শামার বীরত্বে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয়
২৮ জানুয়ারি ২০২৪, ০২:৩৪ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:২৮ পিএম
শেষবার ওয়েস্ট ইন্ডিজ যখন অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট জিতেছিল তখন শামার জোসেফের জন্মই হয়নি। সেই শামারের বীরত্বেই দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেল ক্যারীবিয়রা।
রোমাঞ্চ ছড়ানো ব্রিজবেন টেস্টে শেষ পর্যন্ত লড়াইটা ঠেকেছিল স্টিভেন স্মিথ বনাম শামার জোসেফ। স্মিথকে অপরাজিত রেখে অন্য প্রান্ত ছেঁটে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দলকে অসাধারণ এই জয় উপহার দিয়েছেন এই পেসার।
ব্রিজবেনে রোমাঞ্চ ছড়ানো দিন-রাতের টেস্টে ৮ রানে জিতেছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। ১-১ সমতায় শেষ করেছে সিরিজ।
২১৬ রানের লক্ষ্যে ৬২ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। অনেকেই মনে করছিলেন, স্বাগতিকদের জয় সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সেটাই কঠিন করে দেন শামার। পায়ে চোট নিয়েও ১১.৫ ওভারে ৬৮ রান দিয়ে ৭ উইকেট নেন এই পেসার। ম্যাচসেরা তো বটেই, আগের ম্যাচে অভিষেকেও আলো ছড়ানো এই পেসারই জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।
১৪৬ বলে এক ছক্কা ও নয় চারে ৯১ রানে অপরাজিত ছিলেন ওপেনার স্মিথ।
প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কেমার রোচ আর আলজারি জোসেফের অসাধারণ বোলিংয়ের পর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রান তুলে। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় মাত্র ১৯৩ রানে।
তৃতীয় দিন মিচেল স্টার্কের ইয়র্কার আঘাত হাতে শামারের পায়ের পাতার অগ্রভাগে। আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি, মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে। স্ক্যান করাতে যেতে হয়েছিল হাসপাতালে। পরদিন তার মাঠে নামাই ছিল অনিশ্চিত। সেই শামারই গড়ে দিলেন ব্যবধান। শেষ ব্যাটার জশ হেইজেলউডকে বোল্ড করে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিবিয়ানদের এনে দেন প্রথম জয়।
ওয়েস্ট ইন্ডিজের মাত্র চতুর্থ বোলার হিসেবে শামার নিলেন সাত উইকেট। তাতে ম্লান হয়ে গেছে স্মিথের আদ্যান্ত ব্যাটিংয়ের কীর্তি। ওপেনার হিসেবে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিরিজে অবশেষে পেলেন রানের দেখা। তবে তার দারুণ লড়াইয়ের পরও শেষ পর্যন্ত দিন-রাতের টেস্টে প্রথম হারের তিক্ত স্বাদ পেল অস্ট্রেলিয়া। আগের ১১টি দিবা-রাত্রের টেস্টেই জিতেছিল অজিরা।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান স্মিথ ও ক্যামেরন গ্রিন এগিয়ে নিতে থাকেন স্বাগতিকদের। কেমার রোচ, আলজারি জোসেফ ও জাস্টিন গ্রিভসের বোলিং সামলে ২ উইকেটে ১১৩ রানের দৃঢ় ভিতের উপর দাঁড়ায় অস্ট্রেলিয়া।
ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে নামা শামার জাদুকরী দুটি ডেলিভারিতে পাল্টে দেন খেলার চিত্র। প্রথমে গ্রিনকে বোল্ড করে ভাঙেন ৭১ রানের জুটি। পরের বলে ইয়র্কারে এলোমেলো করে দেন ট্রাভিস হেডের স্টাম্প! ‘কিং পেয়ার’ অর্থাৎ দুই ইনিংসেই গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান হেড।
মিচেল মার্শকে ফেরানোর পর অ্যালেক্স কেয়ারিকেও বোল্ড করে দেন শামার। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা মিচেল স্টার্ককে ফিরিয়ে সিরিজে দ্বিতীয়বারের মতো নেন ৫ উইকেট। পরে প্যাট কামিন্সকে কট বিহাইন্ডকে করে ধরেন ষষ্ঠ শিকার।
৮ উইকেটে ১৮৭ রান নিয়ে ডিনারে যাওয়া অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ২৯ রান। ভরসা ঞিসেবে ছিলেন স্মিথ। তবে তাকে সঙ্গে দিতে পারছিলেন না কেউই। ডিনারের পরপরই ন্যাথান লায়নকে ফিরিয়ে তার কাজ আরও কঠিন করে তোলেন আলজারি জোসেফ।
ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে হেইজেলউডকে স্ট্রাইক দেন স্মিথ। দুর্দান্ত এক ডেলিভারিতে হেইজেলউডের স্টাম্প উড়িয়ে অবিশ্বাস্য এক জয় উদযাপন শুরু করেন শামার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩১১
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৮৯/৯ ডিক্লেয়ার
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৯৩
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ২১৬) (আগের দিন ৬০/২) ৫০.৫ ওভারে ২০৭ (স্মিথ ৯১*, গ্রিন ৪২, হেড ০, মার্শ ১০, কেয়ারি ২, স্টার্ক ২১, কামিন্স ২, লায়ন ৯, হেইজেলউড ০; রোচ ১০-১-২৮-০, আলজারি জোসেফ ১৭-১-৬২-২, গ্রিভস ১২-০-৪৬-১, শামার জোসেফ ১১.৫-০-৬৮-৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজ শেষ ১-১ সমতায়
ম্যান অব দা ম্যাচ: শামার জোসেফ
ম্যান অব দা সিরিজ: শামার জোসেফ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
আগামী নির্বাচন বিএনপির জন্য এতো সহজ নয় :তারেক রহমান
আড়াই শতাধিক আসামির জামিন মুক্তি মিলবে দু’দিন পর
তিস্তা প্রকল্প নিয়ে ষড়যন্ত্র
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ
আমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত -সাইফুল হক
বিএফআইইউ’র মাসুদ বিশ্বাসের রিমান্ড শুনানি ২৬ জানুয়ারি
এসকে সুরের বাসা থেকে ১৭ লাখ টাকা উদ্ধার দুদকের
দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে সরকার
বন্দরে ব্যক্তিগত অর্থায়নে ব্রিজ নির্মাণ উদ্বোধন
গুলি করা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চিকিৎসককে গ্রেফতার ফ্যাসিস্ট দুঃশাসনের প্রতিচ্ছবি -ডা. রফিকুল
বাসায় ডেকে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ে জড়িত নারী গ্রেফতার
রেমিট্যান্স এলো ১৪,৭২৩ কোটি টাকা
শেখ হাসিনা ভারতে গিয়েও ষড়যন্ত্র করছে -হাসান সরকার
আল্টিমেটাম শেষেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঢাবির লাল সন্ত্রাসের বিরুদ্ধে
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে অপসারণে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুদকের চিঠি
ব্যাংক থেকে সরকারের ঋণ মাত্র ১৪৬৪২ কোটি টাকা