তবুও স্বপ্ন দেখছে বাংলাদেশ
২৩ মার্চ ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২৪, ১২:১৪ এএম
৫৭ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার। স্বাভাবিকভাবে দিনটা হওয়ার কথা ছিলো পুরোপুরি বাংলাদেশের। লঙ্কান ইনিংসে মাত্র চার ব্যাটার পেরিয়েছেন দুই অঙ্ক। এরমধ্যে সমান ১০২ রান করে করেছেন ধনঞ্জয়া আর কামিন্দু। বাকি কেউ ২০ রানও করতে পারেননি। কিন্তু দুই সেঞ্চুরিতে তারা ২৮০ করার পর বাংলাদেশ ব্যাট করতে নেমে হারিয়ে ফেলল ৩ উইকেট। প্রথম দিন শেষে ম্যাচে বরং লঙ্কানদের দাপট। বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস মনে করছেন, উইকেট ব্যাট করার জন্য কঠিন নয়। দ্বিতীয় দিনের তাদের ব্যাটিংয়ের উপরই নির্ভর করছে খেলার গতিপথ।
গতকাল সিলেটে শুরু হওয়া দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ছয় বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলা বাংলাদেশের লেজ এবার বেশ লম্বা। প্রতিপক্ষের রান টপকে লিড নেওয়া নিয়ে তাই শঙ্কা আছেই। দিন শেষে দলের হয়ে কথা বলতে এসে অ্যাডামস জানান, উইকেটে পেসাররা ভালো করলেও ব্যাট করার জন্যও সিলেটের বাইশগজ বেশ আদর্শ। নিজেদের খেলার উপরই তাই আস্থা রাখতে বলছেন তিনি, ‘দেখা যাক আমরা কেমন ব্যাট করি। পাঁচ উইকেট পড়ার পর তারা কিছু আলগা রান পেয়ে গিয়েছে। এটা ভালো উইকেট। এখানে কোন জুজু নেই। বাউন্স ও ক্যারি আছে। আমাদেরকে ভালো ব্যাট করতে হবে। এটা এমন কিছু না যে উইকেটই ম্যাচের ভাগ্য গড়ে দেবেন। আমরা কীভাবে খেলি সেটা ঠিক করে দেবে ম্যাচের গতিপথ।’
টস জিতে বোলিং বেছে খালেদ আহমেদের তোপে প্রথম সেশনেই প্রতিপক্ষের ৫ উইকেট ফেলে দেয় বাংলাদেশ। তবে এরপর কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা মিলে গড়েন ২০২ রানের জুটি। দুজনেই করেন সেঞ্চুরি। দ্বিতীয় সেশনে আগ্রাসী ব্যাট চালিয়ে তারা তুলেন ১২৫ রান। এই সময় বাংলাদেশের বোলিং হয় গড়পড়তা। তবে পেস বোলিং বিভাগের আলোচনায় নাহিদ রানার নামটাও আসছে। এদিন টেস্ট অভিষেকে গতিময় বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন। ২১ বছর বয়সী এই ফাস্ট বোলারের বোলিং অ্যাকশন নাকি মুগ্ধ করেছে অ্যাডামসকে, ‘সে প্রতিভাবান ও গতিময়। আজ প্রায় সব বলই দেখলাম ১৪৫ কিলোমিটারে করেছে। দারুণ বোলিং অ্যাকশন। সে একেবারেই তরুণ এবং তার অনেক কিছুই শেখার আছে।’
৩ উইকেট নিয়েছেন আরেক পেসার খালেদও। তার বোলিংয়ের নিশানা পছন্দ হয়েছে নতুন বোলিং কোচের, ‘তার বোলিংয়ের নিয়ন্ত্রণ ভালো। এই বোলিং আক্রমণটা বেশ নতুন। শরীফুল আজ (গতকাল) কিছু কিছু ক্ষেত্রে ভালো করেছে। রানা ও খালেদ আজ জুটি বেঁধে ভালো বোলিং করেছে, যা দেখে ভালো লেগেছে।’ তবে পেসারদের ভালো বোলিংয়ে তৈরি হওয়া সুযোগ লুফে নিতে পারেননি ফিল্ডাররা। যে কারণে সিলেট টেস্টে ঘুরে দাঁড়াতে পেরেছে শ্রীলঙ্কা, ‘আমরা দুটি সুযোগ নিতে পারিনি। যদি পারতাম, তাহলে ম্যাচটা একেবারেই ঘুরে যেত। প্রথম দিনের মধ্যাহ্নবিরতির মধ্যে যদি ৭ উইকেট নিয়ে নেওয়া যায়, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে চলে আসে।’
৫৭ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট শিকারের পর তা হতে দেননি কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। ফিল্ডারদের সুযোগ হাতছাড়া তো আছেই, বোলারদের অনভিজ্ঞতাও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। অ্যাডামস বলছিলেন, ‘ওরা অনেক চেষ্টা করেছে। ওদের চেষ্টা করতে দেখে আমি খুশি। আমাদের এখন শিখতে হবে যে আরও ভালোভাবে এ ধরনের পরিস্থিতি কীভাবে সামলানো যায়।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা