জয়সোয়ালের অনবদ্য ব্যাটিংয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ভারতের
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
প্রথম টেস্টের প্রথম ৮০ রানের আগ্রাসী এক ইনিংস কিংবদন্তি ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগের কথা মনে করিয়ে দিয়েছিলেন। আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ১৭৯ রান তোলার পথে যে মুগ্ধকর ব্যাটিং প্রদর্শনী দেখালেন তাতে কখনো মিলল ভিবিএস লক্ষণের ধৈর্য আবার কখনও শচীনের ধ্রুপদী সব বাউন্ডারি মারার সৌন্দর্য। বয়স মাত্র ২২।টেস্ট ক্যারিয়াটারও এখনও দুই অংকে যায়নি।তবে এরই মধ্যে যশস্বী জেওসোয়াল জানান দিয়েছেন সাদা পোশাকে রাজত্ব করতেই এসেছেন তিনি।মাত্র ছয় টেস্টের ক্যারিয়ারে ইতিমধ্যে খেলে ফেলেছেন দুটি দেড়শো ছাড়ানো ইনিংস।
এই তরুণ বাঁহাতির অনবদ্য ব্যাটিংয়ে হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৩৬ রান।ক্রমশ স্পিনাদের জন্য সহায়ক হয়ে উঠা এই উইকেট ইংল্যান্ডকে ব্যাট করতে হবে এটি বিবেচনায় নিলে দিনশেষে স্কোর কার্ড এই রান দেখে খুশিই হবেন। তার ওপর ১৭৯ রান করে এখনও ক্রিজে আছেন জেসেওয়াল।
জয়সোয়ালের ইনিংসটির মহত্ত্ব বোঝা যায় এদিন ব্যাট করা বাকি ভারতীয় ব্যাটসম্যানদের স্কোরের দিকে তাকালে।ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এ দিন শুবমান গিলের ৩৪।
আগে ব্যাট করতে নামা ভারত বহুল চর্চিত উইকেটে চরিত্র বুঝতেই কিনা শুরটা করেছিল কিছুটা ধীরগতির। দলীয় ৪০ রানে রোহিত শর্মা যখন আউট হলেন তখন ভারত খেলে ফেলেছে প্রায় ১৮ ওভার।দুই দলের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স বিবেচনায় নিলে যেটিকে মন্থরই বলা যায়। ৪১ বলে ১৪ রান করে আউট হন রোহিত।ক্যাপ্টেন ফিরে যাওয়ার পরে দ্বিতীয় উইকেট জুটিতে শুভমান গিল কে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান জেসেওয়াল। দুজনে মিলে যোগ করা ৪৯ রানে গিলই ছিলেন ইতিবাচক। এই টেস্টের দলে ফেরা কিংবদন্তি পেশার জেমস অ্যান্ডারসনের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৩৪ রান।
গিল আউট হতে খোলস ছেড়ে বের হন জেসেওয়াল।ধারাবাহিক বাউন্ডারি আদায় করে সচল রাখেন রানের চাকা।বিশেষ করে আগের ম্যাচে দারুন বোলিং করা জো রুট ও হার্টলির উপর চড়াও হয়েছিলেন এই বাঁহাতি। শ্রেয়াস আইয়ারের সঙ্গে মাত্র ২১ ওভারেই ৯০ রানের জুটি গড়েন জেসেওয়াল,যেখানে শ্রেয়াসের অবদান ছিল মাত্র ২৭ রান।শ্রেয়াস ফিরলেও ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূর্ণ করে দলকে এগিয়ে নিয়ে যান জেসেওয়াল। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে বয়স ২৩ হওয়ার আগে দেশে ও দেশের বাইরে টেস্ট শতকের স্বাদ পেলেন তিনি।
অক্ষর প্যাটেল ও ও কেএস ভারতের সঙ্গে আরো দুইটি অর্ধশত রানের জুটি করে দলীয় স্কোর তিনশোর কোটা পার করান জেসেওয়াল। দিন শেষে ১৭৯ রান করা পর্যন্ত থাকা এই বাঁহাতিকে কাল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাতছানি দিচ্ছে।তার সঙ্গে ক্রিজে আছেন রবীচন্দ্র অশ্বিন।
ইংল্যান্ডের হয়ে অভিষিক্ত অফ স্পিনার শোয়েব বাশির ও লেগ স্পিনার রেহান আহমেদ দুইটি করে উইকেট নেন। প্রথম টেস্টে বল হাতে ইংল্যান্ডের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার টম হার্টলি ও অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের প্রাপ্তি করে একটি উইকেট। ৪১ বছর বয়সী অ্যান্ডারসন ১৭ ওভারে রান দেন মাত্র ৩০।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৯৩ ওভারে ৩৩৬/৬ (জয়সওয়াল ১৭৯*, রোহিত ১৪, গিল ৩৪, শ্রেয়াস ২৭, পাতিদার ৩২, আকসার ২৭, ভারত ১৭, অশ্বিন ৫*, অ্যান্ডারসন ১৭-৩-৩০-১, রুট ১৪-০-৭১-০, হার্টলি ১৮-২-৭৪-১, বাশির ২৮-০-১০০-২, রেহান ১৬-২-৬১-২)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে