ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলে ভারতের দুজন, নেই পাকিস্তানের কেউ
০১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫ এএম
২০২৩ সালের ‘বছরের সেরা টেস্ট একাদশ’ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এই দলে জায়গা হয়নি বিরাট কোহলি বা রোহিত শর্মার। তবে ভারতের দুজন জায়গা পেয়েছেন এই দলে। আয়ারল্যান্ড থেকেও সুযোগ পেয়েছেন একজন। তবে নেই বাংলাদেশ কিংবা পাকিস্তানের কোনো ক্রিকেটার।
গত রোববার এই তালিকা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আশ্চর্যের বিষয় হল, এই দলে অস্ট্রেলিয়ার চেয়ে ইংল্যান্ডের খেলোয়াড়ের সংখ্যাই বেশি। তিনজন ইংলিশ ও দুজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় জায়গা পেয়েছেন।
প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া এবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে, তাই তাঁকেই দলের অধিনায়ক করা হয়েছে।
ওপেনার হিসেবে উসমান খাজার সঙ্গী দিমুথ করুনারত্নে। দুই ব্যাটসম্যানের জন্যই এই বছরটা ছিল দারুণ। খাজা এই বছর ১২১০ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন। যেখানে করুনারত্নে ৬০.৮০ গড়ে করেন ৬০৮ রান। কেন উইলিয়ামসনকে রাখা হয়েছে এই দলের তিন নম্বর ব্যাটসম্যান হিসাবে।
দলের মিডল অর্ডার সামলাবেন আয়ারল্যান্ডের লরকান টাকার। এছাড়া এই তালিকায় রাখা হয়েছে হ্যারি ব্রুক ও জো রুটকে। এই দলের উইকেটরক্ষকও থাকবেন টাকার। দলের একমাত্র অলরাউন্ডার হিসাবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা।
বোলিং ইউনিটের ভার দেওয়া হয়েছে কাগিসো রাবাদাকে। সদ্য অবসর নেওয়া স্টুয়ার্ট ব্রডকেও তারা দলে জায়গা দিয়েছে। এছাড়াও রবিচন্দ্রন অশ্বিনকে দলের স্পিনের দায়িত্ব দেওয়া হয়েছে।
মজার বিষয় হল, এই দলে পাকিস্তানের এমনটি বাংলাদেশের কোনও ক্রিকেটার জায়গা পাননি। এছাড়াও ২০২৪ আইপিএল-এর সবচেয়ে দামী ক্রিকেটার মিচেল স্টার্কও নেই এই দলে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দল: উসমান খাজা, দিমুথ করুনারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, লরকান টাকার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স (অধিনায়ক), কাগিসো রাবাদা, স্টুয়ার্ট ব্রড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ৪ জন আহত
মাঘে রোদের তেজ, তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি!
ভালো কাজে দেরি করা উচিত নয়-১
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে
ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে