দুইশ’র আগেই শেষ বাংলাদেশের ইনিংস
২৩ মার্চ ২০২৪, ০২:৪৫ পিএম | আপডেট: ২৩ মার্চ ২০২৪, ০২:৪৫ পিএম
বোলাররা আশা দেখালেও একরাশ হতাশা উপহার দিলেন ব্যাটসম্যানরা। ব্যাট হাতে বাংলাদেশ যতটুকু লড়াই করেছে সেটাও বোলারদের সৌজন্যেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তাইজুল ইসলামের ব্যাটে দল লড়লেও প্রথম ইনিংসে দুইশও পেরুতে পারেনি টাইগাররা।
প্রথম দিনেই শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার আনন্দ বাংলাদেশের উবে যায় দিনের শেষ ঘণ্টায় নিজেরা ৩ উইকেট হারানোয়। ব্যর্থতার সেই ধারা বজায় থাকে দ্বিতীয় দিনেও। প্রথম সেশনেই দল হারায় ৩ উইকেট। মধ্যাহ্ন বিরতির পর হাতের চার উইকেটও হারিয়ে গুটিয়ে যায় ১৮৮ রানে।
নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা শ্রীলঙ্কা পেয়ে যায় ৯২ রানের লিড।
বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের ব্যর্থতার ইনিংসে বাংলাদেশকে দুইশর কাছাকাছি নেওয়ার কারিগর দুই বোলার তাইজুল ইসলাম ও সৈয়দ খালেদ।
প্রথম দিনের শেষ দিকে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ার সেরা ইনিংসে ৪৭ রান করেন তাইজুল। দশ নম্বরে নামা খালেদ নিজের আগের সেরা অপরাজিত ৪ ছাড়িয়ে করেন ২২ রান।
এছাড়া ২০ ছুঁতে পেরেছেন শুধু লিটন কুমার দাস (২৫)। তাইজুলের সঙ্গে তার ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ইনিংসের সর্বোচ্চ ৪১ রান। শেষ দিকে নবম উইকেটে ৪০ রান যোগ করেছেন খালেদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ভিশ্ব ফার্নান্দো। অন্য দুই পেসার কাসুন রাজিথা ও লাহিরু কামারা ধরেছেন ৩টি করে শিকার।
টেস্ট ক্রিকেটে প্রায় ১৬ বছর পর বাংলাদেশের মাঠে এক ইনিংসে সবকটি উইকেট নিলেন পেসাররা। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে মিরপুর টেস্টে সবশেষ ১০ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার তিন পেসার ডেল স্টেইন, মাখায়া এনটিনি ও জ্যাক ক্যালিস।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮০
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩২/৩) ৫১.৩ ওভারে ১৮৮ (জয় ১২, তাইজুল ৪৭, শাহাদাত ১৮, লিটন ২৫, মিরাজ ১১, শরিফুল ১৫, খালেদ ২২, নাহিদ ০*; ভিশ্ব ১৫.৩-২-৪৮-৪, রাজিথা ১৬-৩-৫৬-৩, কুমারা ১২-১-৩১-৩, জয়াসুরিয়া ৭-১-৩৩-০, ধানাঞ্জয়া ১-০-৪-০)
////////
উইকেটের ফাঁটল বড় হতে শুরু করেছে। সময়ের সাথে সাথে কঠিন হয়ে আসছে ব্যাটিং। এমতাবস্থায় দেড়শর আগেই ৬ উইকেট হারানো বাংলাদেশ পড়ে গেছে প্রবল চাপে।
দিনের শুরুতেই খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন আগের দিনের অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয়। ওপেনার করেন ৪৬ বলে ১২ রান। থিতু হয়ে ফেরেন শাহাদাত হোসেন ও লিটন কুমার দাসও।
শাহাদাতকেও স্লিপে ক্যাচ বানান লাহিরু কুমারা। ২৬ বলে ১৮ রান করেন শাহাদাত।
৮৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলা দলকে লড়াইয়ে ফেরানোর দায়িত্ব ছিল লিটনের উপর। কারণ তিনিই তখন শেষ স্বীকৃত ব্যাটার। তিনিও কুমারার শিকার হন উইকেট হারিয়ে। কুমারার দারুণ ডেলিভারি লিটনের ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়। ভাঙে ৪১ রানের ষষ্ঠ উইকেট জুটি। ফর্মের সাথে লড়াই করা এই কিপার-ব্যাটার দলীয় ১২৪ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন ব্যক্তিগত ২৫ রানে।
তবে অন্য প্রান্ত আগলে রেখেছেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা তাইজুল ইসলাম। এরই মধ্যে ছাড়িয়ে গেছেন নিজের আগের সর্বোচ্চ ৩৯। ৭১ বলে ৫ চারে ৪১ রানে অপরাজিত আছেন দলে বোলার হিসেবে খেলা এই স্পিনার।
তার সাথে দ্বিতীয় সেশন শুরু করবেন সদ্যই ব্যাটিংয়ে নেমে নামা মেহেদী হাসান মিরাজ, ৬ বলে ২ রান নিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঝিনাইদহে কাজীর সীল সাক্ষর জালিয়াতি করে বিয়ে!
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাজাহানের নবজাতকের দায়িত্ব নিল জেলা প্রশাসক আজাদ জাহান
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১