ফিরেই উইন্ডিজের জয়ের নায়ক রাসেল
১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ এএম
বল হাতে আলো ছড়ানোর পর দলের কঠিন সময়ে ব্যাট হাতেও এগিয়ে আসলেন আন্দ্রে রাসেল। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে খেললেন ঝড়ো ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজও ওয়েস্ট ইন্ডিজ শুরু করল জয় দিয়ে।
ব্রিজটাউনে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। সফরকারীদের ১৭১ রানে গুটিয়ে ১১ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে স্বাগতিকরা। এই মাঠে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
উইন্ডিজের জয়ের নায়ক দুই বছর পর জাতীয় দলে ফেরা আন্দ্রে রাসেল। বল হাতে ক্যারিয়ার সেরা ১৯ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে স্রেফ ১৪ বলে দুটি করে ছক্কা চারে অপরাজিত ২৯ রান করেন এই অলরাউন্ডার।
লক্ষ্য তাড়ায় ৭ ওভারে ১ উইকেটে ৭৮ রান তুলে বড় জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর নামে ধ্বস। ১২৩ রানে ষষ্ঠ উইকেট হারা তারা। এরপর অধিনায়ক রভমন পাওয়েলের সাথে ২১ বলে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে জয় নিয়ে মাঠ ছাড়েন রাসেল। পাওয়েল অপরাজিত থাকেন ১৫ বলে ২ ছয় ও ৩ চারে ৩১ রান করে।
এছাড়া দলের হয়ে দুটি ত্রিশোর্ধো ইনিংস উপহার দেন ওপেনার কাইল মেয়ার্স (২১ বলে ৩৫) ও তিনে নামা শাই হোপ (৩০ বলে ৩৬)।
৪ ওভারে ৩৯ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ১৯ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদ। ২৫ রানে দুটি নেন আরেক লেগ স্পিনার আদিল রশিদ।
ব্যাট হাতে ইংল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। পাওয়ার প্লের ৬ ওভারেই স্কোরবোর্ডে ৭৭ রান জমা করেন দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। ২০ বলে ৪০ রান করা সল্টকে ফিরিয়ে জুটি ভাঙেন রাসেল।
পরে যখন তৃতীয় ব্যাটার হিসেবে বাটলার বিদায় নেন তখনও তাদের স্কোরবোর্ডে ১০.৫ ওভারে ৩ উইকেটে ১১৭ রান। অধিনায়ক ফেরেন ৩১ বলে ৩৯ রান করে।
এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। রানের ধারায় আসে বাধ। সম্ভাবনা জাগিয়েও বড় সংগ্রহ পায়নি তারা। ৩ বল বাকি থাকতে তাদের ইনিংস শেষ হয় ১৭১ রানে।
রাসেল ছাড়াও ৩ উইকেট নেন আলজারি জোসেফ। তবে এজন্য ৩.৩ ওভারে তাকে গুনতে হয়েছে ৫৪ রান। ২২ রানে দুটি শিকার ধরেন রোমারিও শেফার্ড।
এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। সেন্ট জর্সেসে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১১টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ১৯.৩ ওভারে ১৭১ (সল্ট ৪০, বাটলার ৩৯, জ্যাকস ১৭, ডাকেট ১৪, ব্রকি ১, লিভিংস্টোন ২৭, কারান ১৩, উকস ৩*, রেহান ১, রশিদ ০, মাইলস ০; অতিরিক্ত ১৬; আকিল ৪-০-৩২-১, হোল্ডার ৪-০-৪৩-১, রাসেল ৪-০-১৯-৩, জোসেফ ৩.৩-০-৫৪-৩, শেফার্ড ৪-০-২২-২)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৮.১ ওভারে ১৭২/৬ (কিং ২২, মেয়ার্স ৩৫, হোপ ৩৬, পুরান ১৩, হেটমায়র ১, পাওয়েল ৩১*, শেফার্ড ০, রাসেল ২৯*; অতিরিক্ত ৫; কারান ২.১-২৩-০, জ্যাকস ১-০-১৪-০, ওকস ২-০-১৫-১, মাইলস ৩-০-৩৪-০, রেহান ৪-০-৩৯-৩, রশিদ ৪-০-২৫-২, লিভিংস্টোন ২-০-২১-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: আন্দ্রে রাসেল।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান
আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী, নেতৃত্বে সারজিস আলম
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শমসদ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’: হামাস
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা ইসরাইলের, নিহত অন্তত ৩০
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫