বড় হারে বিশ্বকাপ অভিযান শুরু যুবাদের
২১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
শিরোপা পুনঃরুদ্ধারের অভিযানে প্রথম ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছে টাইগার যুবারা।
ব্লুমফন্টেইনে শনিবার বাংলাদেশের হার ৮৪ রানের। দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা ২৫২ রানে রেখেছিলেন মারুফ মৃধা। কিন্তু ৪৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে গেছে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বধীন দল।
ভারতকে হারিয়েই ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় ৩৮ রানের জুটিতে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। কিন্তু ৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে খুব চাপে পড়ে যায় দল। ৫০ রানের মধ্যে চতুর্থ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই যায়। পঞ্চম উইকেটে আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমসের ১১৮ বলে ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই জুটি ভঙতেই আর দাঁড়াতে পারেনি দল। ৪০ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় যুবারা।
৭৭ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন জেমস। ৭১ বলে ৪১ রান আরিফুলের। ভারতের সৌমি পান্ডিয়া ৪ উইকেট নেন।
এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার আদর্শ সিং। ম্যাচসেরাও হয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান অধিনায়ক উদয় শেহরানের।
৮ ওভারে ১ মেডেনসহ ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ভারতের সংগ্রহ খুব বড় হতে দেননি মারুফ। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে যুব বিশ্বকাপে ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এর আগে যুব বিশ্বকাপে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হান্নান সরকার, রাকিবুল হাসান, তানভীরুল ইসলাম, নাজমুল হোসেন, এনামুল হক জুনিয়র ও আফিফ হোসেন।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ৩১ রানের মধ্যে ভারতের ২ উইকেট শিকার করেন মারুফ। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান আদর্শ সিং ও উদয় শেহরান।
৩২তম ওভারে আদর্শকে ৭৬ রানে আউট করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার চৌধুরি এমডি রিজওয়ান। আরেক সেট ব্যাটার সাহারানকে ৬৪ রানে বিদায় করেন স্পিনার রাব্বি।
আদর্শ ও সাহারানের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পেয়েছিলো ভারত। কিন্তু ভারতীয় ইনিংসের শেষ ৭ ওভারে আরও ৩ উইকেট শিকার করেন মারুফ। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানের বেশি করতে পারেনি ভারত।
গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট নিয়েছিলেন মারুফ। এবার যুব বিশ্বকাপে ভারতের সামনে আরও একবার জ্বলে উঠলেন তিনি। এছাড়া বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন রিজওয়ান ও মাহফুজুর। কিন্তু দিন শেষ হারের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয় দলকে।
আগামী সোমবার একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৫১/৭ (আদর্শ ৭৬, শাহারান ৬৪; মারুফ ৫/৪৩, রিজওয়ান ১/২৩, মাহফুজুর ১/৪১)।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৪৫.৫ ওভারে ১৬৭ (শিহাব ৫৪, আরিফুল ৪১, পারভেজ ১৫*, আশিকুর ১৪, জিশান ১৪; পান্ডে ৪/২৪, মুশির ২/৩৫)।
ফল: ভারত অ–১৯ দল ৮৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আদর্শ সিং।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার