এমন হারেও খুশি কামিন্স
৩০ জানুয়ারি ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:১৩ এএম
টেস্ট শেষে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে গিয়ে নিজের একটি জার্সি তিনি উপহার দিয়েছেন শামার জোসেফকে। ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক এই পেসারের কাছ থেকে নিজে নিয়েছেন অটোগ্রাফসহ জার্সি। এরপর দুজনে ছবির জন্য পোজ দিয়েছেন চওড়া হাসিতে। তবে শুধু এই ছবিতেই নন, ক্যারিবিয়ানদের জয়ে অস্ট্রেলিয়ান অধিনায়কের হৃদয়ও হাসছে। জোসেফের বিধ্বংসী এক স্পেলেই ব্রিজবেনে রোববার অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় ২১ বছর পর টেস্ট জিততে পারল তারা। অস্ট্রেলিয়ার মাঠে তাদের জয়খরা ছিল প্রায় ২৭ বছরের।
এবারের ওয়েস্ট ইন্ডিজের দলটিকে বলা হচ্ছিল, অস্ট্রেলিয়া সফরে যাওয়া স্মরণকালের সবচেয়ে দুর্বল ক্যারিবিয়ান দল। সেই দলের কাছে পরাজয় বিব্রতকরই হওয়ার কথা। অধিনায়ক হিসেবে দেশের মাঠে কামিন্সের প্রথম পরাজয়ও এটিই। সব মিলিয়ে হারের যন্ত্রণা ঠিকই অনুভব করছেন তিনি। তবে তিনি তো স্রেফ অস্ট্রেলিয়ান অধিনায়ক বা একজন ক্রিকেটারই নন, ক্রিকেট খেলাটির একজন ভক্ত-সমর্থকও। সেই বৃহত্তর ছবিটাই কামিন্সের চোখে ভেসে উঠছে আরও ভালোভাবে। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়ায় ফুটে উঠল, খেলাটির দারুণ এক দূতও তিনি, ‘হ্যাঁ, অনুভব করা যাচ্ছে (ওয়েস্ট ইন্ডিজের জয়ের তাৎপর্য)... এটা অবশ্য খুব একটা জরুরি নয় আমাদের জন্য, কারণ হারের যন্ত্রণা এখনও দগদগে। তবে ওরা আমাদেরকে ¯্রফে উড়িয়ে দিয়েছে, দারুণ খেলেছে। আমি জানি, এখন অনেক আলোচনা হবে যে, ওদের কতজন অভিষিক্ত ক্রিকেটার ছিল, কত জন আগে কখনোই এখানে সফর করেনি, এরকম নানা কিছু। কিন্তু যখন আন্তর্জাতিক ক্রিকেট আমরা খেলতে নামি, কাজটা সবসময়ই কঠিন। ওরা অসাধারণ খেলেছে। কয়েকজন তারকা তারা তৈরি করে ফেলেছে, যাদের সম্পর্কে সিরিজ শুরুর আগে আমাদের ধারণা ছিল না। ক্রিকেট সমর্থক হিসেবে, টেস্ট ম্যাচ ক্রিকেটের ভক্ত হিসেবে আমার হৃদয়ের একটা অংশ এসব দেখে দারুণ খুশি।’
অস্ট্রেলিয়ার পারফরম্যান্স, বিশেষ করে ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলার জায়গা আছে অনেক। তবে সবচেয়ে বড় প্রশ্ন, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে। ৯ উইকেট পড়ার পর ইনিংস ঘোষণা করে দেন কামিন্স। তার দল তখনও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে ২২ রানে পিছিয়ে। শেষ পর্যন্ত ম্যাচটি তারা হেরেছে ৮ রানে। ওই ইনিংস ঘোষণা নিয়ে তাই আঙুল তোলাই যায়। তবে কামিন্স নিজের সিদ্ধান্তের পেছনে যুক্তিতেই অটল। রাতের বেলায় শেষ কয়েক ওভারের ফায়দা নিতেই অমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, ‘আমার মনে হয়েছিল, গোটা দুই উইকেট নেওয়ার উপযুক্ত সময় তখনই। রাতে ওই সময়টাতে আমরা কিন্তু ঠিকই দুটি সুযোগ তৈরি করতে পেরেছিলাম। আমার তো মনে হয়েছে, ওই সিদ্ধান্ত কাজেই লেগেছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা