দ্বিশতক হাঁকিয়ে কাম্বলি-গাভাস্কারের পাশে জসওয়াল
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০০ পিএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০০ পিএম
ষষ্ঠ টেস্টে এসেই ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের স্বাদ পেয়ে গেলেন যশস্বী জসওয়াল। স্রেফ ২২ বছর বয়সে এই কীর্তি গড়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন ভারতের এই ওপেনার। ভারতের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপাত্নাম টেস্টের দ্বিতীয় দিনে শনিবার এই কীর্তি গড়েন জসওয়াল।
১৮৫ থেকে ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কায় ওড়ান শোয়েব বাশিরকে। এই অফ স্পিনারের পরের ওভারের প্রথম দুই বলেই ছক্কা ও চার মেরে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে!
এসময় তাকে লম্বা সময় সঙ্গ দিতে পারেননি কেউ। ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্নমে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের সংগ্রহ তাই চারশ’ পেরুতে পারেনি।
টেস্টের প্রথম দিনেই রাজত্ব করেছিলেন জসওয়াল। দাপুটে ব্যাটিংয়ে প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ১৭৯ রানে। দলীয় ৩৮৩ রানে অষ্টম ব্যাটার হিসেবে জসওয়াল আউট হওয়ার পর বেশিদূর গড়ায়নি ইনিংস। দ্বিতীয় দিন সকালে ১৭ ওভার খেলে হাতের ৪ উইকেট হারিয়ে ৩৯৬ রানে গুটিয়ে যায় ভারত।
গত বছর অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের ১৭১ রানের ইনিংস খেলা জসওয়াল এবার আউট হয়েছেন ২০৯ রান করে। ২২ বছর ৩৬ দিন বয়সে এই টেস্ট শুরু করেছেন জয়সওয়াল। ভারতের হয়ে তার চেয়ে কম বয়সে দুইশ রানের ছোঁয়া পেয়েছেন আর কেবল দুজন।
১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে ২১ বছর ৩২ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করেছিলেন বিনোদ কাম্বলি। সেটি ছিল তার তৃতীয় টেস্ট। ক্যারিয়ারের শুরুতে দারুণ সাড়া জাগানো প্রতিভাবান এই ব্যাটসম্যান পরের টেস্টেও ডাবল সেঞ্চুরি করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। পরে অবশ্য স্রেফ ১৭ টেস্ট খেলে ৫৪.২০ গড় নিয়ে শেষ হয় তার ক্যারিয়ার।
কিংবদন্তি সুনিল গাভাস্কার ক্যারিয়ারের প্রথম সিরিজেই ওয়েস্ট ইন্ডিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন ২১ বছর ২৭৭ দিন বয়সে।
সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি অবশ্য ৫০ বছরের পুরোনো। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি করেছিলেন উপমহাদেশের আরেক কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। ১৯৭৬ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে কীর্তিটি গড়েছিলেন তিনি ১৯ বছর ১৪০ দিন বয়সে।
জসওয়াল প্রথম দিনে অনায়াসে দেড়শো রানের গণ্ডি টপকালেও ভারতের আর কোনও ব্যাটার ব্যক্তিগত ৪০ রানেও পৌঁছতে পারেননি। সেট হয়ে উইকেট দিয়ে আসেন শুভমান গিল, শ্রেয়স আইয়ার, শ্রিকর ভারত, অক্ষর প্য়াটেলরা। অভিষিক্ত রজত পতিদার দুর্ভাগ্যজনক আউট হন। ব্যাট হাতে এবারও নজর কাড়তে পারেননি অধিনায়ক রোহিত শর্মা।
দ্বিতীয় দিনে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে যশস্বী প্রথম ইনিংসে ভারতকে ৪০০-র কাছে টেনে নিয়ে যান। তিনি ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পূর্ণ করে সাজঘরে ফেরেন।
১০৬.৫তম ওভারে জেমস অ্যান্ডারসনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন জসওয়াল। ১৯টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৯০ বলে ২০৯ রান করে আউট হন তিনি।
ভারতের হয়ে টেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল নাভজোত সিং সিধু ও মায়াঙ্ক আগারওয়াল। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৪ রানের ইনিংসে ৮টি ছক্কা মারেন সিধু। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ২৪৩ রানের ইনিংসে ৮ ছক্কায় সিধুকে স্পর্শ করেন মায়াঙ্ক।
অ্যান্ডারসনের বলেই দিনের প্রথম উইকেট হারায় ভারত। উইকেটকিপার বেন ফোকসের হাতে ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২০ রান করে মাঠ ছাড়েন তিনি।
অ্যান্ডারসনের মতো তিনটি করে শিকার ধরেন রেহান আহমেদ ও অভিষিক্ত শোয়েব বশির।
জবাবে ৬ ওভারে বিনা উইকেটে ৩২ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে ইংল্যান্ড। ২৮ বলে ২ চারে ১৫ রান করেছেন জ্যাক ক্রলি। ৮ বলে ৪ বাউন্ডারিতে ১৭ রানে ব্যাট করছেন বেন ডাকেট।
পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম টেস্টে জিতে এগিয়ে রয়েছে সফরকারী ইংল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু