সাকিব দ্যুতিতে ঢাকাকে হারালো রংপুর
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শেষে ঢাকায় ফিরে অলরাউন্ডার সাকিব আল হাসান দ্যুতিতে দুর্দান্ত ঢাকাকে হারাল রংপুর রাইডার্স। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সাকিবের অলরাউন্ড নৈপূন্যে ঢাকার বিপক্ষে ৬০ রানের বড় জয় পায় রংপুর।
আগে ব্যাট করে ওপেনার রনি তালুকদার ও বাবর আজম এবং অলরাউন্ডার সাকিব আল হাসানের দারুণ মারকুটে ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রানের পুঁজি পায় রংপুর। জবাবে সাকিব, সালমান ইরশাদ, হাসান মাহমুদ ও মেহেদি হাসানের বোলিং তোপে ১৮ ওভারে মাত্র ১১৫ রানেই অলআউট হয় ঢাকা। ঢাকায় ফিরে স্বাগতিকদের ভাগ্য বদল হলো না। টানা পঞ্চম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল দুর্দান্ত ঢাকা। ফলে ছয় ম্যাচ শেষে এক জয় ও পাঁচ হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার শেষে জায়গা হলো তাদের। অন্যদিকে ম্যাচ জিতে সাত খেলায় পাঁচ জয় ও দুই হারে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থান ধরে রাখলো রংপুর।
টস জিতে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নূরুল হাসান সোহানকে। ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বাবর ও রনি। ৭.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলেন তারা। ২৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৯ রানের ইনিংস খেলে রনি ফিরে গেলেও সাকিবের সঙ্গে ৩৯ বলে ৫২ রানের জুটি গড়েন বাবর। এ ম্যাচেও হাফসেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয় বাবরকে। ৪৩ বলে পাঁচ বাউন্ডারির মারে ৪৭ রান করে মোসাদ্দেকের বলে গুলবাদিন নাইবের হাতে ধরা পড়েন তিনি। আগের ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে ম্যাচেও বাবরের ইনিংস থেমেছিল ৪৭ রানেই। বাবর আজম হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও জ্বলে উঠেছিল এবারের বিপিএলে নিস্প্রভ থাকা সাকিবের ব্যাট। যদিও খুব বড় সংগ্রহ পাননি তিনি। তবে খেলেছেন মারকুটে ইনিংস। ২০ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলার পর মোসাদ্দেকের শিকার হয়ে নাইম শেখের তালুবন্দী হয়ে ফেরেন সাকিব। শেষ দিকে মোহাম্মদ নবী এসে রংপুরের সংগ্রহে যোগ করেন ১৬ বলে ৩ ছয়ের মারে অপরাজিত ২৯ রান। শেষ ওভারে তাসকিনের বলে ২০ রান নেন তিনি। অধিনায়ক সোহানের সঙ্গে নবী গড়েন ২২ বলে ৪৪ রানের জুটি। সোহান ১০ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রানে অপরাজিত থাকেন। ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৩০ রান খরচায় পান ২ উইকেট।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। ২ রানে প্রথম উইকেট হারানোর পর ৬৬ রান তুলতেই তারা হারায় ছয় ব্যাটারকে। ওপেনার নাইম শেখ আর উইকেটরক্ষক ইরফান শুক্কুর ও পেসার তাসকিন আহমেদ ছাড়া বাকিরা চরম ব্যর্থতার পরিচয় দেন। এক সময় মনে হয়েছিল একশ’ রানও বুঝি করতে পারবে না ঢাকা। দলের ব্যাটিং উদ্বোধন করতে এসে নাইম ৩১ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলে সালমান ইরশাদের শিকার হলে মূল্যবান উইকেটটি হারায় দুর্দান্ত ঢাকা। মাঝে ইরফান শুক্কুর ১৫ বলে ২ চার ও ১ ছয়ের মারে ২১ ও শেষ দিকে তাসকিন ৮ বলে ২ ছক্কায় ১৫ রান করলেও আর কেউ দলের হাল ধরতে পারেনি। ফলে শোচনীয় হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে ঢাকা। মারকুটে ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন রংপুরের সাকিব আল হাসান। ১৬ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন শেখ মেহেদি, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ।
এবারের আসরে ব্যাট ও বল হাতে এই প্রথম জ্বলে উঠে ম্যাচসেরার পুরস্কার পেলেও দর্শকদের দুয়ো ধ্বনিই পান সাকিব। দর্শকরা ‘সাকিব ভুয়া’, ‘সাকিব ভুয়া’ বলে দুয়ো ধ্বনি দেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে