প্রটিয়া মেয়েদের রেকর্ডে চাপা বাংলাদেশের মেয়েরা
২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ এএম
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সফরের শুরুটা হয়েছিল স্বপ্নীল। প্রথম ওয়ানডেতেই তারা হারিয়ে দিয়েছিল প্রটিয়ার মেয়েদের। কিন্তু পরের দুই ওয়ানডেতে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা। সিরিজ নির্ধরনী তৃতীয় ও শেষ ম্যাচে তারা হেরেছে রেকর্ড ব্যবধানে।
বেনোনিতে শনিবার ২১৬ রানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার। আগের বড় হারও ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই, ২০১৮ সালে কিম্বার্লিতে ১৫৪ রানে।
লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের সেঞ্চুরিতে অনেকগুলো রেকর্ডের জন্ম দিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ৪ উইকেটে ৩১৬ রান। মেয়েদের ওয়ানডে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস হলেও এটিই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। আগের রেকর্ডটিও দক্ষিণ আফ্রিকার। ২০১৮ সালে পচেফস্ট্রুমে ৯ উইকেটে ২৭০ রান করেছিল দলটি। জবাবে ঠিক ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার দু্ই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের উদ্বোধনী জুটিতেই আসে ২৪৩ রান। ৪৩তম ওভারের প্রথম বলে বিচ্ছিন্ন হওয়ার আগে মেয়েদের ওয়ানডেতে যেকোনো উইকেটেই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ জুটি গড়ে ফেলেন ভলভার্ট-ব্রিটস। বাংলাদেশের মেয়েদের বিপক্ষেও যে কোনো উইকেটে এটি রেকর্ড।
বাংলাদেশের বিপক্ষে এর আগে সর্বোচ্চ জুটি ছিল ১৩৭ রানের। ২০২১ সালে হারারেতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ষষ্ঠ উইকেটে ১৩৭ রান করেছিলেন পাকিস্তানের আলিয়া রিয়াজ-নিদা দার জুটি। দক্ষিণ আফ্রিকার রেকর্ডটি ছিল ২২৪ রানের। ২০০৭ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে রেকর্ডটা গড়েছিলেন ইয়োহমারি লগটেনবার্গ ও মিগনন ডু প্রিজ।
মেয়েদের ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের বিপক্ষে শতরানের জুটি আছে চারটি। ব্রিটস-ভলভার্টের ২৪৩ রানের জুটিসহ চারটিই দক্ষিণ আফ্রিকানদের।
রেকর্ড গড়ার পথে ১২৬ রান করেছেন উলভার্ট, ব্রিটস করেছেন ১১৮। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসে সবার ওপরেই জায়গা পেয়ে গেছে ইনিংস দুটি। আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের সিদরা আমিনের ১০৪, ২০২২ বিশ্বকাপে হ্যামিল্টনে।
পঞ্চম সেঞ্চুরিতে ১৩৪ বলে এক ছক্কা ও ১৩ চারে ১২৬ রান করেন উলভার্ট। দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে বোল্ড করে জুটি ভাঙেন মারুফা আক্তার।
প্রথম সেঞ্চুরিতে ১২৪ বলে দুই ছক্কা ও আট চারে ১১৮ রান করেন ব্রিটস। ঝড় তোলার মঞ্চ ছিল প্রস্তুত।
সেটা ভালোভাবেই কাজে লাগান সুনে লিস ও আনেকে বশ। ১৭ বলে ৬ চারে ৩৪ রান করেন লিস। ১৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন বশ।
বিশাল রান তাড়ায় একদমই লড়াই করতে পারেনি নিগার সুলতানার দল। প্রথম চার ব্যাটারের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। শামিমা সুলতানা, ফারজানা হক, মুর্শিদা খাতুন ও নিগারের দ্রুত বিদায়ে অনেকটাই নিশ্চিত হয়ে যায় বড় পরাজয়।
এক প্রান্ত আগলে রেখে দলের রান কিছুটা বাড়ান রিতু মনি। চারটি চারে এই অলরাউন্ডার ৬৭ বলে করেন ৩৩ রান। তিনি ছাড়া দুই অঙ্কে যেতে পারেন কেবল ফাহিমা খাতুন (১৫) ও নাহিদা আক্তার (১১)।
১০ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার ন্যাডাইন ডি ক্লার্ক। আয়াবঙ্গা খাকা ৩ উইকেট নেন ১৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩১৬/৪ (উলভার্ট ১২৬, ব্রিটস ১১৮, বশ ২৮*, লিস ৩৪, ডি ক্লার্ক ০, ক্যাপ ৬*; মারুফা ৬-০-৩৫-১, সুলতানা ৫-০-৩৩-০, নাহিদা ৯-০-৬২-০, রাবেয়া ১০-০-৪৯-২, ফাহিমা ৮-০-৪৭-০, স্বর্ণা ৮-০-৫০-০, রিতু ৪-০-৩৯-১)।
বাংলাদেশ: ৩১.১ ওভারে ১০০ (শামিমা ৬, ফারজানা ৮, মুর্শিদা ৮, নিগার ৩, ফাহিমা ১৫, রিতু ৩৩, স্বর্ণা ১, নাহিদা ১১, রাবেয়া ০, সুলতানা ৩*, মারুফা ১; ক্যাপ ৫-০-২১-২, খাকা ৬-০-১৫-৩, ক্লাস ৫-০-২৪-০, ডি ক্লার্ক ৫.১-২-১০-৩, এমলাবা ৬-০-১৯-০, মার্ক্স ৪-০-৬-১)।
ফল: দক্ষিণ আফ্রিকা ২১৬ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা
প্লেয়ার অব দা ম্যাচ: তাজমিন ব্রিটস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান