সিডনি টেস্ট: রিজওয়ানের পর জামাল-হামজার অবিশ্বাস্য প্রতিরোধ
০৩ জানুয়ারি ২০২৪, ০২:৩০ পিএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ০২:৩৪ পিএম
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার পেসারদের সামনে স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে দাঁড়াতে পারলেন কেবল মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। শেষ দিকে অবিশ্বাস্য প্রতিরোধ গড়লেন আমির জামাল ও মীর হামজা। তবু প্রথন দিনের পুরোটা সময় ব্যাটিং করতে পারল না পাকিস্তান।
সিডনি টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসে পাকিস্তান গুটিয়ে গেছে ৭৭.১ ওভারে ৩১৩ রানে। জবাবে এক ওভার ব্যাটিং করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। বিদায়ী টেস্টে ৬ বলে ৬ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার রানও বিনা উইকেটে ৬।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার টস জিতে ব্যাটিং বেছে নিয়ে মধ্যাহ্ন বিরতির আগেই ৪ উইকেট হারায় পাকিস্তান। রিজওয়ানের ১০৩ বলে ৮৮ ও সালমানের ৬৭ বলে ৫৩ রানে তারা দুইশ পার করে। ২২৭ রানে নবম উইকেট হারিয়ে ফেলা দলকে অনেকটা একাই টেনে নেন জামাল। দশম উইকেটে হামজাকে নিয়ে তিনি গড়েন ১৩৩ বলে ৮৬ রানের অবিশ্বাস্য জুটি। টেস্টে পাকিস্তানের হয়ে শেষ উইকেটে এর চেয়ে বড় জুটি আছে মাত্র ছয়টি।
নয়ে নেমে ৯৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৮২ রান করেন ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নামা জামাল। নিশ্চিতভাবেই তার ক্যারিয়ারের সেরা ইনিংস এটিই। জামালের ইনিংসটি টেস্টে নয় নম্বর ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ। ৪৩ বলে ৭ রান করে এসময় তাকে দারুণ সঙ্গ দেন হামজা।
এই ম্যাচেও পাকিস্তানকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন প্যাট কামিন্স। ১০ উইকেট নিয়ে মেলবোর্ন টেস্টের নায়ক এবারও প্রথম ইনিংসে নিলেন ৬১ রানে ৫ উইকেট। দুটি নেন মিচেল স্টার্ক।
পাকিস্তানের দুই ওপেনারের কেউই রানের খাতা খুলতে পারেননি। টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মতো নতুন বছরের প্রথম টেস্টে প্রথম ইনিংসে দুই ওপেনার শূন্য রানে আউট হলেন।
মিচেল স্টার্কের করা দিনের দ্বিতীয় বলেই দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল্লাহ শফিক। পরের ওভারেই অভিষিক্ত সাইম আইয়ুবকে কট বিহাইন্ড করেন জস হেইজেলউড।
আবারও ভালো শুরুর পর আউট হন বাবর আজম। শান মাসুদের সাথে তার ৩৫ রানের সম্ভাবনাময় জুটি বিচ্ছিন্ন করেন প্যাট কামিন্স। অজি দলপতির দুর্দান্ত ইনসুইঙ্গারে এলবিডব্লিউ হন বাবর, ৪০ বলে ২৬ রান করে।
সউদ শাকিলকেউ টিকতে দেননি কামিন্স। ৫ রান করে শাকিল আউট হন কটবিহাউন্ড হয়ে। ৪৭ রানে চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেন মাসুদ ও মোহাম্মদ রিজওয়ান। কিন্তু এবার হন্তারকের ভূমিকায় মিচেল মার্শ। তার বলে দ্বিতীয় স্লিপে মাসুদ ক্যাচ দিলে ভাঙে ৯১ বল স্থায়ী ৪৯ রানের জুটি।
৩০ ওভারে ৯৬ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। ৭০ বলে ৩৫ রানে শেষ হয় অধিনায়কের লড়াই। এরপরই সালমানকে নিয়ে দিনের সবচেয়ে বড় জুটি উপহার দেন রিজওয়ান। ১০১ বলে ৯৪ রান আসে এই জুটি থেকে। কামিন্সকে পুল করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়ে সেঞ্চুরি হাতছাড়া হয় রিজওয়ানের।
তিন ম্যাচের সিরিজে ২-০তে পিছিয়ে আগেই সিরিজ হার নিশ্চিত করেছে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
পাকিস্তান ১ম ইনিংস: ৭৭.১ ওভারে ৩১৩ (রিজওয়ান ৮৮, জামাল ৮২, সালমান ৫৩, মাসুদ ৩৫, বাবর ২৬; কামিন্স ৫/৬১, স্টার্ক ২/৭৫)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১ ওভারে ৬/০ (ওয়ার্নার ৬*, খাজা ০*)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে