মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড
২২ মে ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২২ মে ২০২৪, ১২:০৭ এএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মত প্রস্তুতিমূলক সিরিজে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নিতে আজ থেকে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে দল দুটি। লিডসে এদিন সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
বিশ্বকাপের দশদিন আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুন সুযোগ পেয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। চার ম্যাচের সিরিজ দিয়ে বিশ্বকাপের জন্য চ‚ড়ান্ত প্রস্তুতি নিবে দু’দল। বিশ্বকাপের অফিসিয়াল কোন প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে না পাকিস্তান ও ইংল্যান্ড। কারন দু’দলের দ্বিপাক্ষীক সিরিজ শেষ হবে ৩০ মে। আর ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। তাই এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সাড়বে পাকিস্তান ও ইংল্যান্ড। সদ্য আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে ইংল্যান্ডের মাটিতে পা রাখে পাকিস্তান। আইরিশদের ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। প্রথম ম্যাচ হারলেও শেষ দুই ম্যাচ জিতে নেয় পাকরা। বিশ্বকাপের আগ মুহ‚র্তে হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে গুরুত্বের সাথে দেখছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ড সিরিজের ভুলগুলো পুনরাবৃত্তি করতে রাজি নয় পাকরা। দলের অধিনায়ক বাবর আজম বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করার এটাই সেরা মঞ্চ। আগের সিরিজের ভুলগুলো ইংল্যান্ডের বিপক্ষে পুনরাবৃত্তি করতে চাই না।’ এই সিরিজ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব শুরু করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় ও কোচ গ্যারি কারস্টেন। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতের কোচ ছিলেন তিনি। নতুনভাবে আন্তর্জাতিক কোন দলের কোচ হবার পর কারস্টেন বলেছিলেন, ‘আবারও কোন দলের কোচের দায়িত্ব পেয়ে আমি রোমাঞ্চিত। বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের সুনামকে আরও মজবুত করার লক্ষ্য নিয়েই কাজ শুরু করবো আমি।’
পাকিস্তানের মত এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সাড়তে চায় টি-টোয়েন্টি বিশ^কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত ডিসেম্বরের পর প্রথমবারের মত টি-টোয়েন্টি খেলতে নামছে ইংলিশরা। তবে আইপিএল নিয়ে বেশিরভাগ খেলোয়াড় ব্যস্ত থাকায় খুশি ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান, ‘দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি আমাদের। কিন্তু দলের বেশিরভাগ ক্রিকেটারই আইপিএলে ব্যস্ত সময় কাটিয়েছে। আমি মনে করি তাতে উপকৃত হয়েছে দলের ক্রিকেটাররা।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। এরমধ্যে পাকিস্তানের জয় ৯ ম্যাচে এবং ইংল্যান্ডের জয় ১৮ ম্যাচে। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়েছে। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জয় পেয়েছিলো ইংলিশরা।
এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে যাচ্ছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। কনুইর ইনজুরির কারনে গত এক বছর ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি তিনি। ইংল্যান্ডের বিশ্বকাপ দলেও রাখা হয়েছে তাকে। আর্চার দলে ফেরায় ইংল্যান্ড রোমাঞ্চিত বলে জানালেন কারান, ‘কয়েকটি বছর আর্চারের জন্য সত্যিই কঠিন ছিল। আশা করছি সে তার সেরা খেলা ফিরিয়ে আনতে পারবে, যা তার মধ্যে আছে। তার মানের একজন খেলোয়াড়কে দলে ফিরে পেয়ে সবাই অনেক বেশি রোমাঞ্চিত।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হিজবুল্লাহর পালটা আক্রমণ, লেবাননে শতাধিক ইসরাইলি সেনা নিহত
সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে: সেনাসদর
আশুলিয়া প্রেসক্লাব এর নতুন সদস্য সংগ্রহ শুরু
চট্টগ্রাম সিটি মেয়রের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সালথায় জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে প্রকাশ্যে আগুন দিল প্রতিপক্ষ
চরম সঙ্কটের মুখে উত্তরপ্রদেশের ২২ হাজার মাদরাসা শিক্ষক
বাইরে থেকে জানতাম যে সংস্কৃতি মন্ত্রণালয় একটি ঘুমন্ত মন্ত্রণালয় : ফারুকী
শহিদুল ইসলামের বাবুলের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় সালথায় আনন্দ মিছিল
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
নকলায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ায় প্রাণ গেল বৃদ্ধার
সাংহাই র্যাঙ্কিংয়ে ২৯টি ইরানি বিশ্ববিদ্যালয়
কাল বেনাপোল কার্গো টার্মিনাল উদ্বোধন করবেন নৌপরিবহন উপদেষ্টা
রাজশাহীর দূর্গাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
ওয়ানডের শীর্ষ বোলার আফ্রিদি, ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত
অনলাইনে আয়কর পরিশোধের চার্জ নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক
ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে: ফখরুল
ব্যাংকখাতে স্বল্পমেয়াদে সংস্কার চলছে, দীর্ঘমেয়াদে করবে নির্বাচিত সরকার: উপদেষ্টা
দলের নেতাকর্মীদের ফেলে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন হাসিনা: রিজভী