টেস্টে প্রথমবার মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান
০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
টেস্ট ক্রিকেটে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এ পর্যন্ত ওয়ানডেতে ১২ ও টি-টোয়েন্টিতে ৫বার মুখোমুখি হয়েছে দল দুটি। কিন্তু টেস্ট ফরম্যাটে কখনও দেখা হয়নি তাদের।
টেস্ট ফরম্যাটে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে নতুন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্ব নতুনভাবে পথচলা শুরু করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের শুরুটা ভালো হয়নি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার। এই চক্রে নিজেদের প্রথম সিরিজে ঘরের মাঠে গত অক্টোবরে পাকিস্তানের কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় শ্রীলংকা। প্রথম টেস্ট ৪ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ইনিংস ও ২২২ রানের বিশাল ব্যবধানে হারে লঙ্কানরা।
বার্তা সংস্থা এএফপিকে ডি সিলভা বলেন, ‘নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমি দারুনভাবে রোমাঞ্চিত। শ্রীলংকার টেস্ট ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে যাবে।’
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভিন্ন-ভিন্ন অধিনায়ক নির্বাচিত করে শ্রীলংকা। ১৬ সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে ফিরেছেন ইনজুরির কারণে সম্প্রতি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে না পারা পেসার কাসুন রাজিথা।
সাদা বলের ক্রিকেটে নিজেদের জাত চেনালেও ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাবার পর পাঁচ দিনের ম্যাচ খেলার সুযোগ কমই পেয়েছে আফগানিস্তান।
শ্রীলংকা বিপক্ষে নিজেদের প্রথম এবং সব মিলিয়ে অষ্টম টেস্ট খেলবে আফগানিস্তান।
এ সপ্তাহে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেছেন, ‘আমাদের লাল বলের ক্রিকেটকে শক্তিশালী করতে এবং একটি ভারসাম্যপূর্ণ টেস্ট দল গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।’
পিঠের অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় তারকা লেগ-স্পিনার রশিদ খানকে ছাড়াই মঙ্গলবার কলম্বোতে পা রাখে আফগানিস্তান।
রশিদের জায়গায় সুযোগের সম্ভাবনা রয়েছে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলা কায়েস আহমেদের।
আফগানিস্তানের ইনিংসের শুরু করবেন সাদা বলের ক্রিকেটে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত রেকর্ডের মালিক ইব্রাহিম জাদরান। পাঁচটি ওয়ানডে সেঞ্চুরির মধ্যে লংকানদের বিপক্ষে দু’টি শতক আছে ইব্রাহিমের।
টেস্টের পর ক্যান্ডিতে তিন ম্যাচের ওয়ানডে এবং ডাম্বুলায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।
শ্রীলংকা দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুণারতেœ, নিশান মাদুশঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, লাহিরু উদারা, চামিকা গুনাসেকারা ও মিলান রথনায়েকে।
আফগানিস্তান দল: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নূর আলী, রহমত শাহ, বাহির শাহ, নাসির জামাল, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), কায়েস আহমেদ, জিয়া আকবর, জহির খান, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ, মোহাম্মদ সেলিম এবং ইজহারুল হক নাভিদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে