ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য, টিকে গেলেন লিটন

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৮ মে ২০২৪, ০৫:৩২ পিএম | আপডেট: ০৮ মে ২০২৪, ০৫:৩২ পিএম

ছবি: বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। চোট কাটিয়ে ফিরেছেন সৌম্য সরকারও।  

তবে ধারাবাহীক বাজে খেলেও দলে টিকে গেছেন লিটন কুমার দাস। না খেলেই বাদ পড়েছেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন। আর পেসার শরিফুল ইসলামকে দেওয়া হয়েছে বিশ্রাম। মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতেও একাদশের বাইরে ছিলেন তিনি।

৫ ম্যাচের এই সিরিজে প্রথম তিনটিতেই জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে দলে পরিবর্তন নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিসিবির নির্বাচক আবদুল রাজ্জাক। ভিডিও বার্তায় তিনি কথা বলেন শরীফুল ও মুস্তাফিজের বিশ্রাম দেওয়া নিয়ে।

"শরিফুলকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে পরিবারকে সময় দেওয়ার জন্য এবং মুস্তাফিজকেও আমরা একই কাজ করেছিলাম,  ও যখন ভারত থেকে এসেছে। ওর সঙ্গে কথা বলেই আসলে হয়েছে, পরিবারকে একটু সময় দেওয়ার দরকার আছে, যেহেতু অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে।‘

গত ১ মে আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে বাংলাদেশে ফেরেন মুস্তাফিজ। ৩ মে থেকে শুরু হওয়া জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে খেলেননি এই পেসার। তাঁর ব্যাপারেও একই ব্যাখ্যা দিয়েছেন রাজ্জাক, ‘সে যখন ভারত থেকে এসেছে, তার সঙ্গে কথা বলেই ঠিক করা হয়েছে যে, পরিবারকে একটু সময় দেওয়ার দরকার আছে। অনেক দিন ধরেই ক্রিকেটের মধ্যে রয়েছে।’

বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি লিটনের ফর্ম। চলতি সিরিজের তিন ম্যাচে করেছেন মোটে ৩৬ রান, খেলেছেন ৪৩ বল। সবশেষ ১০ টি-টোয়েন্টিতে ফিফটি নেই একটিও। এই সময়ে ১৯.৭৭ গড়ে তিনি করেছেন ১৭৬ রান। স্ট্রাইক রেটও নাজুক, ১০১.১৩! সম্প্রতি তার আউট হওয়ার ধরণও জন্ম দিয়েছে নানা প্রশ্নের।

কেবল টি-টোয়েন্টি নয়, সব সংস্করণ মিলিয়েই সবশেষ ২০ ইনিংসে ফিফটি নেই লিটনের। ১০ ইনিংসে থেমেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। তার এমন ধারাবাহীক ব্যর্থতার পরও সুযোগ পাননি বিকল্প হিসেবে দলে ডাক পাওয়া পারভেজ। ২০২২ সালের জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অভিষেক তরুণ বাঁহাতি ওপেনারের। ওই ম্যাচের পরই দলে জায়গা হারান তিনি।

সৌম্যর অন্তর্ভুক্তি ও পারভেজের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাকের ব্যাখ্যা, ‘সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা, সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে, ও কী অবস্থায় আছে তা বুঝতে। এ জন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে।’

সাকিব না থাকায় দলে জায়গা পেয়েছিলেন আফিফ। সাকিব ফেরায় আফিফের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘আফিফের ক্ষেত্রেও একই জিনিস, যারাই এই দলে আছে, সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে। সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবাইকে সব সময় সুযোগ দেওয়া সম্ভব হয় না, দলের কম্বিনেশনের কারণে।”

এই দুই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ফিরছেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে গত বছরের জুলাইয়ে সবশেষ এই সংস্করণে খেলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শুক্রবার চতুর্থ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি রোববার শুরু হবে সকাল ১০টায়।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হোসেন, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আট গোলের রোমাঞ্চ: ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ড্র

আট গোলের রোমাঞ্চ: ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ড্র

সহজ জয়ে লা লিগায় রানার্সআপ  বার্সা

সহজ জয়ে লা লিগায় রানার্সআপ  বার্সা

ক্লপকে অশ্রুসিক্ত বিদায় লিভারপুলের

ক্লপকে অশ্রুসিক্ত বিদায় লিভারপুলের

সিটির অমরত্বের রাত...

সিটির অমরত্বের রাত...

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ফতুল্লায় হত্যা মামলার আসামি কেরানিগঞ্জে গ্রেপ্তার

ফতুল্লায় হত্যা মামলার আসামি কেরানিগঞ্জে গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে কেএনএফের ৩ সদস্য নিহত

যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে কেএনএফের ৩ সদস্য নিহত

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারপিট, যুবক আটক

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারপিট, যুবক আটক

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে সারাদেশে জেলা ও মহানগরীতে ইসলামী

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে সারাদেশে জেলা ও মহানগরীতে ইসলামী

খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক বিজেপি নেতা

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক বিজেপি নেতা

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: প্রেসিডেন্ট

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: প্রেসিডেন্ট

বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

কিরগিজস্তানে আহত বাংলাদেশি ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনুন

কিরগিজস্তানে আহত বাংলাদেশি ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনুন

শিরোপার রুদ্ধশ্বাস অপেক্ষা : শেষ ম্যাচে মাঠে নামছে সিটি-আর্সেনাল

শিরোপার রুদ্ধশ্বাস অপেক্ষা : শেষ ম্যাচে মাঠে নামছে সিটি-আর্সেনাল

কোরবানির গোস্ত দিয়ে কোন অনুষ্ঠান করে টেবিল বসিয়ে টাকা বা উপহার নেওয়া প্রসঙ্গে।

কোরবানির গোস্ত দিয়ে কোন অনুষ্ঠান করে টেবিল বসিয়ে টাকা বা উপহার নেওয়া প্রসঙ্গে।

মানিকগঞ্জ-ঢাকা রেললাইন প্রসঙ্গে

মানিকগঞ্জ-ঢাকা রেললাইন প্রসঙ্গে

কমিউনিটি ক্লিনিক দাঁড়িয়ে আছে দোরগোড়ায়

কমিউনিটি ক্লিনিক দাঁড়িয়ে আছে দোরগোড়ায়