অ্যান্ডারসনের কীর্তির দিনটি জয়সওয়ালেরও

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

ভারতের মাটিতে সবচেয়ে বেশি বয়সী পেসার হিসেবে টেস্ট খেলতে নামলেন জেমস অ্যান্ডারসন। শুবমান গিলকে ফিরিয়ে টানা ২২টি পঞ্জিকাবর্ষে উইকেট নিলেন তিনি। ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা এসব কীর্তির দিনটি অবশ্য নিজের করে নিলেন যশস্বী জয়সওয়াল। অন্যপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়া চললেও একপ্রান্তে শিকড় গাড়লেন তিনি। তরুণ ওপেনারের অনবদ্য সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভালো পুঁজি পাওয়ার পথে রয়েছে ভারত।
গতকাল বিশাখাপাতœামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৬ রান। বলতে গেলে দিনটি ছিল লড়াইটা দাঁড়াল যেন জয়সওয়াল বনাম ইংল্যান্ড। প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই থিতু হলেন উইকেটে। কিন্তু ইনিংস বড় করতে পারলেন কেবল একজন। সতীর্থদের ব্যর্থতার দিনে অসাধারণ এক ইনিংস খেললেন জয়সওয়াল। ২২ বছর বয়সী জয়সওয়াল পেয়েছেন সাদা পোশাকের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ। সিরিজের প্রথম টেস্টে ৮০ রানের ইনিংস খেলা জয়সওয়াল এবার দিন শেষে অপরাজিত ১৭৯ রানে। তার ২৫৭ বলের ইনিংসে ১৭টি চারের পাশে ছক্কা ৫টি। ৬ টেস্টের ক্যারিয়ারে ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেক ইনিংসেই তিনি করেছিলেন ১৭১।
ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে বয়স ২৩ হওয়ার আগে দেশে ও দেশের বাইরে টেস্ট শতকের স্বাদ পেলেন তিনি। আগের তিন জন রাভি শাস্ত্রী, সাচিন টেন্ডুলকার ও ভিনোদ কাম্বলি। চার জনই রঞ্জি ট্রফিতে খেলেছেন মুম্বাইয়ের হয়ে। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এ দিন শুবমান গিলের ৩৪। জয়সওয়ালের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন আছেন ১০ বলে ৫ রানে অপরাজিত।
হায়দরাবাদ টেস্টের তুলনায় বিশাখাপাতœামের উইকেট ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো। হায়দরাবাদের মতো টার্ন এখানে প্রথম দিন পাননি স্পিনাররা। তবে ইংল্যান্ডের চার বিশেষজ্ঞ বোলারই ভালো বোলিং করেছেন এ দিন। অভিষিক্ত অফ স্পিনার শোয়েব বাশির ও লেগ স্পিনার রেহান আহমেদ ধরেন ২টি করে শিকার। প্রথম টেস্টে বল হাতে ইংল্যান্ডের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার টম হার্টলি ও অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের প্রাপ্তি করে একটি উইকেট। ৪১ বছর বয়সী অ্যান্ডারসন ১৭ ওভারে রান দেন মাত্র ৩০।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করেন রোহিত শার্মা ও জয়সওয়াল। প্রথম ১০ ওভারে আসে কেবল ২৩ রান। ৫ ওভারের প্রথম স্পেলে ¯্রফে ৬ রান দেন অ্যান্ডারসন। ইংল্যান্ড প্রথম সাফল্য পায় বাশিরের হাত ধরে। আলগা শটে লেগ সিøপে ক্যাচ দেন রোহিত (৪১ বলে ১৪)। ভারত অধিনায়কের বিদায়ে ভাঙে ৪০ রানের শুরুর জুটি। শুবমান গিল শুরুটা ভালোই করেন। তবে আরও একবার ইনিংস টেনে নিতে ব্যর্থ তিনি। দ্বিতীয় স্পেলে ফিরে দ্বিতীয় ওভারে তাকে ফেরান অ্যান্ডারসন। অফ স্টাম্পের বাইরের বলে সিøপে ধরা পড়েন ৪৬ বলে ৩৪ রান করা ব্যাটসম্যান। অ্যান্ডারসনের বিপক্ষে এই নিয়ে ৭ ইনিংসে ৫ বার আউট হলেন গিল। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ১২ ইনিংসে ১৮.৮১ গড়ে তার রান মোটে ২০৭। সর্বোচ্চ ইনিংস ৩৬।
প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি ভারত। শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নেন জয়সওয়াল। বাশিরকে পরপর ছক্কা ও চারে ফিফটি পূর্ণ করেন তিনি ৮৯ বলে। পরের পঞ্চাশ করতে তার লাগে কেবল ৬২ বল। হার্টলিকে বেরিয়ে এসে লং অন দিয়ে ছক্কায় উড়িয়ে পা রাখেন তিন অঙ্কে। হার্টলির পরের ওভারেই শ্রেয়াসের বিদায়ে ভাঙে ১৩১ বলে ৯০ রানের জুটি। নিচু হওয়া ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন ৫৯ বলে ২৭ রান করা ব্যাটসম্যান।
সারফারাজ খানকে পেছনে ফেলে ৩০ বছর বয়সে টেস্ট ক্যাপ পাওয়া রাজাত পাতিদার শুরুটা ভালো করেন। অনেকটা দুর্ভাগ্যজনকভাবে শেষ হয় তার ৭২ বলে ৩২ রানের ইনিংস। রেহানকে সামনে পা বাড়িয়ে ডিফেন্স করেন তিনি। বল তার পায়ের কাছে পড়ে পেছনে আরেক ড্রপ খেয়ে আঘাত হানে স্টাম্পে। ভালো শুরু করার পর উইকেট বিলিয়ে আসেন আকসার প্যাটেল (৫১ বলে ২৭) ও শ্রিকর ভারত (২৩ বলে ১৭)। পয়েন্টে ক্যাচ দিয়ে বাশিরের দ্বিতীয় শিকারে পরিণত হন বাঁহাতি আকসার। ভারত আউট হন শেষ বেলায়, রেহানের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে।
রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে দিন শেষ করেন জয়সওয়াল। দ্বিতীয় দিনে তার সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ৯৩ ওভারে ৩৩৬/৬ (জয়সওয়াল ১৭৯ ব্যাটিং, রোহিত ১৪, গিল ৩৪, শ্রেয়াস ২৭, পাতিদার ৩২, আকসার ২৭, ভারত ১৭, অশ্বিন ৫ ব্যাটিং, অ্যান্ডারসন ১/৩০, হার্টলি ১/৭৪, বাশির ২/১০০, রেহান ২/৬১)। প্রথম দিন শেষে


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কষ্টের ‘স্মৃতি’ ভুলে রায়বরেলিতে রাহুল, আমেঠিতে নতুন মুখ কংগ্রেসের

কষ্টের ‘স্মৃতি’ ভুলে রায়বরেলিতে রাহুল, আমেঠিতে নতুন মুখ কংগ্রেসের

পশ্চিমবঙ্গেও ধর্মীয় মেরুকরণ উস্কে দেয়ার চেষ্টা মোদির

পশ্চিমবঙ্গেও ধর্মীয় মেরুকরণ উস্কে দেয়ার চেষ্টা মোদির

গাজীপুরে উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বিএনপি'র লিফলেট বিতরণ

গাজীপুরে উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বিএনপি'র লিফলেট বিতরণ

দুই ভারতীয় গুপ্তচরকে বহিষ্কারের প্রসঙ্গে যা জানাল অস্ট্রেলিয়া

দুই ভারতীয় গুপ্তচরকে বহিষ্কারের প্রসঙ্গে যা জানাল অস্ট্রেলিয়া

শিক্ষার্থী বিক্ষোভ নিয়ে অবশেষে মুখ খুললেন বাইডেন

শিক্ষার্থী বিক্ষোভ নিয়ে অবশেষে মুখ খুললেন বাইডেন

লন্ডনের মেয়র পদে হ্যাটট্রিক জয়ের পথে সাদিক খান

লন্ডনের মেয়র পদে হ্যাটট্রিক জয়ের পথে সাদিক খান

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ : ৫ বগি লাইনচ্যুত, আহত অন্তত ৫০

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ : ৫ বগি লাইনচ্যুত, আহত অন্তত ৫০

পশ্চিম তীরে দুই শিশুকে হত্যা, সম্ভাব্য যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইল

পশ্চিম তীরে দুই শিশুকে হত্যা, সম্ভাব্য যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইল

মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক

মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক

খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই : চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই : চিকিৎসক

উখিয়া থেকে অপহৃত ১০ জেলেকে দীর্ঘ ৩৬ ঘন্টা পর ছেড়ে দিল আরাকান আর্মি'র সদস্যরা

উখিয়া থেকে অপহৃত ১০ জেলেকে দীর্ঘ ৩৬ ঘন্টা পর ছেড়ে দিল আরাকান আর্মি'র সদস্যরা

বিশ্বের দেশে দেশে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় খাদ্যপণ্য

বিশ্বের দেশে দেশে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় খাদ্যপণ্য

নাইজারে মার্কিন ঘাঁটিতে অবস্থান নিল রুশ সেনা

নাইজারে মার্কিন ঘাঁটিতে অবস্থান নিল রুশ সেনা

মুদ্রাপাচার নিয়ে সরকার ও আইএমএফ রহস্যজনক কারণে নীরব : ড. মোহাম্মদ ফরাসউদ্দীন

মুদ্রাপাচার নিয়ে সরকার ও আইএমএফ রহস্যজনক কারণে নীরব : ড. মোহাম্মদ ফরাসউদ্দীন

বাইডেন না ট্রাম্প, কে হবেন প্রেসিডেন্ট? জানালেন বিখ্যাত ভোটকুশলী

বাইডেন না ট্রাম্প, কে হবেন প্রেসিডেন্ট? জানালেন বিখ্যাত ভোটকুশলী

তথ্য পাঠাচ্ছে চীনের বৃষ্টিপাত পরিমাপক স্যাটেলাইট

তথ্য পাঠাচ্ছে চীনের বৃষ্টিপাত পরিমাপক স্যাটেলাইট

ইইউ-তে ফ্রান্স চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার

ইইউ-তে ফ্রান্স চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার

বাইডেনের জনপ্রিয়তায় ভয়াবহ ধস

বাইডেনের জনপ্রিয়তায় ভয়াবহ ধস

পুরুষদের থেকে বেশি সময় বাঁচলেও অসুস্থ থাকেন মহিলারা, গবেষণাপত্রে প্রকাশ

পুরুষদের থেকে বেশি সময় বাঁচলেও অসুস্থ থাকেন মহিলারা, গবেষণাপত্রে প্রকাশ

তাইওয়ান ইস্যুতে ডব্লিউএইচও-কে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ

তাইওয়ান ইস্যুতে ডব্লিউএইচও-কে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ