ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

বুমরাহর বোলিং তোপে গুটিয়ে গেল ইংল্যান্ড

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১০ পিএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম

ছবি: ফেসবুক

ব্যাট হাতে ভালো শুরু পেয়েও লম্বা ইনিংস উপহার দিতে পারলেন না ইংল্যান্ডের ব্যাটাররা। দুর্দান্ত বোলিংয়ে মূলত সেই সুযোগ দেননি জাসপ্রিত বুমরাহ। এই ডানহাতি পেসারের বোলিং তোপে আড়াইশ’ পেরুতেই গুটিয়ে গেছে ইংলিশরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ১৭১ রানে এগিয়ে বিশাখাপত্নাম টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। তাদের হাতে পুরো ১০ উইকেট। ৪৫ রানে ৬ উইকেট নিয়ে দিনের নায়ক বুমরাহ।

যশস্বী জসওয়ালের দ্বিশতকের পরও শনিবার সকালে ৩৯৬ রানে গুটিয়ে যায় ভারত। এরপর ইংল্যান্ডকে ৫৫.৫ ওভারে ২৫৩ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। দিন শেষে রোহিত শর্মার দলের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৫ ওভারে বিনা উইকেটে ২৮ রান।

দিনের প্রথম ভাগের সব আলো কেড়ে নেন জসওয়াল। বিনোত কাম্বলি ও সুনিল গাভাস্কারের পর ভারতের তৃতীয় কনিষ্ঠ ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতক উপহার দেন এই ওপেনার।

১০৬.৫তম ওভারে জেমস অ্যান্ডারসনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন জসওয়াল। ১৯টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৯০ বলে ২০৯ রান করে আউট হন তিনি।

ভারতের হয়ে টেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল নাভজোত সিং সিধু ও মায়াঙ্ক আগারওয়াল। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৪ রানের ইনিংসে ৮টি ছক্কা মারেন সিধু। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ২৪৩ রানের ইনিংসে ৮ ছক্কায় সিধুকে স্পর্শ করেন মায়াঙ্ক।

অ্যান্ডারসনের বলেই দিনের প্রথম উইকেট হারায় ভারত। উইকেটকিপার বেন ফোকসের হাতে ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২০ রান করে মাঠ ছাড়েন তিনি।

একই উইকেটে জয়সোয়াল দ্বিশতক করলেও অন্য কোনো ব্যাটসম্যান ৩৪ রানের বেশি করতে পারেননি। টেস্ট ক্রিকেটে এর আগে এমন ঘটনা ঘটেছে একবার। ২০০৫ সালে অ্যাডিলেডে ব্রায়ান লারা ২২৬ রানের ইনিংস খেলেন, ওয়েস্ট ইন্ডিজের সেই ইনিংসে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ডোয়াইন ব্রাভোর ৩৪।

অ্যান্ডারসনের মতো তিনটি করে শিকার ধরেন রেহান আহমেদ ও অভিষিক্ত শোয়েব বশির।

ব্যাট হাতে ইংলিশদের শুরুটা ভালোই ছিল। একাদশ ওভারে প্রথম আঘাত হানেন কুলদিপ ইয়াদাভ। দলীয় ১১৪ রানে আক্ষর প্যাটেলের শিকার হন জ্যাক ক্রলি। ঝড়ো ব্যাটিংয়ে ৭৮ বলে ১১টি চার ও ২ ছক্কায় ৭৬ রান করেন তিনি।

এরপর দৃশ্যপটে আসেন বুমরাহ। পরের চার ব্যাটারকেই শিকারে পরিণত করেন এই পেসার। এরপর আবার দুই উইকেট তুলে নেন লেগ স্পিনার ইয়াদাভ। শেষ দুটি উইকেট তুলে নিয়ে লেজ মুড়ে দেন বুমরাহ।

ক্রলির পর ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন বেন স্টোকস। ৩ রানের জন্য ফিফটির দেখা পাননি ইংলিশ অধিনায়ক। তার স্টাম ছিটকে দেন বুমরাহ।

স্টোকসকে ফিরিয়েই টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন বুমরা। ৩৪তম ম্যাচ খেলা বুমরাই এই মাইলফলকে ভারতের দ্রুততম পেসার। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দশমবার ইনিংসে ন্যূনতম ৫ উইকেট পেলেন তিনি। বিশাখাপত্নাম টেস্টসহ ৩৪ টেস্টে এ নিয়ে ১৫২ উইকেট পেলেন বুমরা। টেস্টে তাঁর বোলিং গড় ২০.২৮। টেস্ট ইতিহাসে তাঁর চেয়ে ভালো বোলিং গড় এবং বেশি উইকেট আছে শুধু একজনেরই—ইংল্যান্ডের কিংবদন্তি বোলার সিডনি বার্নস। ২৭ টেস্টে ১৬.৪৩ বোলিং গড়ের পাশাপাশি কিংবদন্তির উইকেটসংখ্যা ১৮৯।

স্টোকসের আগে ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি বেন ডাকেট (২১), হাদরাবাদ টেস্টের নায়ক ওলি পোপ (২৩), জনি বেয়ারস্টোরা (২৫)। জো রুট আউট হন ৫ রানে। দিনের শুরুর মত শেষটাও ব্যাট হাতে করেছেন জসওয়াল। ১৭ বলে ৩ চারে ১৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন এই ওপেনার। তার সাথে আছেন রোহিত ১৩ বলে ৩ চারে ১৩ রানে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও অনেক পিছিয়ে ছিল ইংলিশরা। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জিতে যায় তারা। এবারও জিততে হলে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য কিছুই করতে হবে ইংলিশদের।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

ভারত: ১১২ ওভারে ৩৯৬ (জয়সোয়াল ২০৯*, অশ্বিন ২০ ; অ্যান্ডারসন ৩/৪৭, রুট ০/৭১, হার্টলি ১/৭৪, বশির ৩/১৩৮, রেহান ৩/৬৫) ও ৫ ওভারে ২৮ (জয়সোয়াল ১৫, রোহিত ১৩ ; অ্যান্ডারসন ০/৬, বশির ০/১৭, রেহান ০/৫)।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৫.৫ ওভারে ২৫৩ (ক্রলি ৭৬, স্টোকস ৪৭, বেয়ারস্টো ২৫, পোপ ২৩, ডাকেট ২১, হার্টলি ২১ ; বুমরা ৬/৪৫, কুলদীপ ৩/৭১, অক্ষর ১/২৪, অশ্বিন ০/৬১, মুকেশ ০/৪৪)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে