খুলনার হারের হ্যাটট্রিক, সিলেটের টানা দ্বিতীয় জয়
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
এনামুল হক বিজয় আর হাবিবুর রহমান সোহানের দারুণ জুটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছিল দল কিন্তু বোলাররা সেটাকে যথেষ্ঠ বানাতে পারলেন না। হ্যারি টেক্টরের দুর্দান্ত ব্যাটিংয়ে এবারের বিপিএলে খুলনা টাইগার্সকে হারের হ্যাটট্রিক উপহার দিয়ে প্রথমবারের মতো টানা দ্বিতীয় জয় পেল সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের দশম আসরের ২৫তম ম্যাচে শুক্রবার ৫ উইকেটে জিতেছে সিলেট। ১৫৩ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখে পূরণ করে মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন দল।
৯ ম্যাচে সিলেটের এটি তৃতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে সাত দলের তালিকার ছয়ে। টানা চার জয়ে স্বপ্নের মতো আসর শুরু করা খুলনার ৭ ম্যাচে তৃতীয় পরাজয় এটি। পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে নামতে নামতে তারা চারে গিয়ে ঠেকেছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় খুলনা। সিলেটের স্পিনার ইংল্যান্ডের সামিত প্যাটেলের বলে আউট হন ১২ রান করা ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস।
দ্বিতীয় উইকেটে ২৬ বলে ৩২ রান তুলে দলের স্কোর হাফ-সেঞ্চুরি পার করেন আরেক ওপেনার অধিনায়ক বিজয় ও আফিফ হোসেন। ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২৪ রান করা আফিফকে শিকার করে ব্রেক-থ্রু এনে দেন ইংল্যান্ডের বেনি হাওয়েল।
আফিফের বিদায়ে ক্রিজে এসে ৬ বল খেলে ১ রান করে স্পিনার সানজামুল ইসলামের শিকার হন মাহমুদুল হাসান জয়।
৫৪ রানে ৩ উইকেট পতনের পর ৬৭ বলে ৯৯ রানের জুটি গড়ে খুলনাকে ৪ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ এনে দেন বিজয়-সোহান। শেষ ৩ ওভারে ৫১ রান তুলেন তারা। ৫১ বলে এবারের আসরে তৃতীয় হাফ-সেঞ্চুরির দেখা পাওয়া বিজয় শেষ পর্যন্ত ৫টি চার ও ২টি ছক্কায় ৫৮ বলে অপরাজিত ৬৭ রানে অপরাজিত থাকেন।
ইনিংসের শেষ বলে রান আউট হবার আগে ৩টি করে চার-ছক্কায় ৩০ বলে ৪৩ রান করেন সোহান। সিলেটের সানজামুল-প্যাটেল ও হাওয়েল ১টি করে উইকেট নেন।
১৫৪ রানের জবাবে তৃতীয় ওভারে ওপেনার প্যাটেলকে হারায় সিলেট। ২টি ছক্কায় ১৩ রান করে স্পিনার নাহিদুল ইসলামের শিকার হন প্যাটেল। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৩৪ বলে ৫২ রানের জুটি গড়েন সিলেটের রানের চাকা সচল রাখেন শূণ্যতে জীবন পাওয়া আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।
৩টি চারে ১৮ রান করা শান্তকে শিকার করে নবম ওভারে খুলনাকে ব্রেক-থ্রু এনে দেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার মার্ক দেওয়াল। একই ওভারে জাকির হাসানকে খালি হাতে বিদায় দেন দেওয়াল।
৬৫ রানে ৩ উইকেট পতনের পর ৩৫ বলে ৪২ রানের জুটি গড়েন টেক্টর ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন। জুটিতে ৩টি চারে ২৪ রান তুলে দেওয়ালের তৃতীয় শিকার হন মিঠুন।
অধিনায়ককে হারানোর পর টার্গেটে পথে এগিয়ে যেতে থাকেন টেক্টর ও জিম্বাবুয়ের রায়ান বার্ল। ২১ বলে ২৮ রানের জুটি গড়ে ১৮তম ওভারে আউট হন ৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে ৬১ রান করা টেক্টর।
টেক্টর যখন ফিরেন তখন শেষ ২ ওভারে ১৯ রান দরকার পড়ে সিলেটের। পেসার রুবেল হোসেনের করা ১৯তম ওভারে ৩টি ছক্কা ও ১টি চারে ২৪ রান তুলে সিলেটের জয় নিশ্চিত করেন বার্ল। ১টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে ৩২ রানে অপরাজিত থাকেন বার্ল। খুলনার দেওয়াল ১৯ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৫৩/৪ (এনামুল ৬৭*, লুইস ১২, আফিফ ২৪, জয় ১, সোহান ৪৩; সানজামুল ৪-০-১৬-১, তানজিম ৩-০-২৬-১, সামিত ৪-০-২২-১, টেক্টর ১-০-৮-০, রেজাউর ৩-০-৪৫-০, হাওয়েল ৪-০-২৭-১, বার্ল ১-০-৭-০)
সিলেট স্ট্রাইকার্স: ১৯ ওভারে ১৫৯/৫ (টেক্টর , সামিত ১৩, শান্ত ১৮, জাকির ০, মিঠুন ২৪, বার্ল ৩২*, আরিফুল ১*; নাহিদুল ৩-১-১১-১, সুমন ৪-০-৩৬-১, ডেয়াল ৪-০-১৯-৩, রাজিথা ৩-০-২৯-০, নাসুম ৩-০-২৬-০, রুবেল ২-০-৩৬-০)।
ফল: সিলেট স্ট্রাইকার্স ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: হ্যারি টেক্টর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতক্ষীরায় ব্যবসায়ির ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আলিমুদ্দিনসহ দু'জন গ্রেপ্তার
কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএনপি নেতার হুশিয়ারি
এনামুলকে সরিয়ে রাজশাহীর নেতৃত্বে তাসকিন
কাপ্তাইয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে : আভা রাণী দেব
হাসিনার গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
মাগুরায় এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার
জিয়া পরিষদের দপ্তর সম্পাদক হলেন সালথার হেমায়েত হোসেন
ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার
শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ২০
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর মাথা থেকে নামতে পারেনি আওয়ামী ভূত
স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা
বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ পেল 'রিকশা গার্ল' সিনেমার মিউজিক ভিডিও 'কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি'
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার: জিএম কাদের
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
আবু সাঈদ হত্যা: রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
ট্রাম্পের ২.০: তার সঙ্গে হোয়াইট হাউসে ফিরছেন যারা
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?