নারাইন বীরত্ব ছাপিয়ে নায়ক বাটলার

‘জস দ্য বস’

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

শেষ ওভারের প্রথম বলেই দারুণ শটে ছক্কায় শতরান ছুঁয়ে ফেললেন জস বাটলার। জয়ের সমীকরণও তখন হাতের মুঠোয়। পাঁচ বলে লাগে কেবল তিন রান। কিন্তু বাটলারের মুখে হাসি নেই। মাইলফলক উদযাপনের কোনো ব্যাপারও নেই। চোয়াল শক্ত করে দ্রুতই দাঁড়িয়ে গেলেন পরের বলটি খেলতে। বুঝিয়ে দিলেন, ম্যাচ জয়ের আগে কোনো উৎসব নয়। সেই ম্যাচ একটু পর পৌঁছে গেল শেষ বলের নাটকীয়তায়। সেখানে স্নায়ুর চাপ জয় করে শেষ পর্যন্ত দলকে জেতালেন বাটলার। মুখে বিজয়ের চওড়া হাসি ফুটে উঠল এবার। শূন্যে লাফিয়েও উঠলেন একবার। তবে চোট আর শ্রান্তি মিলিয়ে তখন আর সেভাবে উদযাপন করার অবস্থায় নেই তিনি। সেটির প্রয়োজনও অবশ্য পড়ল না। ডাগআউট থেকে সতীর্থরা ছুটে এসে তাকে কোলে তুলে নিয়ে মেতে উঠলেন উদযাপনে। তিনিই সেখানে মধ্যমণি। ধারাভাষ্যে তখন স্যামুয়েল বাদ্রি দারুণভাবে বললেন, ‘জস দ্য বস...।’

ম্যাচটিকে ছোট্ট করে এর চেয়ে ভালোভাবে হয়তো আর বোঝানো যেত না। যদিও এই ম্যাচে তার আগেই বিধ্বংসী একটি সেঞ্চুরি করেছেন সুনিল নারাইন। কলকাতা নাইট রাইডার্সের ক্যারবিয়ান এই অলরাউন্ডার পরে বল হাতেও চার ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তার এমন অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পরও ম্যাচের ‘বস’ আসলে জসই।
নিজের ক্যারিয়ারের তো বটেই, আইপিএল ইতিহাসেরই সেরা ইনিংসগুলোর একটি উপহার দিয়েছেন তিনি। আইপিএলে রান তাড়ার রেকর্ড গড়ে জিতেছে রাজস্থান রয়্যালস। ইডেন গার্ডেন্সে গতপরশু রাতে কলকাতার ২২৩ রান টপকে শেষ বলে দলকে দুই উইকেটের জয় এনে দেন বাটলার। ৯ চার ও ৬ ছক্কায় অপরাজিত থাকেন তিনি ৬০ বলে ১০৭ রান করে। চলতি আইপিএলে তার দ্বিতীয় শতরান এটি, আইপিএল ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি। ভারতের ফ্র্যাঞ্চাইজি আসরে ক্রিস গেইলের ছয় সেঞ্চুরি পেরিয়ে গেলেন ইংলিশ এই ব্যাটসম্যান। আট সেঞ্চুরিতে তার ওপরে আছেন কেবল ভিরাট কোহলি।

বলতে গেলে একাই এ দিন দলকে টেনে নেন বাটলার। সঙ্গী সেভাবে কাউকে পাননি। ১৪ বলে ৩৪ রান করা রিয়ান পারাগ দলের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। ২০ রান করতে পারেন আর কেবল আটে নামা রভম্যান পাওয়েল (১৩ বলে ২৬)। বাটলার ইনিংস শুরু করতে নেমে এক প্রান্ত থেকে সব পরিস্থিতির দাবি মিটিয়ে দলকে জিতিয়ে তবেই ফেরেন। আরেক প্রান্তে শেষ স্বীকৃত ব্যাটসম্যান পাওয়েল যখন আউট হন, তখনও ৩.১ ওভারে ৪৬ রান লাগে রাজস্থানের। সেখানে ৪০ রান একাই করেন বাটলার। লোয়ার অর্ডারদের নিয়ে অসাধারণ দক্ষতায় স্ট্রাইক ধরে রেখে রান তলে দলকে জিতিয়ে দেন। অবিচ্ছিন্ন নবম জুটিতে ১৫ বলে ৩৮ রান তোলেন তিনি আভেশ খানকে নিয়ে। অবিশ্বাস্যভাবে, জুটিতে একটি বলও খেলতে হয়নি আভেশকে!

শেষের নায়ক তিনি হলেও ইনিংসের বেশির ভাগ সময়জুড়ে খুব সাবলিল মনে হয়নি তাকে। প্রথম ২৫ রান করতে বল খেলেন ১৮টি। স্কোরকার্ড দেখে বোঝা কঠিন, ফিফটি করতে তারা লেগে যায় পঞ্চদশ ওভার পর্যন্ত! ১৪ ওভার শেষে তার রান ছিল ৩৩ বলে ৪২। জয়ের জন্য তখন ৬ ওভারে ৯৬ রান লাগে রাজস্থানের। পরের ২৭ বলে তিনি করেন ৬৫ রান। ম্যাচ শেষে বাটলার বললেন, লম্বা সময় পর্যন্ত টাইমিং করতে ভুগতে থাকলেও নিজের ওপর ভরসা হারাননি তিনি, ‘একটা সময় মনে হচ্ছিল ছন্দ পাচ্ছি না। তবে হাল ছাড়িনি। যখনই নেতিবাচক ভাবনা এসেছে, আমি উল্টোটা ভেবেছি এবং স্বপ্ন দেখার দুঃসাহস দেখিয়েছি। এটাই আমার জ্বালানি হয়ে কাজ করেছে।’

এবারই প্রথম নয়, আন্তর্জাতিক ক্রিকেটে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেকবারই অবশ্য এরকম ইনিংস দেখা গেছে বাটলারের ব্যাটে। অনেকবারই দেখা গেছে, শুরুতে হয়তো খুব ছন্দ পাচ্ছেন না, দ্রুত রান তুলতে পারছেন না। কিন্তু লড়াই চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত একটা পর্যায়ে ঠিকই বিধ্বংসী হয়ে উঠে ম্যাচ জিতিয়েছেন দলকে। রাজস্থানের ঘরের ছেলে হয়ে ওঠা বাটলার জানালেন, দলের মেন্টর ও ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারার পরামর্শ এক্ষত্রে সবসময় মাথায় রাখেন তিনি, ‘যখন কেউ ভালো অনুভব করছে না, সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও করলেও যেটা সবচেয়ে ভালো করা যায়, তা হলো চেষ্টা করে যাওয়া। জোর করে কিছু করার চেষ্টা করতে গিয়ে উইকেট ছুড়ে না আসা। কুমার সাঙ্গাকারা আমাকে সবসময় বলেন, এই ধরনের পরিস্থিতিতে যেন উইকেটে টিকে থাকি, কোনো একটা পর্যায়ে মোমেন্টাম বদলাবেই। একটা মুহূর্তে বা একটা শটেই ছন্দ ফিরে আসবে। গত কয়েক বছরে আমার খেলার সবচেয়ে বড় অংশ এটিই- যে কোনো পরিস্থিতিতে প্রক্রিয়ায় থাকার চেষ্টা করা এবং নিজের পথে বাধা হয় না দাঁড়ানো।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
আরও

আরও পড়ুন

রামগড়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪লক্ষ টাকা জরিমানা

রামগড়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪লক্ষ টাকা জরিমানা

আমতলীর ইউএনও’র বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন

আমতলীর ইউএনও’র বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন

নবীনগর ও কসবায় বিভিন্ন রকমের  মাদকসহ তিন যুবক গ্রেপ্তার

নবীনগর ও কসবায় বিভিন্ন রকমের  মাদকসহ তিন যুবক গ্রেপ্তার

মণিপুর গৃহযুদ্ধে ইন্ধন দিচ্ছে মিয়ানমার, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে

মণিপুর গৃহযুদ্ধে ইন্ধন দিচ্ছে মিয়ানমার, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে

চাঁদপুর মেঘনায় জাহাজে মিলল ৫ জনের মরদেহ

চাঁদপুর মেঘনায় জাহাজে মিলল ৫ জনের মরদেহ

বরিশালে মাহমুদিয়া মাদ্রাসার ৭৮তম মাহফিল ও ইসলামী মহাসম্মেলন শুরু

বরিশালে মাহমুদিয়া মাদ্রাসার ৭৮তম মাহফিল ও ইসলামী মহাসম্মেলন শুরু

বিনা খরচে কৃষকের দেড়’শ ধানের চারা রোপন  করে দিল কালীগঞ্জ কৃষি আফিস

বিনা খরচে কৃষকের দেড়’শ ধানের চারা রোপন করে দিল কালীগঞ্জ কৃষি আফিস

সিরিয়ার নেতার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

সিরিয়ার নেতার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে উদ্দীপন যুব সংঘ চ্যাম্পিয়ন

আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে উদ্দীপন যুব সংঘ চ্যাম্পিয়ন

সাতক্ষীরার নলতায় চার দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন, ক্যাম্পাসের নাম বদল

সাতক্ষীরার নলতায় চার দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন, ক্যাম্পাসের নাম বদল

অর্থনৈতিক সংকটে আফগান রুটি, ঐতিহ্য ও জীবনের অংশ

অর্থনৈতিক সংকটে আফগান রুটি, ঐতিহ্য ও জীবনের অংশ

আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে  অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে  অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

উত্তরপ্রদেশে ৩ খলিস্তানি বিদ্রোহীকে গুলি করে হত্যা পুলিশের

উত্তরপ্রদেশে ৩ খলিস্তানি বিদ্রোহীকে গুলি করে হত্যা পুলিশের

শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে বৈদ্যুতিক টাওয়ার

শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে বৈদ্যুতিক টাওয়ার

হিলিতে কমেছে আলু পেঁয়াজের দাম

হিলিতে কমেছে আলু পেঁয়াজের দাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১,১০০ হতাহতের শিকার : সিউল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১,১০০ হতাহতের শিকার : সিউল

ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘণ কুয়াশায় আবারো দূর্ঘটনা , নিহত ১ আহত ৪

ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘণ কুয়াশায় আবারো দূর্ঘটনা , নিহত ১ আহত ৪

ড্রোন হামলার জবাবে ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের

ড্রোন হামলার জবাবে ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের

রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তান হাইকমিশনারের নৈশভোজ আয়োজন

রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তান হাইকমিশনারের নৈশভোজ আয়োজন

‘চা পান স্বাস্থ্যের জন্য উপকারী’, স্বীকৃতি যুক্তরাষ্ট্রের

‘চা পান স্বাস্থ্যের জন্য উপকারী’, স্বীকৃতি যুক্তরাষ্ট্রের