জয়সুরিয়াকে ছাড়িয়ে প্রথম ডাবল নিশাঙ্কার
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
১৩ বলে ১৩ রান দরকার। হবে তো? যদিও কাজটা খুব একটা কঠিন নয়। তারপরও তুমুল রোমাঞ্চ নিয়ে প্রশ্নটি সবাই করে যাচ্ছিল। কারণ একটাই, এই প্রয়োজনটা যে দলীয় নয়, একজন ব্যাটসম্যানের ব্যক্তিগত। আফগানিস্তানের বিপক্ষে গতকাল ডাবল সেঞ্চুরি থেকে শ্রীলঙ্কার ব্যাটসম্যান পাতুম নিশাঙ্কা তখন মাত্র ১৩ রান দূরে, ইনিংস শেষ হতে বলও বাকি ছিল ১৩টি। কিন্তু এই ১৩ বলে তিনি কত বল পাবেন, সে কারণেই প্রশ্নটি সবার মনে জেগেছিল। অবশেষে সেই প্রশ্নের অবসান ঘটিয়ে বিশ্বের দশম এবং শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দ্বিশতক করলেন নিশাঙ্কা।
এই কীর্তি গড়ার আগে তিনি ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকে। এতদিন ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল দেশটির এই ব্যাটিং কিংবদন্তির। তার ১৮৯ রানের ইনিংসটি নিশাঙ্কা ছাড়িয়ে যাওয়ার সময় জয়াসুরিয়া মাঠেই ছিলেন। হাততালি দিয়ে তিনি অভিনন্দন জানান উত্তরসূরিকে।
নিশাঙ্কার আগে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি ছিল ১১টি। সেই ১১টি ডাবল সেঞ্চুরি করেছেন ৯ জন ব্যাটসম্যান মিলে। ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরিটি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। এই কীর্তি তিনি গড়েন ভারতের গোয়ালিয়রে ২০১০ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টেন্ডুলকারের ইনিংসটি ছিল অপরাজিত ২০০ রানের। ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংসটিও একজন ভারতীয়র। ২০১৪ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মা করেছিলেন ২৬৪ রান।
ওয়ানডেতে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরিও রোহিতের, ৩টি। রোহিতের বাকি দুটি ডাবল সেঞ্চুরির একটি শ্রীলঙ্কা ও অন্যটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। দেশ হিসেবেও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরিতে এগিয়ে ভারত। রোহিতের তিনটি ও টেন্ডুলকারের একটি ছাড়াও একটি করে ডাবল সেঞ্চুরি করেছেন শুবমান গিল, ঈশান কিষান ও বীরেন্দর শেবাগ। এ ছাড়া ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের ফখর জামান ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের।
পাল্লেকেলেতে এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিশাঙ্কার ডাবল সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারতি ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮১ রান করেছে শ্রীলঙ্কা। নিশাঙ্কা ২০টি চার ও ৮টি ছয়ে ১৩৯ বলে ২১০ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া ৮৮ বলে ৮৮ রান করেছেন আভিস্কা ফার্নান্ডো। ৩৬ বলে ৪৪ রান করেছেন সাদিরা সামারাবিক্রমা। জবাবে ব্যাট করতে নেমে রিপোর্টটি লেখা পর্যন্ত (রাত পৌনে ৯টা) ১৬ ওভার শেষে ৯০ রান তুলতেই ৫ উইকেট খুইয়ে বসেছে আফগানরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতক্ষীরায় ব্যবসায়ির ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আলিমুদ্দিনসহ দু'জন গ্রেপ্তার
কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএনপি নেতার হুশিয়ারি
এনামুলকে সরিয়ে রাজশাহীর নেতৃত্বে তাসকিন
কাপ্তাইয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে : আভা রাণী দেব
হাসিনার গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
মাগুরায় এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার
জিয়া পরিষদের দপ্তর সম্পাদক হলেন সালথার হেমায়েত হোসেন
ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার
শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ২০
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর মাথা থেকে নামতে পারেনি আওয়ামী ভূত
স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা
বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ পেল 'রিকশা গার্ল' সিনেমার মিউজিক ভিডিও 'কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি'
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার: জিএম কাদের
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
আবু সাঈদ হত্যা: রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
ট্রাম্পের ২.০: তার সঙ্গে হোয়াইট হাউসে ফিরছেন যারা
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?