ইতিহাস গড়ে কলকাতায় স্টার্ক
২০ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
এই প্রথমবারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৪ সালের আসরকে সামনে রেখে গতকাল দুবাইয়ে আয়োজিত আইপিএলের মিনি নিলামে মোট ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হয়েছে। আইপিএলের এই নিলাম ‘মিনি নিলাম’ নামে আখ্যা পেলেও কাল শেষ দুই ঘণ্টায় দুবাইয়ের কোকাকোলা অ্যারিনায় যা দেখা গেল, তাতে এটাকে মিনি বলার আর উপায় থাকলো না। নিলামে প্রায় ঘণ্টা দেড়েকের মধ্যে এবারের বিশ্বকাপ জয়ী দুই অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স পাল্টে দিলেন পুরো আইপিএল নিলামের ইতিহাস। দুপুরেই আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হয়েছিলেন কামিন্স। তবে বিকালে তা ভাঙলেন স্টার্ক।
আগেই আভাস ছিল এবারের আইপিএল নিলামে অজি খেলোয়াড়দের দাম হবে চড়া। নিলামের তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম উঠেছে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ট্রাভিস হেডের। তাকে নিয়ে দড়ি টানাটানি চলেছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ৬ কোটি ৮০ লাখ রুপিতে তাকে কিনল ২০১৬ আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। তবে ট্রাভিস হেডের এই নিলাম যেন মূল ছায়াছবির ট্রেলার। প্যাট কামিন্সের ডাক আসতেই শুরু হয় আসল লড়াই। বিশ্বকাপ জেতা এই ক্রিকেটারকে পেতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে চলতে থাকে তুমুল লড়াই। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় স্যাম কারানকেও ছাড়িয়ে যায় তাকে পাওয়ার লড়াই। শেষ পর্যন্ত ইতিহাস গড়া দামে হায়দরাবাদে যান কামিন্স। তার দাম উঠেছিল ২০ কোটি ৫০ লাখ রুপি। এরপরই সেই রেকর্ড ভাঙে মিচেল স্টার্কের কল্যাণে।
শুরুতে স্টার্ককে পাওয়ার লড়াইয়ে ছিল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই একপর্যায়ে ৯ কোটি পর্যন্ত নিয়ে যায় নিলাম। এরপরই দৃশ্যপটে হাজির গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। এক পর্যায়ে দু’জনের বিডিং ছাড়িয়ে যায় কামিন্সের ২০ কোটি ৫০ লাখ। শেষ পর্যন্ত ২৮ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতায় ঠিকানা পান স্টার্ক। আইপিএল ইতিহাসে এখন সবচেয়ে দামী তারকা দুই অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। এর আগে ২০২৩ আইপিএল নিলামে সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে স্যাম কারানকে কিনেছিল পাঞ্জাব কিংস। সেবারই আইপিএল ইতিহাসের ৪র্থ সর্বোচ্চ দাম উঠেছিল ক্যামেরন গ্রিনের জন্য। এমনকি ৫ম সর্বোচ্চ দামও উঠেছিল একই নিলামে।
আইপিএলের সর্বোচ্চ নিলামের ৫ম স্থানে আছেন ইংলিশ তারকা বেন স্টোকস। চেন্নাই সুপার কিংস তাকে দলে নেয় ১৬ কোটি ২৫ লাখ রুপিতে। ক্যামেরন গ্রিনকে মুম্বাই দলে টেনেছিল ১৭ কোটি ৫০ লাখ রুপিতে। আর স্যাম কারানের রেকর্ড ছিল ১৮ কোটি ৫০ লাখ রুপির। ষষ্ঠ সর্বোচ্চ ক্রিস মরিসের। স্টোকসের মতোই ১৬ কোটি ২৫ লাখ রুপি দাম উঠেছিল তার। পরের পাঁচজনের দামই ১৬ কোটি রুপি। তালিকায় আছেন নিকোলাস পুরান, যুবরাজ সিং, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্ত।
এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। এবার নিলামে নাম পাঠাননি আগের আসরে দল পাওয়া সাকিব আল হাসান ও লিটন দাস। যারা নাম দিয়েছিলেন তাদের মধ্য থেকে চূড়ান্ত তালিকায় মুস্তাফিজের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে বাংলাদেশ দলের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে এই দুজনকে নাম সরিয়ে নিতে বলে বিসিবি। দল পাওয়ার সম্ভাবনা ছিল কেবল মুস্তাফিজের। সর্বোচ্চ ক্যাটাগরিতে নিলামে থাকার অনুমোদন দিলেও তাকে ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত এভেইলেবল রেখেছে বিসিবি। অর্থাৎ দলে নিলে পুরো মৌসুম এই পেসার পাবে না কোন ফ্র্যাঞ্চাইজি। পারফরম্যান্স ঘাটতি, পুরো মৌসুম না পাওয়া ও চড়া ভিত্তিমূল্যের কারণে মোস্তাফিজের ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছিল না কেউ। শেষ দিকে আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেলেন মুস্তাফিজ। নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই বাংলাদেশের বাঁহাতি পেসারকে কিনে নিল পাঁচবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দিল্লি ছাড়াও ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন সফলের আহ্বান
ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন ফাটল সৃষ্টি না হয় : সালাহউদ্দিন
জুলাই-আগস্ট নৃশংসতা: জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে সরকার
ইসলামি আদর্শের প্রতি বিদ্বেষ রেখে কোন দল ক্ষমতার চিন্তা করতে পারবে না: এএমএম বাহাউদ্দীন
দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে পদোন্নতি
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন
ব্যর্থ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না: ইসলামী আন্দোলন
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ
আগামী সপ্তাহে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ৭ ব্যক্তির কারাদন্ড
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন