‘মিস্টার এক্সট্রা’য় পিষ্ট পাকিস্তান!
২৮ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়া তুলল ৩১৮ রান। তাদেরকে অলআউট করতে শেষ ৬ উইকেট পাকিস্তান তুলে নিল ৬৮ রানের মধ্যে। বোলিংয়ের শেষটা ভালো করার পর ব্যাটিংয়ের শুরুটাও দারুণ হলো সফরকারীদের। তবে শেষ বিকালে স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্সের তোপে চাপে পড়ল তারা। ৪৬ রানের মধ্যে হারিয়ে ফেলল ৫ উইকেট। গতকাল মেলবোর্ন সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান পিছিয়ে আছে ১২৪ রানে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৯৪ রান। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান ৩৪ বলে ২৯ রানে। তার সঙ্গে আমের জামাল খেলছেন ২৬ বলে ২ রানে। অজি পেসার কামিন্স ৩ উইকেট পেয়েছেন ৩৭ রানে। ২ উইকেট নিতে ন্যাথান লায়নের খরচা ৪৮ রান। বাকিটি জশ হ্যাজেলউড নিয়েছেন ২৯ রানে।
ব্যাটিংয়ে ভালো অবস্থান থেকে পা হড়কানোর আগে বোলিংয়ে অনাকাক্সিক্ষত এক অভিজ্ঞতা হয় পাকিস্তানের। শান মাসুদের নেতৃত্বাধীন দলটির বোলাররা অতিরিক্ত হিসেবে দেয় রেকর্ড ৫২ রান। অর্থাৎ অস্ট্রেলিয়ার মোট রানের ছয় ভাগের এক ভাগ আসে এই খাত থেকে। মেলবোর্নের মাঠে কোনো টেস্টের কোনো ইনিংসে এত বেশি অতিরিক্ত রান হয়নি আগে। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্টে সব মিলিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ অতিরিক্ত রান দেওয়ার রেকর্ড। ১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে দিয়েছিল ৫৮ অরিতিক্ত রান।
পাকিস্তানের বিপক্ষে এবার অজিদের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে। এর চেয়ে বেশি করেন কেবল মারনাস লাবুশেন। আগের দিনের ৪৪ রান নিয়ে খেলতে নামা ব্যাটার আউট হন ৬৩ রানে। চার ঘণ্টার বেশি ক্রিজে থেকে ১৫৫ বল মোকাবিলা করেন তিনি। দলটির আর কোনো ব্যাটার করতে পারেননি ফিফটি। মিচেল মার্শ খেলেন ৬০ বলে ৪১ রানের ইনিংস। এছাড়া, প্রথম দিনে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ৮৩ বলে ৩৮ ও উসমান খাওয়াজা ১০১ বলে ৪২ রানে বিদায় নেন।
পাকিস্তানের হয়ে ৬৪ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার জামাল। পার্থে হওয়া প্রথম টেস্টে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৬ উইকেটসহ মোট ৭ উইকেট নিয়েছিলেন তিনি। তাছাড়া, দুটি করে উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি, মির হামজা ও হাসান আলি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে