মাহমুদউল্লাহ ঝড়ে জয়ে ফিরল বরিশাল, এখনও জয়ের খোঁজে সিলেট
৩১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
এবারের বিপিএলে পঞ্চম ম্যাচে এসেও জয়ের দেখা পেল না গতবারের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স। তাদের হারিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল ফরচুর বরিশাল। আহমেদ শেহজাদের দারুণ শুরু আর মাহমুদউল্লাহ রিয়াদের শেষের ঝড়ে উড়ে গেছে সিলেট।
আসরের ১৬তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার মাশরাফি বিন মুর্তজার দলকে ৪৯ রানে হারিয়েছে তামিম ইকবালের দল। ১৮৭ রানের লক্ষ্যে ১৫ বল আগেই ১৩৭ রানে গুটিয়ে যায় সিলেট। ২১ বলের মধ্যে তারা হারায় শেষ ৭ উইকেট।
৫ ম্যাচে দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে সাত দলের তালিকায় পাঁচে তারকাখঁচিত বরিশাল। সমান ম্যাচে শতভাগ হারে তালিকার তলানীর দল সিলেট।
ব্যাট হাতে শেহজাদ খেলেছেন ৪১ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬৬ রানের ইনিংস। ২৪ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন মাহমুদউল্লাহ। ৬ বলে ১৫ রানের ক্যামিও উপহার দেওয়া মেহেদি হাসান মিরাজ পরে বল হাতে ২১ রানে নেন ২ উইকেট। তবে ২৯ রানে ৪ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার মোহাম্মদ ইমরান। দুটি নেন খালেন আহমেদও।
টস হেরে ব্যাটে নামা বরিশাল পাওয়ার প্লের মধ্যে হারায় তামিম ও প্রিতম কুমারের উইকেট। তবে অপর প্রান্তে রানের ধারা ধরে রাখেন আরেক ওপেনার শেহজাদ। নিজের ইনিংসে তিনি পাশে পান সৌম্য সরকার (১৭ বলে ২০) ও মুশফিকুর রহিমকে (১৯ বলে ২২)। হাওয়েলকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন পাকিস্তান ওপেনার শেহজাদ। শেষ তিন ওভারে ৫২ রান তোলেন মাহমুদউল্লাহ ও মিরাজ।
২১ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার বেনি হাওয়েল।
লক্ষ্য তাড়ায় কখনই সঠিক পথে ছিল না সিলেট। জাকির হাসানের ব্যাটে ১৩.৫ ওভারে ১১০ রান তোলে তারা। এরপর সাত রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। টানা দুই বলে রেজাউর রহমান ও রিজার্ড নাগারাভাকে শিকারে পরিণত করে সিলেটকে গুটিয়ে দেন ইমরান।
সিলেটের ইনিংসে ৩৪ বলে সর্বোচ্চ ৪৬ রান জাকিরের। শামসুর রহমান করেন ২৩ বলে ২৫। ১৯ বলে ২৪ রান হাওয়েলের।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৮৬/৫ (তামিম ২, শেহজাদ ৬৬, প্রিতম ১, সৌম্য ২০, মুশফিক ২২, মাহমুদউল্লাহ ৫১*, মিরাজ ১৫*; আরিফুল ১-০-১১-০, নাঈম ৪-০-৩৬-১, সামিত ৪-০-৩৬-০, এনগারাভা ৪-০-৪৯-১, রাজা ৩-০-২১-০, হাওয়েল ৪-০-২১-৩)
সিলেট স্ট্রাইকার্স: ১৭.৩ ওভারে ১৩৭ (শান্ত ৯, শামসুর ২৫, জাকির ৪৬, মাশরাফি ২, হাওয়েল ২৪, বার্ল ১, আরিফুল ২, সামিত ৮*, নাঈম ১, রাজা ১২, এনগারাভা ০; ইমরান ৩.৩-০-২৯-৩, আকিফ ৩-০২২-১, মিরাজ ৩-০-২১-২, ওয়েলালাগে ৩-০-২৪-০, খালেদ ৪-০-২৯-২, সৌম্য ১-০-৮-০)
ফল: ফরচুন বরিশাল ২৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মাহমুদউল্লাহ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা