বাংলাদেশের হতশ্রী ফিল্ডিং, বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
৩০ মার্চ ২০২৪, ০৫:২৭ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৪, ০৫:৪৩ পিএম
উইকেট এবং কন্ডিশন দুটিই ব্যাটসম্যানদের পক্ষে। এমন দিনে প্রতিটা সুযোগই মহামূল্যবান। কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা এদিন যেন মাঠে নেমেছিলেন হাতে তেল মাখিয়ে। মিস হয়েছে রান আউটের সুযোগও। নাজমুল হোসেন শান্তর দলের একের পর এক এমন হতাশার দিনে সুযোগ কাজে লাগাতে ভোলেনি প্রতিপক্ষ। রানের পাহাড় গড়ার পথে রয়েছে শ্রীলঙ্কা।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৯০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩১৪ রান। হতাশার প্রথম সেশনের পর পরের দুই সেশনে বাংলাদেশের অর্জন কেবল দুটি করে উইকেট। টপ-অর্ডারের তিন ব্যাটারই খেলেছেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
প্রথম টেস্টে বাংলাদেশের বিশাল ব্যবধানে হারের অন্যতম কারণ ছিল বাজে ফিল্ডিং। শিক্ষা নিয়ে সেই ধারা থেকে বের হতে পারেনি দল। প্রথম সেশনেই হাত ফসকে বেরিয়েছে সহজ তিন তিনটি ক্যাচ। হাতছাড়া হয়েছে গোটা দুয়েক রান আউটের সুযোগ।
সবচেয়ে বড় অভাগা বলতে হয় অভিষিক্ত হাসান মাহমুদকে। শরিফুল ইসলামের জায়গায় একাদশে আসা এই পেসার প্রথম সেশনেই পেয়ে গেতে পারতেন দুই উইকেট। তাঁর বোলিংয়ে ইনিংসের ৬ষ্ঠ ওভারে দ্বিতীয় স্লিপে ম্যাচ তোলেন মাদুস্কা। তখন তিনি খেলছিলেন ৯ রানে। কিন্তু মাহমুদুল হাসান সহজতম ক্যাচটা তালুবন্দি করতে পারেননি।
২২তম ওভারে হাসানের বাউন্সারে ফাইন লেগে ক্যাচ তোলেন করুনারত্নে। কিন্তু এক ছর পর টেস্ট দলে ফেরা সাকিব আল হাসান ক্যাচটি ধরতে পারেননি। তখন করুনারত্নে ২২ রানে খেলছিলেন।
সেই মাদুস্কা যখন আউট হন দ্বিতীয় সেশনে দলের রান তখন ৯৬। ব্যক্তিগত ৫৭ রানে এই ওপেনার আউট হন রান আউটের শিকার হয়ে।
আর ২২ রানে জীবন পাওয়া করুনারত্বেকে পরে রান আউটের সুযোগ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। সেই করুনারত্নে খেলেন ১২৯ বলে ৮৬ রানের ইনিংস। তাকে বোল্ড করেন হাসান। এর আগে দ্বিতীয় উইকেটে কুসল মেন্ডিসের সাথে গড়েন ১৫৮ বলে ১১৪ রানের জুটি।
তিন নম্বরে নামা কুসাল মেন্ডিস যান তিন অঙ্কের আরও কাছে। প্রথম স্লিপে মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১৫০ বলে ১১ চার ও ১ ছয়ে ৯৩ রান করেন লঙ্কান উইকেটকিপার।
নতুন বলে প্রথম ওভারেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট নেন হাসান। ৭১ বলে ২৩ রান করে তিনিও স্লিপে ক্যাচ দিয়েছেন মিরাজকে।
অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ২৫ রান যোগ করে দিনের খেলা শেষ করেন দিনেশ চান্দিমাল (৩৪*) ও ধানাঞ্জয়া ডি সিলভা (১৫*)।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯০ ওভারে (মাদুশকা ৫৭, কারুনারাত্নে ৮৬, কুসাল ৯৩, ম্যাথিউস ২৩, চান্দিমাল ৩৪*, ধানাঞ্জয়া ১৫*; খালেদ ১০-১-৪১-০, হাসান ১৭-৫-৬৪-২, সাকিব ১৮-২-৬০-১, মিরাজ ২৮-৪-৯৫-০, তাইজুল ১৭-৪-৪৮-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল
বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!
বাগেরহাটে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
অল্পতেই শেষ পাকিস্তানের ইনিংস
খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ২৮ ডিসেম্বর
হামলা-নাশকতা প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী
তাবলিগ জামাতের দু'পক্ষকেই বিশেষ নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়