নিজের আয়নায়ও ‘মলিন’ লিটন
২২ মে ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২২ মে ২০২৪, ১২:০৭ এএম
ফর্মহীনতায় ভুগছেন অনেক দিন। চলতি বছর খেলা ৬ টি-টোয়েন্টিতে ডানহাতি এই ব্যাটার রান করেছেন মাত্র ৭৯। যেখানে এর বিপরীতে বল খেলেছেন ৮১টি। গড় মাত্র ১৩। এরপরও বিশ্বকাপ দলে জায়গা হয়েছে লিটন কুমার দাসের। স্বাভাবিকভাবে বিশ্বকাপ স্কোয়াডে তার অন্তর্ভ‚ক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। বিকল্প কাউকে না পাওয়ায় এই উইকেটকিপার-ব্যাটারের উপর আস্থা রাখতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। নিজের আয়নায়ও নিজের খামতি ধরা পড়েছে লিটনের। প্রতিভা ও সামর্থ অনুযায়ী বিশ্বকাপে এখনও ভালো কিছু করতে পারেননি বলেই মত তার। আগের চেয়ে তাই এবারের বিশ্বকাপে একটু হলেও উন্নতি করতে চান তিনি। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশ দলও বিশ্বকাপে ভালো করতে পারবে বলে বিশ্বাস তার।
বিশ্বকাপে দলকে ভালো কিছু করতে হলে লিটনের জ্বলে ওঠা জরুরি। তবে তার সা¤প্রতিক ফর্মের যে অবস্থা, তাতে ভরসার জায়গা খুব একটা নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের সামগ্রিক পারফরম্যান্সও হতাশাজনক। অথচ বিশ্বমঞ্চে লিটনের পদাপর্ণ ছিল সাড়া জাগানো। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে একাদশের বাইরে থাকার পর প্রথমবার সুযোগ পান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে। সাকিব আল হাসানের সঙ্গে সেদিন টন্টনে স্মরণীয় এক জুটিতে দলকে জয় এনে দেন তিনি। তার ব্যাট থেকে সেদিন এসেছিল ৬৯ বলে ৯৪ রানের ম্যাচ জেতানো ইনিংস। ওই বিশ্বকাপে পরে আরও চার ম্যাচ খেলে তিনি ফিফটি করতে পারেননি। গত অক্টোবর-নভেম্বরে আরেকটি ওয়ানডে বিশ্বকাপেও প্রত্যাশা পুরোপুরি প‚রণ করতে পারেননি তিনি। ৯ ইনিংসে ফিফটি করতে পেরেছিলেন কেবল দুটি। অবশ্য দলের চরম ব্যর্থ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিলেন তিনিই (৩১.৫৫ গড়ে ২৮৪)।
এই দুটি ওয়ানডে বিশ্বকাপের মাঝে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাট হাসেনি খুব একটা। গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস অবশ্য উপহার দিয়েছিলেন তিনি। তবে ২০ ওভারের বিশ্বকাপে মোট ১৩ ইনিংস খেলে তার ফিফটি ওই একটিই। মোট ২৬০ রান করেছেন তিনি কেবল ১১৩.০৪ স্ট্রাইক রেটে। এবার খুব বড় কিছু করার স্বপ্নের কথা তিনি বলেননি। তবে বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন ‘দ্য গ্রিন রেড স্টোরি’-তে তিনি বললেন, আগের চেয়ে উন্নতির তাগিদ অনুভব করছেন, ‘আমার পারফরম্যান্সের কথা বললে, ‘নট আপ টু দ্য মার্ক।’ আমি যে লেভেলের খেলোয়াড় বা যে পারফর্ম করা উচিত আমার, সেটা করতে পারিনি। জিনিসটা যদি এভাবে বলি যে, আগের দুটি বিশ্বকাপে যদি ১০০ রান না করি, এবারের বিশ্বকাপে যদি ১০১ করতে পারি, তাহলে আরও ভালো করেছি। যা করিনি, চেষ্টা করব তার থেকে ভালো কিছু করার।’
সেই উন্নতির সীমানায় আছে সেঞ্চুরি করার আশাও। টি-টোয়েন্টি বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই বাংলাদেশের সেঞ্চুরি ¯্রফে একটি। ২০১৬ বিশ্বকাপে ওমানের বিপক্ষে যেটি করেছিলেন তামিম ইকবাল। এরপর প্রথাগত ছোট দল বা বড় দলগুলির সঙ্গে কত ম্যাচই তো হলো, সেঞ্চুরি আর কেউ করতে পারেননি। লিটনের আশা, এবার তিনি কিংবা টপ অর্ডারের অন্য কেউ শতরানে সঙ্গী হবেন পূর্বসূরীর, ‘শুধু আমি নই, আমার মনে হয় এখন বাংলাদেশের সব টপ অর্ডার ব্যাটসম্যানই চিন্তা করে যে (সেঞ্চুরি করবে)... এটা তো সহজ কাজ নয় যে, টি-টোয়েন্টিতে যাব এবং একশ করে ফেলব। যদিও বিশ্ব ক্রিকেট অন্যভাবে চলছেৃ আইপিএলের কথা বলব না, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পুরোপুরি ভিন্ন ধরনের। যদি আন্তর্জাতিক ক্রিকেট দেখেন, বিশ্বকাপে একশ হয়, তবে হাতেগোণা দু-একজন ব্যাটসম্যান করেন টি-টোয়েন্টিতে। আমাদেরও সেই সুযোগ আছে। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব ভালো। চেষ্টা সবার ভেতরই থাকবে।’
লিটনের যা সা¤প্রতিক ফর্ম, তাকে অবশ্য সেঞ্চুরির চিন্তা বহুদূর, আগে ছন্দে ফেরা জরুরি। সবশেষ ১০টি টি-টোয়েন্টিতে তার ফিফটি নেই। গত ওয়ানডে বিশ্বকাপের পর তিন সংস্করণ মিলিয়ে টানা ২১ ইনিংসে পঞ্চাশের মুখ দেখেননি তিনি। তবে ফর্ম নিয়ে ভাবনায় কাতর হয়ে নিজের বিপদ আরও ঘনীভ‚ত করত চান না তিনি। নিজের প্রক্রিয়া অটল থেকেই পথ খুঁজে নিতে চান ২৯ বছর বয়সী ব্যাটসম্যান, ‘খারাপ সময়ে অতি বেশি চিন্তার কিছু থাকে না। কারণ, আপনি ব্যাডপ্যাচে যখন থাকেন, যত বেশি চিন্তা করবেন, যত কিছু নিয়ে ভাববেন, তত আপনার জন্য খারাপই হয়ে আসবে। আপনার কাছে একটা বিকল্পই থাকে, কতটুকু কঠোর পরিশ্রম করছেন অনুশীলনে, অনুশীলনকে কতটা গুরুত্ব দিয়ে নিচ্ছেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, খারাপ সময়ে যত শান্ত ও স্থির থাকা যায়, যত কম অতিরিক্ত করা যায় (তত ভালো)... ¯্রফে নিজের ক্রিকেটে মনোযোগ রাখা।’
নিজে যেমন খারাপ সময় কাটানোর আশা করছেন, একই আশা আছে তার দলকে নিয়েও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে পারফরম্যান্সে উন্নতির যে ছাপ রেখে আসছে দল, সেই ধারাবাহিকতায় বিশ্বকাপেও দল ভালো করতে পারে বলে বিশ্বাস তার, ‘২০২২ বিশ্বকাপের পর থেকেই টি-টোয়েন্টিতে আমাদেরটা দলটা অনেক ব্যালান্সড। আমরা অনেকগুলো সিরিজ জিতেছি এবং ভালো টি-টোয়েন্টি ক্রিকেটও খেলছি। এমন নয় যে, স্রেফ এমনি জিতে যাচ্ছি। ভালো দলের সঙ্গে জিতেছি, ভালো ক্রিকেট খেলে জিতেছি। অবশ্যই বিশ্বকাপে একটা আলাদা চাপ থাকবে। সব দলেরই থাকে। আমার মনে হয়, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি এবং ক্রিকেটের ভাষায় যেটি বলে, শান্ত ও স্থির থেকে যদি ক্রিকেট খেলা যায়, ভয়ডরহীন ক্রিকেট, কোনো ফলাফল না ভেবে যদি খেলা যায়, আমার মনে হয়, আমাদের খুব ভালো সুযোগ আছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির
খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের
নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা
জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন
বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন
নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ
দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে কাতারের ব্যবসায়ী মহিন উদ্দিন
উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান
খুঁটির জোর কোথায়? আওয়ামী ঠিকাদারের নিম্নমানের কাজ করে বিল নেয়ার অভিযোগ!
দুমকী উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সভাপতির ইন্তেকাল
সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল হত্যার প্রতিবাদে মানববন্ধন