রবীন্দ্রর রেকর্ডময় দ্বিশতকে লাগাম নিউজিল্যান্ডের হাতে
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১০ পিএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম
ব্যাটে-বলে আরও একটি দুর্দান্ত দিন পার করল নিউজিল্যান্ড। আর এদিনও নায়কের ভূমিকায় ছিলেন রাচিন রবীন্দ্র। তরুণ এই অলরাউন্ডার আগের দিনের সেঞ্চুরি ইনিংসকে রূপ দিয়েছেন দ্বিশতকে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দিয়ে উঠেছেন অনন্য উচ্চতায়। দলও পেয়েছে বিশাল সংগ্রহ। তাতে দুই দিনেই কোণঠাসা হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় দিন শেষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ২৮ ওভারে ৪ উইকেটে ৮০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। হাতে ৬ উইকেট নিয়ে এখনও প্রথম ইনিংসে তারা ৪৩১ রানে পিছিয়ে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫১১ রানে অলআউট হয় কিউইরা।
প্রথম দিনেই শতরানের স্বাদ পেয়েছিলেন রবীন্দ্র। চতুর্থ টেস্টে যা তার প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় দিনে সোমবার ডাবল সেঞ্চুরি ছুঁয়ে তিনি আউট হন শেষ পর্যন্ত ২৪০ রানে।
৫৪৬ মিনিট ক্রিজে থেকে ৩৬৬ বল খেলে ২৬ চার ও ৩ ছক্কায় এই ইনিংসটি সাজান ২৪ বছর বয়সী ক্রিকেটার।
প্রথম টেস্ট সেঞ্চুরিকেই রবীন্দ্রর চেয়ে বড় ইনিংসে রূপ দিতে পেরেছেন টেস্ট ইতিহাসের আর ১১ জন। তবে নিউ জিল্যান্ডের হয়ে সবার ওপরে এখন তিনিই।
এখানে দুই যুগের বেশি পুরোনো রেকর্ড ভেঙেছেন রবীন্দ্র। ১৯৯৯ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেকে ২১৪ রানের ইনিংস খেলেছিলেন ম্যাথু সিনক্লেয়ার।
নিউ জিল্যান্ডের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার কীর্তি গড়তে পেরেছেন আর কেবল দুজন। ১৯৪৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ২০৬ রানের ইনিংস খেলেছিলেন মার্টিন ডনেলি। ২০২১ সালে একই প্রতিপক্ষের সঙ্গে ওই একই মাঠে ২০০ রান করেন ডেভন কনওয়ে।
প্রথম টেস্ট সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটি গত প্রায় ৬৬ বছর ধরেই স্যার গ্যারি সোবার্সের। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকায় অপরাজিত ৩৬৫ রানের বিখ্যাত ইনিংসটি খেলেন সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত এই ক্রিকেটার।
২ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। ১১২ রানে অপরাজিত থাকা কেন উইলিয়ামসন বিদায় নেন ১১৮ রানে। এরপর ড্যারেল মিচেল (৭৫ বলে ৩৪) ও গ্লেন ফিলিপসকে (৪২ বলে ৩৯) নিয়ে দলকে এগিয়ে নেন রবীন্দ্র। ফিলিপস আউট হওয়ার পর পরই হুড়মুড় করে ভেঙে পড়ে তাদের ইনিংস। ৩৮ রানে শেষ ৫ উইকেট হারা দলটি।
নিল ব্রান্ড টেস্ট অভিষেকেই শিকার করলেন ৬ উইকেট! প্রথম শ্রেণির ক্রিকেটে ৫১ ম্যাচ খেলেও কখনও ৫ উইকেটের স্বাদ পাননি তিনি।
টেস্টে টস করতে নেমেই রেকর্ড বইয়ে জায়গা পেয়ে যান ব্রান্ড। অভিষেক টেস্ট খেলতে নেমেছেন অধিনায়ক হিসেবে। সেটাকে আরও স্মরণীয় করে রাখার আয়োজন করলেন তিনি পারফরম্যান্সেও।
টেস্ট ক্রিকেটের প্রায় ১৪৭ বছরের ইতিহাসে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে ৬ উইকেট শিকারের কীর্তি এতদিন ছিল শুধুই নাঈমুর রহমানের। বাংলাদেশের প্রথম টেস্টে ২০০০ সালে ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৩২ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।
ব্রান্ড মূলত বাঁহাতি ওপেনার। পাশাপাশি বাঁহাতি স্পিন করে থাকেন। এই বোলিং দিয়েই তিনি ছাড়িয়ে গেছেন নাঈমুরকে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ৬ উইকেট নিয়েছেন ১১৯ রানে।
৩০ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শেষ বেলায় হারায় আরও এক উইকেট। কাইল জেমিসন ২১ রানে নেন ২ উইকেট। একটি করে নেন ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৪৪ ওভারে ৫১১ (আগের দিন ২৫৮/২) (উইলিয়ামসন ১১৮, রবীন্দ্র ২৪০, মিচেচল ৩৪, ব্লান্ডেল ১১, ফিলিপস ৩৯, স্যান্টনার ২, জেমিসন ৮*, হেনরি ২৭, সাউদি ০, ; অলিভিয়ের ৩০-৩-১১৯-০, মোরেকি ২৭-২-১১০-১, প্যাটারসন ৩২-৫-৯৮-১, দু সুয়াত ২৯-৭-৬১-২, ব্রান্ড ২৬-১-১১৯-৬)।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৮ ওভারে ৮০/৪ (মুর ২৩, ব্রান্ড ৪, ফন টন্ডার ০, হামজা ২২, বেডিংহ্যাম ২৯*, পিটারসেন ২*; সাউদি ৮-২-৩১-০, হেনরি ৭-৩-১৫-১, জেমিসন ৮-২-২১-২, স্যান্টনার ৫-১-১৩-১)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন
বাগেরহাটে এ্যাথলেটিক প্রতিযোগীতা ও গ্রামীন খেলা অনুষ্ঠিত
গাজা পুনর্গঠনে কার হাতে থাকবে প্রশাসনিক দায়িত্ব ?
রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের ৫টি ইটভাটায় জরিমানা
এখনো দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা
কম মূল্যে জমি বিক্রি না করায় দাউদকান্দিতে ছাত্রদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
মুক্ত তিন ইসরাইলি জিম্মিকে যে ‘উপহারের ব্যাগ’ দিলো হামাস
জেরায় অবশেষে দোষ স্বীকার সাইফের হামলাকারীর
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের