দুই ম্যাচ আগেই সিরিজ হারলো বাংলাদেশ
০৩ মে ২০২৪, ১২:২১ এএম | আপডেট: ০৩ মে ২০২৪, ১২:২১ এএম
সিরিজে ফেরা হলোনা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারত নারী ক্রিকেট দলের কাছে ৭ উইকেটে হেরে সিরিজ বাঁচাতে পারলোনা বাংলাদেশের মেয়েরা। সহজ জয়ে ৩-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করলো ভারত নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ জিতলে সিরিজে ফিরতে পারতো টাইগ্রেসরা। কিন্তু জয় তো দূরের কথা প্রতিদ্বন্দিতাও গড়ে তুলতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ নারী দলের দেয়া ১১৮ রানের টার্গেটে হেসে খেলেই পৌঁছে যায় ভারত। দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লে তে এই দুজন দলের খাতায় যোগ করেন ৫৯ রান। দুজনের ৯১ রানের পার্টনারশীপ দলের জয় সহজ করে দেয়। সেই সাথে রেকর্ডের খাতায় ঢুকে যান এই দুই ব্যাটার। ওপেনিং জুটিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুই হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন তারা। এরআগে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও বেথ মুনির প্রথম এই কীর্তি গড়েছিলো। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হিসেবী স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা। দ্বিতীয় টি টোয়েন্টিতে কোনো রান না পাওয়া শেফালী ভার্মা এদিন তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ৩৬ বলে অর্ধশতক পুর্ন করেছেন এই ওপেনার। দলীয় ৯১ রানের মাথায় রিতু মনির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৩৮ বলের ইনিংসে ৮টি চারের মারে ৫১ রান করেন শেফালী ভার্মা। এরপর বেশীদূর যেতে পারেননি স্মৃতি মান্দানা। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন তিনি। ৪২ বলে একটি ছয় ও তিনটি চারের মার মেরে ৪৭ রান করে আউট হন স্মৃতি মান্দানা। ততক্ষনে জয়ের দ্বারপ্রান্তে পৌছে গেছে দল। বাকি কাজটা সেরে ফেলেছেন অধিনায়ক হারমানপ্রিত কৌর ও রিচা ঘোষ। শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত নারী দল। বাংলাদেশের রিতু মনি, নাহিদা আকতার ও রাবেয়া খান প্রত্যেকেই একটি করে উইকেট পান।
এরআগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলো বাংলাদেশ নারী দল। শুরু থেকেই ভারতের বোলারদের ভালোভাবে মোকাবেলা করতে থাকেন। দুই ওপেনার দিলারা আকতার আর মুর্শিদা খাতুন ওপেনিং জুটিতে করেন ৪৬ রান। ১৬ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন মুর্শিদা। প্রথম উইকেট পতনের পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। দলীয় ৫৫ রানের মাথায় দিলারা আউট হলে চাপে পড়ে জ্যোতিরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একমাত্র ওপেনার দিলারা ছাড়া আর কোনো ব্যাটারই বলার মত রান করতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১১৭ রান তোলে বাংলাদেশের মেয়েরা। ২৭ বলে ৫টি চারের মারে সর্বোচ্চ ৩৯ রান করেন দিলারা আকতার। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ এবং সোবহানা মুশতারী করেন ১৫ রান। ভারতের রাধা যাদব ২২ রানে নেন দুই উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শেফালী ভার্মা। সিরিজের চতুর্থ ম্যাচ সোমবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের