সুপার সিক্সের সাতের লড়াই
০৯ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৪, ০১:১১ এএম
ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার লিগে সুপার সিক্সের লড়াইয়ে এখন ৭ দল। গত পরশু লিগের ৯ রাউন্ড শেষে ঈদের ছুটিতে গেছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট। এক সপ্তাহ ঈদের ছুটির পর আগামী ১৫ এপ্রিল থেকে ফের মাঠে গড়াবে এই লিগ। ১২ দলের প্রিমিয়ার লিগের বাকি আছে আর ২ রাউন্ড। ১৮ থেকে ১৯ এপ্রিল শেষ হবে বাকি দুই পর্ব। এরপর এক/দুই দিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সুপার লিগ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৬ দল খেলবে সুপার লিগে। পাশাপাশি পয়েন্ট টেবিলের নিচের দিকের ৩ দল নিয়ে হবে রেলিগেশন লিগ। যেহেতু ৯টি করে ম্যাচ হয়ে গেছে, তাই সুপার লিগে কোন ছয় দল খেলবে- তা পরিষ্কার না হলেও প্রচ্ছন্ন ধারণা জন্মেছে সবার। শেষ ২ রাউন্ডে নাটকীয় কিছু না ঘটলে ঢাকা আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর, প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রæপ ক্রিকেটার্সের মধ্যেই সীমিত থাকবে সুপার লিগে ওঠার লড়াই। আপাতত ৯ ম্যাচের সবকটায় জিতে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আবাহনী। তাদের নিকট প্রতিদ্ব›দ্বী দুই দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডানের পয়েন্ট ব্যবধান ৪। শেখ জামাল ও মোহামেডান উভয়েই ৯ খেলায় ৭টি করে ম্যাচ জিতেছে। হেরেছে ২টি করে ম্যাচে। এ দুই দলের পয়েন্ট সমান ১৪ করে। তবে শেখ জামাল (১.০৪০) নেট রানরেটে মোহামেডানের (০.৭৪৮) ওপরে। পয়েন্ট টেবিলে এর পরপরই আছে শাইনপুকুর ও প্রাইম ব্যাংক (৯ খেলায় ৬ জয় আর ৩ হারে ১২ পয়েন্ট করে)। এখানেও নেট রানরেটে চতুর্থ ও পঞ্চম স্থান নির্ধারণ করা আছে। সেখানে নেট রানরেটে এগিয়ে চার নম্বর শাইনপুকুর (০.৯৪৬) ও ০.৫৯৬ নেট রানরেট নিয়ে প্রাইম ব্যাংক পঞ্চম। একইভাবে ৬ নম্বর জায়গা নিয়েও চলছে দুই দলের জোর লড়াই। সেখানে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রæপ ক্রিকেটার্সের পয়েন্ট সমান (৯ খেলায় ৫ জয় ও ৪ হারে সমান ১০ করে)। কিন্তু নেট রানরেটে ৬ নম্বরে লিজেন্ডস অব রূপগঞ্জ (-০.০২৮) আর গাজী গ্রæপ (-০.০৫৯) সপ্তম। এরপর আছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব (৯ খেলায় ৩ জয়ে পয়েন্ট ৬)। তারপর সিটি ক্লাব (৯ খেলায় ২ জয়ে ৪), গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি (৮ খেলায় ২ জয়ে ৪)। আর পারটেক্স স্পোর্টিং ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব একটি করে জয় নিয়ে যৌথভাবে একদম তলানিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না