নিউজিল্যান্ড সাফল্যে শরীফুলের বড় লাফ
০৪ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম
গত বছরের মাঝামাঝিতে তার উত্থানের শুরু, শেষটাও হয়েছে স্মরণীয়। নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টিতে সিরিজ সেরা পারফরম্যান্সের ছাপ পড়েছে শরীফুল ইসলামের র্যাঙ্কিংয়েও। এই সংস্করণের বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন তরুণ বাঁহাতি পেসার। উন্নতি করেছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমানও। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি গতকাল ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে আবার সেরা দশে ঢুকেছেন ভিরাট কোহলি।
গত মাসের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয় ও সিরিজ ভাগাভাগির সাফল্যে বড় অবদান রাখেন শরীফুল। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবার জেতেন সিরিজ সেরার পুরস্কার। এমন পারফরম্যান্সের সৌজন্যে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন বাঁহাতি পেসার। ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে ৫৬ নম্বরে অবস্থান তার। তিন ম্যাচেই মিতব্যয়ী বোলিং করা মুস্তাফিজ ৫ ধাপ এগিয়ে উঠেছেন ২২ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। অবনতি হয়েছে নিউজিল্যান্ড সিরিজে না খেলা সাকিব আল হাসানের। ছয় ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকা আফিফ হোসেন (৬৬) পিছিয়েছেন ৬ ধাপ। ৬ ধাপ পেছানো সাকিব নেমে গেছেন ৭০-এ।
ওই সিরিজে দারুণ বোলিং করে ৮ ধাপ এগিয়েছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল স্যান্টনার। ৬৫৭ রেটিং নিয়ে এখন ৮ নম্বরে তার অবস্থান। ৭২৬ রেটিং নিয়ে এই তালিকার শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন আদিল রাশিদ। টি-টোয়েন্টি ব্যাটিং ও অলরাউন্ডারের তালিকায় আসেনি তেমন কোনো পরিবর্তন। ব্যাটিংয়ে ৮৮৭ রেটিং নিয়ে এক নম্বরে সুরিয়াকুমার ইয়াদাভ। দুই ধাপ এগিয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উঠেছেন ৩২ নম্বরে। দুই ধাপ পিছিয়ে ২৩ নম্বরে আছেন লিটন দাস। অলরাউন্ডারদের মধ্যে ২৫৬ রেটিং নিয়ে শীর্ষে বাংলাদেশের দলপতি সাকিব।
টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে ৩৮ ও ৭৬ রানের ইনিংস খেলে ৪ ধাপ এগিয়েছেন কোহলি। ৭৬১ রেটিং নিয়ে এখন নয় নম্বরে অবস্থান করছেন তিনি। ২০২২ সালের মার্চের পর প্রথমবার শীর্ষ দশে উঠলেন কোহলি। একই ম্যাচে ১৮৫ রানের ইনিংস খেলা ডিন এলগার ১৯ ধাপ এগিয়ে উঠেছেন ১৭ নম্বরে, ৬৮০ রেটিং। মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে দারুণ ব্যাটিংয়ের পর ১৬ ধাপ এগিয়েছেন মিচেল মার্শ। তার অবস্থান এখন ৫২তম। একই ম্যাচে ত্রিশ ছাড়ানো দুটি ইনিংস খেলে ৪ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন (৮৬৪ রেটিং)।
বোলারদের তালিকায় র্যাঙ্কিংয়ে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। ৭৬৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন তিনি। তিন ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠেছেন তিনি। ৮৭২ রেটিং নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে অশ্বিনের স্বদেশি রবীন্দ্র জাদেজা, ৪৪৬ রেটিং।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে