বিশ্বকাপের বছরে বিবর্ণ বাংলাদেশ
২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সম্ভবত ২০২৩ সালে। আর এ বছরই ইতিহাসের সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ হতে দেখেছে ক্রিকেট। ৯ জানুয়ারি করাচিতে বছরের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। দু’দিন আগে বছরের সর্বশেষ ওয়ানডেতে নেপিয়ারে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ১৩তম আসর। যে কারণে বিশ্বকাপের আগে ওয়ানডেতে মনোযোগী ছিল দলগুলো। সব মিলিয়ে ২০২৩ সালে ওয়ানডে হয়েছে ২১৮টি- এক পঞ্জিকাবর্ষে দুই শর বেশি ম্যাচ এই প্রথম। নিজেদের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ সবচেয়ে বেশি ৩২টি ওয়ানডে খেলেছে ২০২৩ সালে। এর মধ্যে জয় মাত্র ১১টিতে, যা এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ। ২০০৬ সালে ২৮ ম্যাচ খেলে ১৮টিতে জিতেছিল হাবিবুল বাশারের নেতৃত্বাধীন দল। এখন পর্যন্ত জয়ের সংখ্যায় সেটিই বাংলাদেশের সফলতম বছর।
চলতি বছরের ওয়ানডে অধ্যায় শেষ। অর্থাৎ এই বছরে আর কোনো ওয়ানডে ম্যাচ বাকি নেই। চলছে বিশ্লেষণ, পাওয়া না পাওয়ার হিসেব। বিশ্বকাপের বছরটিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছেন শুবমান গিল। ভারতীয় ওপেনার ব্যাট করেছেন ১০৫ স্ট্রাইক রেটে, ২৯ ইনিংসে ৬৩.৩৬ গড়ে তার রান ১৫৮৪। আবার উইকেটশিকারের দিক থেকেও সবার ওপরে এক ভারতীয়- কুলদীপ যাদব। ২৯ ইনিংসে তার উইকেট ৪৯টি। সেই হিসেবে ওয়ানডেতে
২০২৩ সালে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান নাজমুল হোসেনের। ২৭ ম্যাচের ২৬টিতে ব্যাট করে ৪১.৩৩ গড় আর ৮৫.১১ স্ট্রাইক রেটে তার রান ৯৯২। শতক আছে দুটি, অর্ধশত ৬টি। সব দেশ মিলিয়ে সর্বোচ্চ রানের তালিকায় নাজমুলের অবস্থান ১২ নম্বরে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তালিকায় পরের নামটা মুশফিকুর রহিমের। তার রান ২৬ ইনিংসে ৮৪৬। গড় ৩৬.৭৮, স্ট্রাইক রেট ৮৬.৫৯। সাকিব আল হাসান ২২ ইনিংসে করেছেন ৭৩৫ রান। এই বাঁহাতি অলরাউন্ডারের গড় ৩৫, স্ট্রাইক রেট ৮৯.৮৫। চলতি বছরে তিনি কোনো শতক পাননি। অবশ্য ২০১৯ বিশ্বকাপের পর থেকেও ওয়ানডেতে সাকিবের শতক নেই।
এ বছরই আন্তর্জাতিক ক্রিকেট পা রাখা তাওহীদ হৃদয় ওয়ানডেতে এখন পর্যন্ত ব্যাট করেছেন ২৩ ইনিংসে। ৬ অর্ধশতকে ৩৪.৬১ গড় আর ৮৫.২২ স্ট্রাইক রেটে তার রান ৭২৭। তবে হতাশ করেছেন গত বছর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান (১৩ ইনিংসে গড়ে ৫৭৭) করা লিটন দাস। এই ওপেনার ২০২৩ সালে ২৮ ইনিংসে ব্যাট করে কোনো শতক পাননি। অর্ধশতক করেছেন ৫টি। ২৬.০৪ ইনিংসে তার রান ৬৫১। বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যটসম্যানের কেউই ৯০ বা এর বেশি স্ট্রাইক রেটে রান তুলতে পারেননি। সর্বোচ্চ স্ট্রাইক রেট সাকিবের ৮৯.৮৫। যেখানে রোহিত শর্মা চলতি বছর ব্যাটিং করেছেন ১১৭ স্ট্রাইক রেটে। এইডেন মার্করাম ১১৩.২৬ স্ট্রাইকে রেট। আর ক্লাসেনের কথা তো আগেই বলা হয়েছে। এমনকি ভারতীয় ব্যাটিং লাইনআপে ভারসাম্য রক্ষার দায়িত্বে থাকা বিরাট কোহলিও ব্যাটিং করেছেন ৯৯.১৩ স্ট্রাইক রেটে।
ব্যাটসম্যানদের মতো চলতি বছরে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকাতেও শীর্ষ তিনে ভারতের ক্রিকেটাররা। কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি উইকেট নিয়েছেন যথাক্রমে ৪৯, ৪৪ ও ৪৩টি। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন পেসার শরীফুল ইসলাম। ১৯ ইনিংসে এই বাঁহাতি পেসারের উইকেট ৩২টি। তাসকিন আহমেদ নিয়েছেন ১৭ ম্যাচে ২৬ উইকেট। যদিও শরীফুলের চেয়ে ওভারপ্রতি রান খরচ কম তার। শরীফুলের ওভারপ্রতি খরচ ৫.৫০ রান আর তাসকিনের ৪.৭৯। সাকিব ২০ ইনিংসে উইকেট নিয়েছেন ২৩টি। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজেরও তা-ই, তবে দুই ম্যাচ বেশি খেলেছেন তিনি। এই দুই স্পিনারেরই গড় বেশি। সাকিব একটি উইকেট পেতে গড়ে রান দিয়েছেন ৩৫.৪৭ রান। মিরাজ আরও বেশি- ৪২.০৪। আরেক পেসার হাসান মাহমুদ নিয়েছেন ১৫ ম্যাচে ২২ উইকেট। তবে ওভারপ্রতি খরচ করেছেন ৬.০৮ রান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান