যুক্তরাষ্ট্রে সিরিজে বাংলাদেশের প্রস্তুতি
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ এএম
ভারত বিশ্বকাপে ভরাডুবির কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতির কথা বলেছিলেন তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান। সে কারণেই হয়তো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যাচ অনুশীলনের কোনো ঘাটতির সুযোগ রাখতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ তো চূড়ান্ত হয়েই আছে। বিশ্বকাপের আগে সহআয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। গতকাল ঢাকায় একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সেখানেই যুক্তরাষ্ট্রে তাদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বিষয়টি জানান তিনি।
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের নিয়মিত সফর থাকলেও যুক্তরাষ্ট্রে এর আগে একবারই খেলেছে টাইগাররা। ২০১৮ সালে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ খেলছিল বাংলাদেশ। এবার তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে সেখানে গিয়ে সিরিজ খেলার ভাবনা ক্রিকেট পরিচালনা বিভাগের। সাকিবের ‘প্রস্তুতির ঘাটতি’ কিংবা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ৮ মাস আগে নতুন মেয়াদে কাজ শুরু করায় বিশ্বকাপে প্রভাবের যে গুঞ্জন সেটিকে উড়িয়ে দিয়ে জালাল বলেন, ‘প্রস্তুতির ঘাটতি গতবারও ছিল না। কোচ না থাকলেও ধারাবাহিকতা তো ছিল। আমাদের প্রস্তুতির ধারাবাহিকতা ছিল। কোচ না থাকলে কী হবে! প্রস্তুতির ঘাটতি ছিল না। আমরা খারাপ করেছি মানে এই নয় যে কোচ কম সময় পেয়েছে বলেই পারফরম্যান্স খারাপ হয়েছে। এটা কারণ নয়। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যেভাবে যাচ্ছি, সামনে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলব। এখন তো বিপিএল চলছে। এরপর আমরা পরিকল্পনা করছি, যুক্তরাষ্ট্র দলের সঙ্গে আমরা সেখানে ৩টি ম্যাচের সিরিজ খেলব। এটাও আমাদের অনুশীলন ও প্রস্তুতির মধ্যেই পড়ে।’
বিপিএল শেষ হওয়ার পর দুই দিন পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর লঙ্কানদের সঙ্গে ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষে আগামী মাসের শেষ দিকে হবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচর টি-টোয়েন্টি সিরিজ, যেটি শেষ হবে মে মাসের শুরুতে। এরপর মে মাসের শেষ দিকে হতে পারে যুক্তরাষ্টের বিপক্ষে ওই সিরিজ।
আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের প্রথম দুটি হবে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে। এই স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়েছে ১৬ বছর আগে। তবে ক্রিকেটের জন্য নতুন করে সংস্কারের পর গত বছর মেজর লিগ ক্রিকেটের খেলা হয়েছে এখানে। দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপের জন্য এই মাঠের সংস্কার কাজ শুরু হয়েছে সম্প্রতি। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।
আগামী মাসের শ্রীলঙ্কা সিরিজে সাকিব আল হাসানের না থাকার ব্যাপারটিও এদিন নিশ্চিত করে দিয়েছেন জালাল ইউনুস। টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে তিনি ছিলেন না আগে থেকেই। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানিয়েছেন, টেস্ট সিরিজ থেকেও বিরতি নিয়েছেন সাকিব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উত্তরা রাজউক মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিভাবকদের মানববন্ধন
লীলাবতী ছেড়ে আজ বাড়ি যাবেন সাইফ
প্রায় ৩০ বছর পরে বরিশালে জামায়াতের প্রকাশ্য সম্মেলন
ঢাবির বৃহত্তর চাটগাঁইয়া পরিবার, বিজয় একাত্তর হলের নেতৃত্বে শরীফ এবং জাহিদ
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উষ্ণ, ৩ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা
উল্লাপাড়ায় হাত পা বাঁধা তরুণের লাশ উদ্ধার
কাপ্তাই উপজেলা আ'লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীসহ ২জন গ্রেফতার
‘এনজিও সেল’ গঠন করলো নাগরিক কমিটি
রিসোর্টে জোর করে বিয়ে দেওয়ায় সমালোচনার ঝড়
টঙ্গীতে র্যাব অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৯
এক যুগ পর রাঞ্জি ট্রফিতে কোহলি
‘গোপালী’কোটায় পূর্বাচলে প্লট পান হাসিনার পিয়ন ওয়ালিদ-রনি
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ এর সমন্বয় সভা অনুষ্ঠিত
বাজারের জমি অধিগ্রহণ না করেই ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন
বেনজীরের সাভানা ইকো পার্কে এনবিআরের ১৫ সদস্যের গোয়েন্দা টিম
এবার জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের
ট্রাম্পের অভিষেক নিয়ে ‘বিভক্ত’ আমেরিকানরা
সদরপুরে মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্র আসিফের
রাউজানে সমন্বয়ক রাফির ওপর হামলা, থানায় অভিযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু