আইপিএলে সেরা বোলিং মোস্তাফিজের, মুগ্ধ ক্রিকেট দুনিয়া
২৩ মার্চ ২০২৪, ০৪:৫৬ পিএম | আপডেট: ২৩ মার্চ ২০২৪, ০৪:৫৬ পিএম
আইপিএলের প্রথম দিনে চেন্নাইকে জেতালেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। বেশ এ যেন ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে আসা। আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মনোমুগ্ধকর এক শুরু হলো বাংলাদেশি এ পেসারের। তার খেলায় মুগ্ধ ক্রিকেট দুনিয়া।
৪ ওভারে ২৯ রান। সঙ্গে ৪ উইকেট। সেই ৪ উইকেটের মাঝে আছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিনের মতো তারকার নাম। আছে রজত পতিদারের মতো উদীয়মান তারকাও। ম্যাচশেষে ফিজ পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।
সেই সঙ্গে মোস্তাফিজে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া। ম্যাচশেষে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় সরাসরিই উল্লেখ করেছেন মোস্তাফিজের কথা, ‘শুরুর ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে মোস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্য বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে।’
নিজেদের বোলিং বিভাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসি আউট হওয়াতে আমরা স্বস্তি পাই। সেটিতে পরের পাঁচ-ছয় ওভার আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে পেয়েছি।’
মোস্তাফিজের বোলিং দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দুই সাবেক ভারতীয় অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের উইকেটে মোস্তাফিজের বোলিং বৈচিত্র্য বেশ লোভনীয়। তার কাছ থেকে সেরা বোলিং দেখা গেল।’
এমনকি টুইটার ট্রেন্ডিংয়েও উঠে এসেছে মোস্তাফিজের নাম। তার এমন পারফরম্যান্স অন্যসব বাংলাদেশির মতো স্পর্শ করেছে দেশের তারকা ক্রিকেটারদের মধ্যেও।
তামিম ইকবাল সামাজিকমাধ্যমে মোস্তাফিজের সঙ্গে আগুনের ডানার একটি ছবি দিয়ে লেখেন, ‘দুর্দান্ত শুরু হলো মোস্তাফিজের!’ মুশফিকুর রহিম লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই অভিনন্দন, টুর্নামেন্টের বাকি সময়ের জন্য শুভকামনা রইল ‘।
তাসকিন আহমেদ দুটি পুরস্কারের কথা উল্লেখ করে লিখেছেন, ‘সাফল্যের মুকুটে আরও পালক যুক্ত হোক। অভিনন্দন ফিজ।’
ইমা আকতার ইভা নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘মোস্তাফিজ কখনও ফর্মের বাইরে ছিল না। মোটকথা ক্যাপটেন্সির ওপর নির্ভর করে তার উইকেট পাওয়া। মোস্তাফিজকে কিভাবে ইউজ করতে হয় তা ধোনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ক্যাপটেইনদের। অভিনন্দন মোস্তাফিজ।’
আজিজ শেখ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘অনেক ভালো খেলেছে মোস্তাফিজ। আগামী দিনের জন্য শুভ কামনা রইল ভাই।’
বিন্দু রয় নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ থেকে সব সময় একটা হিরা বের হয়, কিন্তু বাংলাদেশ সেটা ব্যবহার করতে যানে না, ধন্যবাদ মোস্তাফিজুর রহমান এমন সুন্দর খেলার জন্য।’
মোজাম্মেল নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট টিম মুস্তাফিজকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না। ধোনি জেনেছে তাকে কিভাবে ব্যবহার করতে হয়। অভিনন্দন ও শুভ কামনা মোস্তাফিজ।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা