শানাকা বাদ, ফিরলেন করুনারত্নে
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৬ পিএম
তৃতীয়বারের মত দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এজন্য সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা, ব্যাটার নুওয়ানিদু ফার্নান্দো ও লেগ স্পিনার জেফরি ভান্দারসের। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার চামিকা করুনারত্নে ও ওপেনার শেভন ড্যানিয়েল।
পাল্লেকেলেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু শুক্রবার। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এর আগের দিন ১৬ সদস্যের দল ঘোষণা করে লঙ্কান ক্রিকেট।
এক বছরের বেশি সময় ধরে ওয়ানডেতে ছন্দে নেই শানাকা। সবশেষ ২১ ইনিংসে কেবল একটি ফিফটি করতে পেরেছেন তিনি, ব্যাটিং গড় মাত্র ১২.১৫। বল হাতেও করতে পারেননি তেমন কিছু।
গত মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব হারান শানাকা। ওই সিরিজের দলে অবশ্য রাখা হয় তাকে। প্রথম দুই ম্যাচে ৮ ও ৭ রান করার পর তৃতীয় ম্যাচে জায়গা পাননি একাদশে। এবার বাদই পড়লেন তিনি দল থেকে।
গত অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপে সবশেষ শ্রীলঙ্কার হয়ে মাঠে নামেন চামিকা কারুনারাত্নে। এই সংস্করণে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে তার শিকার ২৪ উইকেট। শেষ দিকে ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি, এক ফিফটিতে রান ৪৫১।
২০২২ ও ২০২৩ সালে তিন ম্যাচের দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রথমটি ১-১ সমতায় এবং দ্বিতীয়টি ২-১ ব্যবধানে জিতেছিলো শ্রীলঙ্কা।
গত ওয়ানডে বিশ্বকাপের পর এ বছরের জানুয়ারিতে প্রথম খেলতে নেমে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা।
সদ্য আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ১০ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজেও আফগানদের হারানোর ব্যাপারে আশাবাদী লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস, ‘বিশ্বকাপে পর আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছি। সদ্য আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও জয় পেয়েছি। ওয়ানডে সিরিজও জয়ের ব্যাপারে আশাবাদী আমরা।’
পিঠে অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় স্পিনার রশিদ খানকে ছাড়াই মাঠে নমবে আফগানিস্তান। রশিদের জায়গায় দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার কায়েস আহমাদকে। ২০২২ সালে ওয়ানডে অভিষেকের পর আর ৫০ ওভারের ম্যাচে দেখা যায়নি তাকে।
আফগানিস্তান ওয়ানডে দলে ফিরিয়ে আনা হয়েছে অলরাউন্ডার গুলবাদিন নাইব, বাঁ-হাতি পেসার ফরিদ আহমাদ এবং পেসার নাভেদ জাদরানকে। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে দারুণ পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মত ওয়ানডে দলেও সুযোগ পেয়েছেন নাভেদ।
গত বিশ্বকাপের দারুন পারফরমেন্সের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে মরিয়া আফগানিস্তান। দলের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি বলেন, ‘ওয়ানডেতে আমরা ভালো দল। গত বিশ্বকাপে দল হিসেবে আমরা ভালো পারফরমেন্স করেছি। সেই ধারা অব্যাহত রাখতে সিরিজ জয়ের জন্যই মাঠে নামবে ছেলেরা।’
এখন পর্যন্ত ওয়ানডেতে ১২ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর মধ্যে শ্রীলঙ্কা ৭টিতে, আফগানরা ৪টিতে জয়ী হয়েছে, ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
শ্রীলঙ্কা ওয়ানডে দল: কুসাল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, সাহান আরাচিগে, শেভন ড্যানিয়েল, জানিথা লিয়ানাগে, চামিকা কারুনারাত্নে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা, দুশমান্থ চামিরা, দুনিথ ওয়েলালাগে, প্রামোদ মাদুশান, আকিল দানাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতক্ষীরায় ব্যবসায়ির ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আলিমুদ্দিনসহ দু'জন গ্রেপ্তার
কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএনপি নেতার হুশিয়ারি
এনামুলকে সরিয়ে রাজশাহীর নেতৃত্বে তাসকিন
কাপ্তাইয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে : আভা রাণী দেব
হাসিনার গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
মাগুরায় এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার
জিয়া পরিষদের দপ্তর সম্পাদক হলেন সালথার হেমায়েত হোসেন
ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার
শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ২০
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর মাথা থেকে নামতে পারেনি আওয়ামী ভূত
স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা
বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ পেল 'রিকশা গার্ল' সিনেমার মিউজিক ভিডিও 'কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি'
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার: জিএম কাদের
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
আবু সাঈদ হত্যা: রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
ট্রাম্পের ২.০: তার সঙ্গে হোয়াইট হাউসে ফিরছেন যারা
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?