হায়দরাবাদ টেস্ট: প্রথম দিনেই লাগাম ভারতের হাতে
২৫ জানুয়ারি ২০২৪, ০৫:২৯ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:১৪ পিএম
ভারতের স্পিন আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। লড়াই যা একটু করলেন অধিনায়ক বেন স্টোকস। আড়াইশ’র আগেই ইংলিশদের গুড়িয়ে ব্যাট হাতেও দারুণ শুরু পেয়েছে ভারত। প্রথম দিনেই হায়দরাবাদ টেস্টের লাগাম হাতে নিয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টের প্রথম দিনে ৬৪.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ১৯ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১১৯ রান। দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ১২৭ রানে পিছিয়ে রোহিত শর্মার দল।
ফিফটি জুটিতে টসজয়ী ইংল্যান্ডের শুরুটা ছিল দারুণ। পেসারদের সরিয়ে এরপর স্পিন আক্রমণ আনেন ভারত অধিনায়ক। এরপর একে একে উইকেট নেওয়ার উল্লাস করেন রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন আশ্বিন। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে জুটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তারা। এরপর শেষ ব্যাটসম্যান হিসেবে বেন স্টোকস যখন আউট হন ইংল্যান্ডের ইনিংস তখন আড়াইশ’ও স্পর্শ করেনি।
৮৮ বলে ৬টি চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন স্টোকস। পাঁচ ব্যাটার ২০ পার করলেও কেউই ফিফটি স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন জনি বেয়ারস্টো।
এদিন ২৯ রান করে জাদেজার শিকার হন জো রুট। এই ইনিংস খেলার পথে ভারত-ইংল্যান্ড সিরিজের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হন রুট। ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে। ভারত-ইংল্যান্ড সিরিজে রুটের রান এখন ২৫৫২, শচীনের ২৫৩৫।
প্রথম দিনে শুরুটা করেন অশ্বিন। তাঁর বলে এলবিডব্লিউ হন বেন ডাকেট (৩৫)। আরেক ওপেনার জ্যাক ক্রলিকেও ফেরান অশ্বিন। তাঁর এই ২ উইকেটের মাঝে তিনে নামা ওলি পোপকে ফেরান জাদেজা। পোপকে ফেরানোর মধ্য দিয়েই রেকর্ড গড়েন অশ্বিন–জাদেজা জুটি।
আশ্বিন-জাদেজা জুটি নিয়েছেন ৬টি। দুইজনের একসঙ্গে খেলা ৫০তম টেস্ট এটি। দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত অশ্বিন-জাদেজা জুটির পাশে জ্বলজ্বল করছে ৫০৬ উইকেট।
টেস্টে ভারতের হয়ে জুটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার আগের রেকর্ড ছিল লেগ স্পিনার আনিল কুম্বলে ও অফ স্পিনার হারভাজান সিংয়ে। একসঙ্গে ৫৪ টেস্টে তাদের শিকার ৫০১ উইকেট। তালিকায় তৃতীয় স্থানে হারভাজান ও পেসার জাহির খানের জুটি। ৫৯ টেস্টে তারা নেন ৪৭৪ উইকেট।
পরে আগ্রাসী ব্যাটিং শুরু করেন জয়সয়াল। রোহিত ২৪ রানে ফিরলেও ৭০ বলে ৯টি চার ও ৩ ছক্কায় ৭৬ রানে আপরাজিত থাকেন জয়সয়াল। তার সঙ্গে শুক্রবার দিন শুরু করবেন ১৪ রানে ব্যাট করা শুভমান গিল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৬৪.৩ ওভারে ২৪৬ (ক্রলি ২০, ডাকেট ৩৫, পোপ ১, রুট ২৯, বেয়ারস্টো ৩৭, স্টোকস ৭০, ফোকস ৪, রেহান ১৩, হার্টলি ২৩, উড ১১, লিচ ০; বুমরাহ ৮.৩-১-২৮-২, সিরাজ ৪-০-২৮-০, জাদেজা ১৮-৪-৮৮-৩, অশ্বিন ২১-১-৬৮-৩, আকসার ১৩-১-৩৩-২)।
ভারত ১ম ইনিংস: ২৩ ওভারে ১১৯/১ (জয়সওয়াল ৭৬*, রোহিত ২৪, গিল ১৪*; উড ২-০-৯-০, হার্টলি ৯-০-৬৩-০, লিচ ৯-২-২৪-১, রেহান ৩-০-২২-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
বিয়ের ওপর কর বাতিলের দাবি
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
জবিতে ছাত্রলীগ নেত্রী আটক, মুক্তির পর হুমকি
বিতর্ক যেন ছাড়ছেই না উর্বশীকে,আপত্তিকর ভিডিও ভাইরাল
বিনোদনের সংজ্ঞা পাল্টে দিচ্ছে হালের নিও কিউএলইডি টেলিভিশন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যের বাড়ীতে বিয়ের দাবিতে কলেজ পড়ুয়া ছাত্রীর অবস্থান
এবার যুক্তরাষ্ট্রে থাকা আবদুস সোবহান গোলাপের সম্পদ ক্রোকের নির্দেশ
সিলেটে রিসোর্ট থেকে আপত্তিকর অবস্থায় ১৬ কিশোর-কিশোরী আটক, পরিবার ডেকে বিয়ে দিলো স্থানীয়রা
পল্লী বিদ্যুতের বিল পরিশোধ সবচেয়ে সহজ বিকাশ-এ
জনগণের পাশে থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান