ব্যবধান বাড়াতে চায় বাংলাদেশ
০৫ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৫ মে ২০২৪, ১২:০৬ এএম
প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
বোলিংসহ তিন বিভাগেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা। মূলত প্রথম ম্যাচে একক প্রাধান্য দেখিয়ে ম্যাচ জেতে স্বাগতিকরা। পেসার শরিফুল ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে যদিও ছিলেন উইকেটশুন্য। তবে অপর দুই পেসার তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিনের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচে জয় পেতে বাংলাদেশের কোন সমস্যা হয়নি। রান দিতে দারুন কার্পন্য দেখিয়ে তাসকিন- সাইফুদ্দিন উভয়েই তিনটি করে উইকেট নেন।
পেসারদের সাথে দুই স্পিনার মাহেদি হাসান ও রিশাদ হোসেন দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায়। জবাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তারজিদ হাসান তামিমের ৪৭ বলে অপরাজিত ৬৭ রানে ১৫ দশমিক ২ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে সহজেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
মাত্র পাঁচ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে এক পর্যায়ে দলীয় ৪১ রানে ৭ উইকেটে পরিনত হয় জিম্বাবুয়ে। কিন্তু অষ্টম উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক ক্লাইভ মানদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা। ১৮তম ওভারে জিম্বাবুয়ের রান ১শতে নিয়ে যান তারা। ১৯তম আউট হওয়ার আগে ৬টি চারে ৩৯ বলে ৪৩ রান করেন মানদান্দে। অষ্টম উইকেটে ৬৫ বলে ৭৫ রান যোগ করেন মানদান্দে ও মাসাকাদজা। টি-টোয়েন্টি ভার্সনে বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে জিম্বাবুয়ের এটিই সর্বোচ্চ রানের জুটি।
মূলত তাদের জুটির কল্যাণেই এর আগে সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সর্ব নিম্ন ৮০ রানের কোটা পার করে জিম্বাবুয়ে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া একটি দলের অষ্টম উইকেট জুটিতে ৭৫ রান যোগ করা অবশ্যই টাইগারদের জন্য একটা দুঃশ্চিন্তার বিষয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যদিও ম্যাচ জিতে খুশি এবং আগামী ম্যাচগুলোতেও পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে চান, ‘গত দুই দিন সত্যিই আমরা কঠোর পরিশ্রম করেছি। তানজিদের ব্যাটিংয়ের ধরন দলের জন্য সহায়ক হয়েছে এবং আশা করছি সে এই ফর্ম অব্যাহত রাখবে। তাওহীদ হৃদয়ও ভাল করেছে এবং এমন উইকেটে নিজেকে প্রমান করেছেন। বিশেষ করে ইনিংস শেষ করে আসায় তানজিদের ওপর আমি দারুন খুশি।’
সংক্ষিপ্ত ভার্সনে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ ম্যাচে এটা ছিল বাংলাদেশের ১৪তম জয়। বাকি সাত ম্যাচে পুর্ব আফ্রিকার দেশটির কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরতে মরিয়া জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা অবশ্য নিজ দলের সিনিয়র খেলোয়াড়দের ঘুড়ে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
এদিকে, গতপরশু দুই দফা বৃষ্টি বাগড়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে জিতে ম্যাচ শেষে হোটেলে ফিরতে অনেক রাত হয়েছে ক্রিকেটারদের। গতকাল স্বাভাবিকভাবেই কোন অনুশীলন রাখা হয়নি। বিশ্রামের দিন হোটেলে বসেই পার করছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। এমন আয়েশি দিনে তাকে হয়ত ঘিরে ধরল পুরনো স্মৃতি। হোটেল কক্ষে এক বিছানায় বসে আছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। এই ছবিটি অনেকেরই চেনা। অনেকবারই সোশ্যাল নানানভাবে ভাইরাল হয়েছে। বাংলাদেশের কোন এক সিরিজের সময় আড্ডায় মাতোয়ারা দেশের ক্রিকেটের আলোচিত পাঁচ চরিত্র। যাদের এখন আর বদলে যাওয়া বাস্তবতায় একসঙ্গে দেখা যায় না। পুরনো সেই ছবিটি দিয়ে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘কী এক মধুর সময় ছিলো! ফিরিয়ে আনা যাক মুহূর্তগুলো।’
বর্তমান স্কোয়াডে ছবি পাঁচজনের মধ্যে দলে আছেন কেবল তিনি। ঢাকায় শেষ দুই ম্যাচে হয়ত যোগ দেবেন সাকিব। বিশ্বকাপেও এই পাঁচজন থেকে কেবল তাদের দুজন থাকবেন। মাশরাফি আন্তর্জাতিক খেলা ছেড়েছেন বেশ আগে। টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসরে গেছেন তামিম ও মুশফিকও। মুশফিক বাকি দুই সংস্করণ খেললেও তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরার আভাস নেই। মাহমুদউল্লাহ পুরনো সময় ফেরাতে চাইলেও হয়ত তা আর আগের মতন ফিরবে না। এমনকি একসঙ্গে পাঁচজনকে বসে আড্ডা দেওয়ার পরিস্থিতিও আর নেই। সাকিব ও তামিম বহুদিন হলো কেউ কারো সঙ্গেই কথা বলেই না। তাদের বিরোধ এতই চরমে যে তা আর জোড়া লাগার অবস্থায় নেই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের