শান্তর ঝড়ো শতক, শিরোপা থেকে এক ধাপ দূরে আবাহনী

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ পিএম

ছবি: ফেসবুক

প্রাথমিক পর্বে অপরাজিত থাকা আবাহনী লিমিটেড জয়ের ধারা ধরে রেখেছে সুপার লিগ পর্বেও। নাজমুল হোসেন শান্তর ঝড়ো সেঞ্চুরির পর রাকিবুল হাসানের দারুণ বোলিংয়ে এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সকে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৭১ রানে জিতেছে আবাহনী। ৩৪৪ রানের লক্ষ্যে ১৭২ রানে গুটিয়ে যায় গাজী।

তিন ম্যাচে দ্বিতীয় শতক তুলে নিয়ে ৮৪ বলে ১০১ রান করেন শান্ত। আবাহনী অধিনায়কের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। ৪ উইকেট নিয়ে বড় অবদান রাখেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

প্রাথমিক পর্বে অপরাজিত থাকা আবাহনী এবার সুপার লিগে পেল টানা দ্বিতীয় জয়। প্রিমিয়ার লিগে ২২তম শিরোপা জিততে বাকি তিন ম্যাচের স্রেফ একটি জিতলেই হবে তাদের।

তবে শেষ তিন ম্যাচেঅনেকটাই শক্তি হারাবে আবাহনী। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন ক্লাবটির ১০ ক্রিকেটার। তাই সুযোগের অপেক্ষায় থাকা বেঞ্চের ক্রিকেটারদের নিয়েই শিরোপার জয়ের বাকি কাজটুকু সারতে হবে তাদের।

টসজয়ী আবাহনীর শুরুটা ছিল ধীর। ১৯তম ওভারে দ্বিতীয় ব্যাটার হিসেবে লিটন দাস যখন আউট হন তখন স্কোরবোর্ডে রান ৬৯। নাঈম শেখ ও লিটন, দুই ওপেনারই আউট হন ৩৩ রান করে।

এরপর এনামুল হক বিজয়কে নিয়ে জুটি গড়েন শান্ত। ৩৬তম ওভারে এনামুল আউট হন ৫১ বলে ৫ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৬৮ রান করে। ৬ ছক্কা ও ৮ চারে নিজের উনিংস সাজিয়ে শান্ত যখন আউট হন তখনও খেলা প্রায় ৯ ওভার বাকি। চলতি লিগে তিন ইনিংসে তার দ্বিতীয় সেঞ্চুরি এটি। সব মিলিয়ে লিস্ট 'এ' ক্যারিয়ারের দ্বাদশ।

এরপর ঝড় তোলেন তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। চলতি লিগে পাঁচবার ব্যাটিংয়ে নেমে চতুর্থ পঞ্চাশ ছোঁয়া ইনিংসে হৃদয়র করেন ৪০ বলে ৫৮ রান। ৩ চারের সঙ্গে তিনি ছক্কা মারেন ৪টি। লিগের পাঁচ ইনিংসে তার সংগ্রহ ৩১৩ রান। গড় ১৫৬.৫০, স্ট্রাইক রেট অবিশ্বাস্য, ১৫৯.৪৯!

১৭ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। আবাহনীতে এক যুগ পূর্ণ করায় ম্যাচ শেষে তাকে বিশেষ ব্লেজার ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানায় ক্লাব কর্তৃপক্ষ।

লক্ষ্য তাড়ায় গাজীর দুজন ব্যাটার খেলতে পারেন বিশোর্ধো ইনিংস। ৯৪ বলে সর্বোচ্চ ৬২ রান করেন সাব্বির হোসেন। ৩৪ বলে ৩৮ রান আসে হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে।

দিনের অন্য ম্যাচে মোহামেডান হেরে গেলে এ দিনই চ্যাম্পিয়ন হয়ে যেত আবাহনী। তবে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচটি ৩৩ রানে জিতে যায় মোহামেডান।

রনি তালুকদারের ক্যারিয়ার সেরা ১৩১ বলে ১৪১ রানের ইনিংসে ৩১৭ রান তোলে মোহামেডান। জবাবে মেহেদি হাসানের ৪৫ বলে ৬৪ ও সানজামুল ইসলামের ৩৫ বলে ৪৯ রানের পরও ৭ বল বাকি থাকতে ২৮৪ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। তামিম ইকবাল করেন ২২ বলে ১৪ রান।

দিনের আরেক ম্যাচে শাহিনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এই হারে শিরোপা ক্ষিণ সম্ভাবনাও শেষ হয়ে গেছে শাহিনপুকুরের।

ওপেনার জিসান আলমের ৮টি করে ছক্কা চারে গড়া ৬১ বলে ৯৮ রানের ঝড়ো ইনিংসে স্রেফ ১২.২ ওভারে ১২৩ ওপেনিং জুটি পায় শাহিনপুকুর। এরপরও তারা ৪৬.১ ওভারে গুটিয়ে যায় ২৬৪ রানে। এরপর অধিনায়ক আকবর আলী (৮৩ বলে ৬৪ রান) ছাড়া কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। ফজলে মাহমুদের ১১৯ বলে অপরাজিত ১০১ রানের ভর করে যে রান ২২ বল হাতে রেখেই পেরিয়ে যায় ধানমণ্ডি।

আবাহনী লিমিটেড-গাজী গ্রুপ ক্রিকেটার্স

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ৩৪৩/৫ (নাঈম ৩৩, লিটন ৩৩, শান্ত ১০১, এনামুল ৬৮, হৃদয় ৫৮*, জাকের ১১, মোসাদ্দেক ৩৩*; রুয়েল ১০-০-৭৯-১, মাসুম ১০-০-৪৯-০, মইন ৫-০-৩১-০, শেখ ৯-১-৫০-২, আওলাদ ৯-১-৭৫-১, ফয়সাল ৫-০-৪১-১, আনিসুল ২-০-১৬-০)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৫.১ ওভারে ১৭২ (পিনাক ১৯, আনিসুল ০, হাবিবুর ৩৮, প্রিতম ১৮, সাব্বির ৬২, ফয়সাল ৫, মইন ১৪, পারভেজ ৮, মাসুম ১, আওলাদ ০, রুয়েল ০*; খালেদ ৩-০-২১-১, তানভির ৭.১-১-২০-১, তানজিম ৫-০-৫৩-২, মোসাদ্দেক ১০-০-৩৪-২, রাকিবুল ১০-১-৪৪-৪)

ফল: আবাহনী লিমিটেড ১৭২ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত

শেখ জামাল ধানমন্ডি ক্লাব-শাইনপুকুর ক্রিকেট ক্লাব

সংক্ষিপ্ত স্কোর: 

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৬.১ ওভারে ২৬৪ (জিসান ৯৮, তানজিদ ৩৯, ইরফান ৯, মেহেরব ১৬, মার্শাল ৬৪, জাওয়াদ ৩, রিশাদ ১৯, মুরাদ ১, মুকিদুল ২, নাহিদ ১*; জিয়াউর ২.১-০-১৬-২, রিপন ৬-০-৩৭-০, রবিউল ৭-১-৪৬-২, আরিফ ১০-১-৪৭-০, সাইফ ১-০-১২-০, মেহেদি ৯-০-৫৬-২, তাইবুর ১০-২-৩৮-৩, ফজলে মাহমুদ ১-০-১২-০)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৬.২ ওভারে ২৬৫/৩ (সাইফ ৬৭, সৈকত ১১, ফজলে মাহমুদ ১০১*, সোহান ২৬, ইয়াসির ৪০*; নাহিদ ৭-০-৬৭-১, মুরাদ ১০-০-৩১-১, জাওয়াদ ৯-০-৬৫-০, মুকিদুল ৫.২-০-৩৭-১, রিশাদ ৯-১-২৮-০, মেহেদব ৬-০-২৯-০)

ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফজলে মাহমুদ 

 

বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হল্যান্ডে-রিয়ালের রাতে হ্যাটট্রিক রোনালদোর, নাসেরের গোল উৎসব

হল্যান্ডে-রিয়ালের রাতে হ্যাটট্রিক রোনালদোর, নাসেরের গোল উৎসব

চার ম্যাচ হাতে রেখেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

চার ম্যাচ হাতে রেখেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

ঘুরে দাঁড়িয়ে বার্সাকে হারিয়ে জিরোনার ইতিহাস

ঘুরে দাঁড়িয়ে বার্সাকে হারিয়ে জিরোনার ইতিহাস

হল্যান্ডে একাই দিলেন চার গোল,সিটির দাপুটে জয়

হল্যান্ডে একাই দিলেন চার গোল,সিটির দাপুটে জয়

নারী বিশ্বকাপের সূচির জন্য শেষ মুহূর্তের অপেক্ষা

নারী বিশ্বকাপের সূচির জন্য শেষ মুহূর্তের অপেক্ষা

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

যুদ্ধ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে: ভিসি ড. মশিউর রহমান

যুদ্ধ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে: ভিসি ড. মশিউর রহমান

শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা - বদিউজ্জামান সোহাগ

শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা - বদিউজ্জামান সোহাগ

ব্রাহ্মণপাড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ব্রাহ্মণপাড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

‘পানি তাল খাইয়া শরীরডা ঠান্ডা কইরা যায় সবাই’

‘পানি তাল খাইয়া শরীরডা ঠান্ডা কইরা যায় সবাই’

বাজিতপুরে বিশাল মাহফিল আজ

বাজিতপুরে বিশাল মাহফিল আজ

শ্রীনগরে ৭টি ঘর পুড়ে ছাই

শ্রীনগরে ৭টি ঘর পুড়ে ছাই

অসহনীয় গরম ও লোডশেডিংয়ে চরম জনভোগান্তি

অসহনীয় গরম ও লোডশেডিংয়ে চরম জনভোগান্তি

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নদীর বাঁধ অপসারণ

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নদীর বাঁধ অপসারণ

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

বড়াইগ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বড়াইগ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

কাপ্তাই হ্রদ শুধু দেশের নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্পদ

কাপ্তাই হ্রদ শুধু দেশের নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্পদ

রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে কমিউটার রেলের যাত্রা শুরু

রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে কমিউটার রেলের যাত্রা শুরু

ফ্রি ফায়ারে পরিচয়ে বিয়ে ৬ মাস পর লাশ

ফ্রি ফায়ারে পরিচয়ে বিয়ে ৬ মাস পর লাশ

দৌলতপুরে আগুনে পুড়লো ব্যবসায়ীর ৫ ঘর ও নগদ ১২ লাখ টাকা

দৌলতপুরে আগুনে পুড়লো ব্যবসায়ীর ৫ ঘর ও নগদ ১২ লাখ টাকা