শঙ্কা উড়িয়ে জয়ের রথে বাংলাদেশ

Daily Inqilab ইমরান মাহমুদ, মিরপুর থেকে

১১ মে ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১১ মে ২০২৪, ১২:০৫ এএম

চট্টগ্রাম থেকে টানা তিন ম্যাচে সিরিজ নিশ্চিতের পর স্বপ্ন ডানা মেলে হোয়াইওয়াশ উদযাপনের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচেই দাপুটে জয়ের পর সেই সুরও বেধেঁছিলেন বাংলাদেশের ক্রিকেটরা। সহকারী কোচ নিক পোথাস থেকে শুরু করে পেসার তাসকিন আহমেদও দিয়েছিলেন সেই আভাস। ৫ ম্যাচের সিরিজের কোনোটিই হারতে নারাজ বাংলাদেশ। কিছুটা শঙ্কা জাগলেও হোম অব ক্রিকেটে দেখা গেল সেই প্রতিচ্ছ্ববি। গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচটি ৫ রানে জিতেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে স্বাগতিকরা। জবাবে ২ বল আগেই ১৩৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

অথচ এদিন হারের অনেক রসদই দিয়েছিল বাংলাদেশ। তানজিদ হাসান ও সৌম্য সরকারের শতরানের উদ্বোধনী জুটির পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ¯্রফে ৪২ রানে ১০ উইকেট হারিয়ে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৪৩ রানে। সিরিজে দ্বিতীয় ফিফটিতে ৩৭ বলে ৫২ রান করেন তানজিদ। আরেক ওপেনার সৌম্য করেন ৩৪ বলে ৪১ রান। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান। এরপর আর কেউই উইকেটে টিকতে পারেননি। তিন নম্বরে নামা তাওহীদ হৃদয় করেন ১২ রান। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। সেই অল্প পুঁজি নিয়েও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন বাংলাদেশের বোলাররা। তাসকিনের দুর্দান্ত স্পেলে শুরু, মাঝে মুস্তাফিজের চমক, আর শেষটা সাকিবের ঘূর্ণিতে জয় নিয়েই মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল।

এদিন দারুণ সূচনা এনে দেন ‘নতুন’ তামিম ও টানা ব্যর্থতায় বাদ পড়া লিটন দাসের জায়গায় চোট কাটিয়ে দলে ফেরা সৌম্য। ওপেনিং জুটিতে এ দুই ওপেনার যোগ করেন ১০১ রান। টি-টোয়েন্টিতে এর আগে কেবল দুইবার শতরানের ওপেনিং জুটি পেয়েছিল বাংলাদেশ। তবে শুরুতে কিছুটা দেখেই খেলেছিলেন তানজিদ ও সৌম্য। ধীরে ধীরে আগ্রাসী হতে শুরু করেন তানজিদ। পাওয়ার প্লের ৩৬ বলের মধ্যে ২৭ বলই খেলেন তিনি। এ সময়ে ৭টি চারের সাহায্যে ৪০ রান করেন তিনি। অন্যদিকে সৌম্য সরকারের সংগ্রহ তখন ৯ বলে ৫ রান। শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৭ রান তোলে বাংলাদেশ। চলতি সিরিজে প্রথম ছয় ওভারে এটাই সর্বোচ্চ রান।
পাওয়ার প্লে শেষে প্রথম বাউন্ডারি পান সৌম্য। ব্রায়ান বেনেটকে রিভার্স সুইপ করে ছক্কা মারেন তিনি। মেজাজ ধরে রাখেন তানজিদও। তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ৩৪ বলে ফিফটি স্পর্শ করেছেন। এই পথে ৭টি চারের সঙ্গে ১টি ছক্কা মারেন এই তরুণ। কিন্তু ফিফটির পর একটি জীবন পেলেও খুব বেশি আগাতে পারেননি তিনি। ইনিংসের দ্বাদশ ওভারে নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে দুই ওপেনারকেই তুলে নেন লুক জঙ্গুয়ে। বাংলাদেশের ব্যাটিং ধসের শুরু। অফস্টাম্পের বাইরে রাখা তার সেøায়ার বলে হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে ফিরে যান তানজিদ। ৩৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় করেন ৫২ রান। আর শেষ বলে সৌম্য পড়েন এলবিডাব্লিউর ফাঁদে। ৩৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় খেলেন ৪১ রানের ইনিংস।

তিনে নেমে সুবিধা করতে পারেননি হৃদয়। সিকান্দার রাজার বলে সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন ব্রায়ান বেনেটের হাতে। তার ব্যাট থেকে আসে ১২ রান। এরপর আর কোনো ব্যাটারই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। পরের ওভারে তো ফের জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। এবার বল হাতে নিয়ে সাকিব আল হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে তুলে নেন বেনেট। রাউন্ড দ্য উইকেটে তার সোজা ডিফেন্স করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়ে যান সাকিব। প্রায় একই ধরণের বলে ফ্লিক করতে গিয়ে লাইন ও লেন্থ মিস করে বোল্ড হয়ে যান শান্ত।

এনগাভারার করা ১৭তম ওভারে আবারও দুই উইকেট হারায় বাংলাদেশ। আউটসাইড এজ হয়ে থার্ডম্যানে ক্যাচ তুলে দেন জাকের আলী। আর রিশাদ হোসেনের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারৎ দিয়ে রানআউট হন তাসকিন আহমেদ। তবে টিকতে পারেননি রিশাদও। জঙ্গুয়ের ইয়র্কারে বোল্ড হয়ে যান তিনি। তানজিম হাসান সাকিব বোল্ড হয়ে যান এনগাভারার বলে। আর মুস্তাফিজুর রহমান উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরলে অল্পে গুটিয়ে যায় বাংলাদেশ।

লক্ষ তাড়ায় নেমে জনাথন ক্যাম্পবেল (৩১) কিছুটা লড়াই করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। তাসকিন, মুস্তাফিজ, সাকিবদের সামনে দাঁড়াতে পারেনি সিকান্দার রাজা (১৭), রায়ান বার্ল (১৯), ক্লাইভ মাদান্দের (১২) কেউই। শেষদিকে ওয়েলিংটন মাসাদাকজার ক্যামিও (৮ বলে অপরাজিত ১৯) কিছুটা শঙ্কা জাগিয়েছিল বটে, তবে সেটি এক ওভারে উড়িয়ে দেন সাকিব। ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে ঠিকই ৪ উইকেট তুলে নিয়েছেন খরুচে সাকিব। ৩.৪ ওভারে বিশ^সেরা অলরাউন্ডার দেন ৩৫ রান। আইপিএল ঝলক মিরপুরে টেনে কাটার আর স্লোয়ারে দারুন ছিলেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে এই পেসার হন ম্যাচসেরা। ধারাবাহিক তাসকিন এই ম্যাচেও পেয়েছেন ২ উইকেট।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সউদী পৌঁছেছেন ৩৪ হাজার হজযাত্রী

সউদী পৌঁছেছেন ৩৪ হাজার হজযাত্রী

প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে

প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে

বিনিয়োগ, অভিবাসন, মৌসুমি কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, জ্বালানি বিষয়ে আলোচনা হবে : হাছান মাহমুদ

বিনিয়োগ, অভিবাসন, মৌসুমি কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, জ্বালানি বিষয়ে আলোচনা হবে : হাছান মাহমুদ

ইরানের প্রেসিডেন্ট নিহত

ইরানের প্রেসিডেন্ট নিহত

একটুখানি শীতল পানি-১

একটুখানি শীতল পানি-১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

বিশ্ব নেতৃবৃন্দের শোক

বিশ্ব নেতৃবৃন্দের শোক

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশের জনগণও শোকাহত

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশের জনগণও শোকাহত

ভারতের ‘জেরক্স ইন্ডিয়া’ হাতিয়েছে ১১২ কোটি

ভারতের ‘জেরক্স ইন্ডিয়া’ হাতিয়েছে ১১২ কোটি

দ্বিতীয় দিনেও তান্ডব অটোচালকদের

দ্বিতীয় দিনেও তান্ডব অটোচালকদের

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ -ওবায়দুল কাদের

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ -ওবায়দুল কাদের

তাপদাহ কেটে দেশজুড়ে বৃষ্টি

তাপদাহ কেটে দেশজুড়ে বৃষ্টি

পিকে হালদারসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

পিকে হালদারসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে সরকার -মির্জা ফখরুল

কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে সরকার -মির্জা ফখরুল

দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন আজ

দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন আজ

নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপ এক সপ্তাহের মধ্যে ধ্বংসের নির্দেশ

নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপ এক সপ্তাহের মধ্যে ধ্বংসের নির্দেশ

নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপ এক সপ্তাহের মধ্যে ধ্বংসের নির্দেশ

নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপ এক সপ্তাহের মধ্যে ধ্বংসের নির্দেশ

ভারত থেকে ১২০০ কোটি টাকায় ২০০ বগি কিনছে রেলওয়ে

ভারত থেকে ১২০০ কোটি টাকায় ২০০ বগি কিনছে রেলওয়ে

নেতানিয়াহু ও হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাবি

নেতানিয়াহু ও হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাবি

ইসরাইলি আগ্রাসন ও ফাতাহ্র ব্যর্থতায় হামাসের প্রতি সমর্থন বাড়ছে

ইসরাইলি আগ্রাসন ও ফাতাহ্র ব্যর্থতায় হামাসের প্রতি সমর্থন বাড়ছে