নিউজিল্যান্ডের ছন্দ বিপিএলেও চান শরীফুল
০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম
আগের বছর বল হাতে আলো ছড়িয়ে গত বছরটা চোটের সাথে লড়াই করেই কেটেছে ইবাদত হোসেন আর তাসকিন আহমেদের। সেই সুযোগটা দুহাতে লুফে নিয়েছেন শরীফুল ইসলাম। বল হাতে দুর্দান্ত কেটেছে তরুন এই পেসারের। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে এই মুহূর্তে দলের সেরা বোলার শরীফুলই। অথচ কয়েক মাস আগেও একাদশে জায়গা নিশ্চিত ছিলো না তার। পারফরম্যান্সে দারুণ উন্নতি করে প্রভাব রাখছেন তিনি। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে হয়েছেন সিরিজ সেরা। কিউইদের মাঠে সীমিত ওভারের সিরিজে বাংলাদেশের আর কারো নেই এমন অর্জন। দেশে ফিরে বাঁহাতি পেসার জানালেন, এই ছন্দ আসছে বিপিএলেও ধরে রাখতে চান তিনি।
নিউজিল্যান্ডের মাটিতে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬ উইকেট নেন শরীফুল। তার আগে ওয়ানডে সিরিজে নেন ৭ উইকেট। রোববার শেষ টি-টোয়েন্টিতে দল হারলেও ১৭ রানে ২ নিয়ে লড়াই করেন তিনি। সিরিজে একটি রেকর্ডও হয়েছে শরিফুলের। ফিন অ্যালেনকে টি-টোয়েন্টি সিরিজে প্রতি ম্যাচেই আউট করেছেন তিনি। অ্যালেনকে এর আগের তিন দেখাতেও শিকার ধরেন শরীফুল। টানা ছয়টি টি-টোয়েন্টি একই ব্যাটারকে আউট করার বিরল নজির গড়েন শরীফুল। নিউজিল্যান্ড সিরিজ শেষে বছরের প্রথম দিন লম্বা বিমান ভ্রমণের ধকল সয়ে গতপরশু মাঝরাতে দেশে ফেরে বাংলাদেশ দল। বিমানবন্দরে নেমে শরীফুল গণমাধ্যমের সামনে হাজির হয়ে জানান দল আরেকটু ভালো করলে বেশি তৃপ্তি পেতেন তিনি, ‘আলহামদুলিল্লাহ, আমার বছরটা খুব ভালো গিয়েছি। কিন্তু আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম দলগতভাবে তাহলে আরও ভালো লাগত। ভালো একটা সিরিজ গিয়েছে। টি-টোয়েন্টি সিরিজ আমাদের পক্ষেই ছিলো। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি না হলে হয়ত আমরাই জিততাম।’
নিউজিল্যান্ডের মাঠে সীমিত ওভারের খেলায় এর আগে কেবল হারই দেখেছে বাংলাদেশ। ২৭ হার নিয়ে গিয়ে এবার ওয়ানডেতে আসে প্রথম জয়, পরে টি-টোয়েন্টিতেও জেতে বাংলাদেশ। প্রথমবার সেদেশে রঙিন পোশাকের খেলায় কোন বাংলাদেশি ক্রিকেটার হন সিরিজ সেরা। তার আশা আগামীতে এটা হতে থাকবেন নিয়মিত দৃশ্য, ‘কেবল তো শুরু। আগামীতে আরও অনেকেই হবে (নিউজিল্যান্ডের মাঠে সিরিজ সেরা)। এখন থেকেই আমরা ঘুরে দাঁড়াবো। যেকোনো কন্ডিশনে গেলেই সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ দেশে ফিরে কদিনের বিশ্রামের পর নামতে হবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির আসর বিপিএলে। দুর্দান্ত ঢাকার হয়ে এই আসরে দেখা যাবে শরীফুলকে। বাঁহাতি পেসার আন্তর্জাতিক ক্রিকেটের ছন্দ ধরে রাখতে চান ঘরোয়া আসরেও, ‘অবশ্যই বিপিএলে ভালো করার ব্যপারে আত্মবিশ্বাসী। কারণ গত কিছু ম্যাচ আমি ভালো খেলেছি। এটা আমাকে বুস্ট-আপ করবে বিপিএলে ভালো খেলার জন্য। আমি চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখতে।’
আগামী ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের দশম আসরে ভেন্যু বরাবরের মতোই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট; দলও ৭টি। বিপিএলের গত কয়েকটি আসরের সঙ্গে এবারের পার্থক্য অন্য জায়গায়। অনেক বছর পর এবার আবার প্রায় প্রতিটি দলেই দেখা যাবে বড় বড় বিদেশি তারকাকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে