিংস ও ওড়িশা ম্যাচ নিয়ে একটি পোস্ট হলেও সেই ম্যাচের হাইলাইটস ভিডিও নেই। পরশুর অন্য ম্যাচগুলোর ভিডিও ঠিকই রয়েছে। কিন্তু গতকাল দেখা গেছে এই পেজে বসুন্ধরা-ওড়িশা ম্যাচের হাইলাইটস উধাও হয়ে গেছে! এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি কাপ ফেসবুক পেজ ছাড়াও ইউটিউবে ‘এশিয়ান হাব’ নামে একটি চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে ওড়িশা-বসুন্ধরা ম্যাচের হাইলাইটস থাকলেও লাল কার্ডের অংশটি নেই। অথচ সেটিই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। এমন সব কা-ে এই ম্যাচকে ঘিরে এএফসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।
পরশু ম্যাচের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিয়ে ওড়িশা এফসির সঙ্গে সমানতালেই লড়েছে বসুন্ধরা কিংস। গোলশূন্য অমিমাংসিত অবস্থায় ম্যাচের প্রথমার্ধ যখন শেষের পথে ঠিক তখনই ঘটে সেই বির্তকিত কা-। যে কা-ে ওড়িশার কাছে ৩ পয়েন্ট জমা রেখেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের চ্যাম্পিয়নদের। বিরতির বাঁশি বাজার কিছুক্ষণ আগে একটি ছোট ফাউলকে কেন্দ্র করে বিস্ময়করভাবে ভিয়েতনামের রেফারি বসুন্ধরা কিংসের আসরর গফুরভকে সরাসরি লালকার্ড দেখান। হতবাক হয়ে যান কিংসের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন গফুরভ। প্রতিবাদে ফেটে পড়ে কিংসের ডাগআউট। কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অটল থাকলে বিরতির আগেই বড় ধাক্কা খায় বসুন্ধরা কিংস। বিরতির পর বাকি সময় ১০ জন নিয়ে খেলে বসুন্ধরা কিংসকে। এই সুযোগে ৬১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে কিংসের জালে জড়ান ওড়িশার সেনেগালের দীর্ঘদেহী ডিফেন্ডার মৌরতাদা। শত চেষ্টা করেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশের ক্লাবটি। টানা তৃতীয়বারের মতো তীরে এসে তরী ডুবলো স্প্যনিশ কোচ অস্কার ব্রুজনের দলের। লাল কার্ডের বিষয়টি নিয়ে তদন্তের আহ্বান জানান কোচ ব্রুজেন। তার কথায়, ‘ম্যাচের টেকনিক্যাল বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব নয়। ফুটবলের স্বার্থে এই ম্যাচের তদন্ত করা উচিত এএফসির। বাংলাদেশের ক্লাবের সঙ্গে কি হয়েছে তারা বের করুক।’ তিনি যোগ করেন, ‘রেফারিং এমন হবার পেছনে দু’টি কারণ থাকতে পারে। একটি আর্থিক অন্যটি কারো নির্দেশনা থাকতে পারে।’
২ বছর আগে মালে স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে ভারতের ক্লাব মোহনবাগানকে হারাতে পারলেই ইন্টার জোনাল সেমিফাইনালে উঠতো বসুন্ধরা। ওই ম্যাচেও বিরতির বাঁশির আগে রেফারি লালকার্ড দেখিয়েছিলেন কিংসের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে। তখন বসুন্ধরা এগিয়েছিল ১-০ গোলে। ১০ জনের দলের বিপক্ষে গোল করে মোহনবাগান ম্যাচে ফিরেছিল ৬২ মিনিটে। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র করে মোহনবাগান উঠেছিল পরের রাউন্ডে।
ম্যাচের আগের দিন গত রোববার সংবাদ সম্মেলনে বসুন্ধরা কোচ আশংকা করেছিলেন রেফারিং নিয়ে। ভুনেশ্বর যাওয়ার পর থেকেই স্বাগতিকদের আচরণ ভালো লাগছিল না এই স্প্যানিশ কোচের। এমন কি বসুন্ধরার টিম হোটেলে গভীর রাত পর্যন্ত কনসার্ট আয়োজন করে খেলোয়াড়দের ঘুমের ব্যাঘাত ঘটানো হয়েছিল। অনুশীলন মাঠে বাংলাদেশ থেকে যাওয়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ আচরণও করেছিলেন আয়োজক কর্মকর্তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান
আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী, নেতৃত্বে সারজিস আলম
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শমসদ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’: হামাস
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা ইসরাইলের, নিহত অন্তত ৩০
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫