আর কতদিন এই ব্যাটিং ব্যর্থতা!
০২ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম
টেস্ট মর্যাদা পাওয়ার ২৩ বছর পেরিয়ে গেলেও এই ফরম্যাটের ক্রিকেটে এখনো ব্যাট হাতে ধারাবাহিক হতে পারেনি বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে আর কতদিন এই ব্যাটিং ব্যর্থতা দেখাবে বাংলাদেশ! কত সময় পাড় হলে টেস্ট ক্রিকেটে আলোর মুখ দেখবে টাইগাররা? আলো তো দূরে থাক, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যেন ঘনিয়ে আসছে ঘোর অন্ধকার। যার জন্য দায়ী টাইগার ব্যাটাররাই। তারা এক সিরিজে ভালো খেলেন তো পরের সিরিজে হন চরম ব্যর্থ। যার প্রমাণ টেস্টে গত ৫ ইনিংসে ২০০ রানের আগেই অলআউট হওয়া। গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে দুই ইনিংস বাংলাদেশ করেছিল যথাক্রমে ১৭২ ও ১৪৪ রান। অর্থাৎ ২০০ রানের ঘরও স্পর্শ করতে পারেনি স্বাগতিকরা। ওই ম্যাচ নিউজিল্যান্ড জিতে নিয়েছিল ৪ উইকেটে। এরপর চলতি বছরের প্রথম টেস্ট সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে ২২ মার্চ খেলতে নামে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। নৈপথ্যে সেই ব্যাটিং ব্যর্থতা। এই ম্যাচে বাংলাদেশ দলের দুই ইনিংস ছিল ১৮৮ ও ১৮২ রানের। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও একই দৃশ্য দেখলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যে পিচ সফরকারী ব্যাটারদের জন্য ছিল ব্যাটিংস্বর্গ, সেই পিচ পরক্ষণেই বাংলাদেশের ব্যাটারদের জন্য হয়ে গেলো যেন কসাইখানা। একে একে লঙ্কান বোলারদের সাধারণ বোলিংয়ে কাটা পড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে গতকাল বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৭৮ রানে। অর্থাৎ ২০০ রানের মাইলফলক স্পর্শ করতে না পারা আরও একটি ব্যাটিং ব্যর্থতার গল্প লিখলেন নাজমুল হোসেন শান্তরা। ফলে এটা নিয়ে টানা পাঁচ ইনিংসে ২০০ রান পার করতে পারেনি বাংলাদেশ। যা সত্যিই হতাশার। কাল ম্যাচের তৃতীয় দিন শ্রীলঙ্কা চাইলে ফলো-অন করাতে পারতো বাংলাদেশকে। তবে তা না করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তারা। এদিন চা বিরতির পর ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে গিয়ে একশর আগেই ৬ ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। তবে ইতোমধ্যেই তাদের লিড দাঁড়িয়েছে ৪৫৫ রানের। লঙ্কানদের হাতে আছে আরও ৪ উইকেট।
প্রথম ইনিংসে ৩৫৩ রানের লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। হাতে বড় লিড থাকায় স্বাভাবিকভাবেই শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলে তারা। এ সুযোগটাই লুফে নেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে হাসান মাহমুদ। এই পেসার ম্যাচের তৃতীয় দিন শেষ বিকালে একাই শিকার করেন ৪ উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারে দিমুথ করুনারত্নেকে বোল্ড করে শুরু করেন হাসান। এরপর দীনেশ চান্দিমাল, নিশান মাদুশঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরান এই পেসার। তাছাড়া আরেক পেসার খালেদ আহমেদও তুলে নেনে ২ উইকেট। সবমিলিয়ে ৮৯ রানের মধ্যেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা।
এর আগে কাল টেস্টের তৃতীয় দিন সকালে ১ উইকেটে ৫৫ রান হাতে নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাট হাতে সকালটা খারাপ কাটেনি বাংলাদেশ দলের। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জাকির হাসান ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম মিলে বড় জুটি গড়ার চেষ্টা করেন। যদিও ব্যক্তিগত হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি জাকির। ভিশ্ব ফার্নান্দোর দারুণ এক ডেলিভারিতে ফেরেন জাকির। আউট হওয়ার আগে ১০৪ বল খেলে ৮ চারের মারে করেন ৫৪ রান। তার বিদায়ে ভাঙে ১২২ বলে ৪৯ রানের জুটি। জাকিরের বিদায়ের পর যেন পথ হারায় বাংলাদেশ দলও। দলীয় ৯৬ রান থেকে ৯ রান যোগ করতেই আরও দুই উইকেট হারায় স্বাগতিকরা। একে একে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং শেষমেশ নাইটওয়াচম্যান তাইজুলও। তাইজুল ইসলামের আউটের পর মুমিনুলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। এ দু’জনে কিছুটা সময় নিয়ে খেলতে চাইলেও সফল হননি। সাকিব অবশ্য এমন আউটের পেছনে ভাগ্যকে দোষ দিতেই পারেন। অনেকটা সুইং করেছিল বল। ব্যাটে-বলে সংযোগ হয়নি। বল প্যাডে লাগার পর আম্পায়ার লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আউটের সংকেত দেন। সাকিব রিভিউ নিয়েছিলেন। শেষ পর্যন্ত আম্পায়ার্স কলে ফিরতে হয় তাকে। ফেরার আগে ২৩ বলে এক বাউন্ডারিতে সাকিব করেন ১৫ রান। দুই বল পরেই আসিথা ফার্নান্দো ফের আঘাত হানেন। এবার আউট হন লিটন দাস। তিনি ৩ বল খেলে ১ বাউন্ডারি মেরেই উইকেটের পেছনে কুশাল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন। ইনিংস বড় করতে পারেননি শাহাদাত দীপুও। তিনি ৩৬ বল খেলে ৮ রান করে লাহিরু কুমারার শিকার হন। বল ব্যাটের কানায় লেগে যায় সিøপে। নিচু হয়ে সেটি তালবন্দী করেন কামিন্দু মেন্ডিস। মিরাজ এসে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। ৩১ বলে ৭ রান করে প্রভাত জয়সুরিয়ার বলে এলবিডব্লিউ হন এই অলরাউন্ডার।
একদিকে টিকে ছিলেন মুমিনুল হক। আসিথা ফার্নান্ডোর ফুললেংথের বলে এলবি তিনিও। ৮৪ বলে ৩৩ রান করে ফেরেন মুমিনুল। সাকিবের মতোই দূর্ভাগ্য তার। আম্পায়ার্স কল হওয়ায় ফিরতে হয়েছে এই ব্যাটারকে। আউট হওয়ার আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রান পূরণ করেন মুমিনুল। তামিম-সাকিবের-মুশফিকের পর এই কৃতিত্ব দেখান তিনি। শেষ উইকেট হিসেবে আউট হন খালেদ। আসিথার চতুর্থ শিকার তিনি। বোল্ড হয়েছেন ১ রান করে।
শ্রীলঙ্কার দুই অপরাজিত ব্যাটার অ্যাঞ্জোলো ম্যাথিউস (৫০ বলে ৩৯ রান) ও প্রবাথ জয়সুরয়া (১৭ বলে ৩ রান) আজ ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ