সময় পেলে ‘চেন্নাইয়ে’ খেলবেন মুস্তাফিজ
২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
এবারের আইপিএল নিলামের শেষ পর্যায়ে ‘অ্যাকসিলারেটেড’ রাউন্ড থেকে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে তাকে দলে নেওয়ার ভাবনা শেষ দিকে হুট করে আসেনি আইপিএলের সফলতম দলটির। বরং নিলামের আগেই তার দিকে চেন্নাইয়ের দৃষ্টি ছিল বলে জানালেন দলটির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান। মূল কারণ, ঘরের মাঠের উইকেটে মুস্তাফিজের সম্ভাব্য কার্যকারিতা।
চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামের উইকেটে অনেক সময়ই বল গ্রিপ করে কিছুটা, বল পিচ করে থমকে আসে খানিকটা। মুস্তাফিজের শুরুর সময়ের সেই জাদুকরি পারফরম্যান্স এখন আর নেই অনেক দিন ধরেই। তবে এই ধরনের উইকেটে এখনও তিনি কার্যকর হতে পারেন তার সেøায়ার ও কাটারের বৈচিত্র দিয়ে। এই মাঠের দুই পাশের সীমানাও বেশ বড়, যা এ বাঁহাতি পেসারের বোলিংয়ের জন্য হবে সহায়ক।
ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মুস্তাফিজকে পেয়েছে চেন্নাই। এছাড়াও এবার তারা ১৪ কোটি রুপিতে নিয়েছে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে, ১ কোটি ৮০ লাখ রুপিতে রাচিন রবীন্দ্রকে ও ৪ কোটি রুপিতে শার্দুল ঠাকুরকে। নিলামে চমক দেখিয়ে তারা ৮ কোটি ৪০ লাখ রুপিতে নিয়েছে তরুণ ব্যাটসম্যান সামির রিজভিকে। ২০ লাখ রুপিতে নিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কিপার-ব্যাটসম্যান আরাভেলি আভানিশকে।
চেন্নাইয়ে গতকাল ‘জুনিয়র সুপার কিংস’-এর উদ্বোধনী আয়োজনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাসি বিশ্বনাথান জানালেন, কাক্সিক্ষত ক্রিকেটারদেরকেই দলে নিতে পেরেছে তারা। সেখানে জানালেন মুস্তাফিজের কথাও, ‘যাদেরকে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের, মোটামুটি তাদের সবাইকেই পেয়েছি। ড্যারিল মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের মনে হয়েছে, চিপকের উইকেটে এবং সেখানে দুই পাশের সীমানা যেমন, মুস্তাফিজুর রহমান ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় ছিল এসব। তবে আমরা নিশ্চিত ছিলাম না, তাদেরকে আমরা পাব কি না। সৌভাগ্যবশত, এবার নিলাম বেশ ভালো কেটেছে আমাদের।’
একমাত্র বাংলাদেশি হিসেবে আগামী আইপিএলে খেলার সুযোগ পাওয়া মুস্তাফিজের পঞ্চম দল হতে যাচ্ছে চেন্নাই। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে ৪৮ ম্যাচ খেলে তার উইকেট ৪৭টি। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৯৩। আইপিএলে মুস্তাফিজ ৬ মৌসুম খেললেও বিস্ময়করভাবে এখনও পর্যন্ত এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে খেলা হয়নি তার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এই মাঠে খেলেছেন ¯্রফে একবারই। এবারের বিশ্বকাপে সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।
তবে আগামী ২২ মার্চ শুরু হয়ে ২৬ মে শেষ হতে যাওয়া আইপিএলের পুরোটা সময়ের জন্য মুস্তাফিজকে পাচ্ছে না চেন্নাই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে জানিয়েছেন, ২২ মার্চ থেকে ১২ মে পর্যন্ত মোট ৫১ দিনের জন্য মুস্তাফিজকে ছুটি দেওয়া হয়েছে। আইপিএলের সময় ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের কথা ভেবেই বিসিবির এ সিদ্ধান্ত। মার্চ মাসে শ্রীলঙ্কা সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পরের মাসেই জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে। ২টি টেস্ট ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ আছে সে সিরিজে। দুই দলের বিপক্ষেই টেস্ট সিরিজ দুটিতে মুস্তাফিজ থাকবেন না, তবে সাদা বলের ম্যাচগুলোয় মুস্তাফিজকে পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘আমরা তাকে ৫১ দিনের ছুটি দিয়েছি। আইপিএল তো আরও লম্বা। এ সময় আমাদের খেলাগুলো খেলবে সে।’
মুস্তাফিজের মতো লম্বা ছুটি পেলে হয়তো আইপিএল খেলতে পারতেন জাতীয় দলের অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। কিন্তু দুজনই তিন সংস্করণের নিয়মিত মুখ। তাই বোর্ড তাঁদের লম্বা সময়ের ছুটি দিতে চায়নি। সঙ্গে চোটের দুশ্চিন্তাও আছে। জালাল ইউনুস বললেন, ‘তাসকিন ও শরীফুলকে না দেওয়ার কারণ হচ্ছে, তাদের চোট। তাসকিন কিন্তু এখনো অনুশীলন করছে। সে বলছে, সে প্রায় ফিট। এই দুজনই কিন্তু চোটপ্রবণ খেলোয়াড়। আপনারা জানেন, বিশ্বকাপে সে কিন্তু শতভাগ ফিট ছিল না। ৫০ ভাগ ফিটনেস নিয়ে সে খেলেছিল। কিন্তু বিশ্বকাপ বলে... তারপরও আমরা তাকে ম্যানেজ করে খেলিয়েছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান