ঢাকা   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১
যুক্তরাষ্ট্রের কাছেও সিরিজ হারের লজ্জা বাংলাদেশের ধবলধোলাই করেই বিশ্বকাপের প্রেরণা চায় আমেরিকা

‘এই দল লইয়া আমরা কি করিবো?’

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৫ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৫ মে ২০২৪, ১২:০৪ এএম

মাত্রই শেষ হয়েছে ম্যাচ। কিছুপরই ফেসবুকে একটি পোস্ট ভেসে ওঠে বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ কোচ ও গুরু নাজমুল আবেদীন ফাহিমের ফেসবুক একাউন্ট থেকে। বেশি কিছু নয়, তাতে লেখা, ‘ওহ্ ক্রিকেট...’। এই মাত্র দুটো শব্দের পেছনে যে কত হতাশা আর ক্ষোভ লুকায়িত তা টের পাওয়া গেল একটু পরই। এমন হাজারো পোস্টে ছেয়ে যায় দেশের ক্রিকেটকে যারা ভালোবাসে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়ালগুলো। কারণটা এতক্ষণে নিশ্চয়ই জানা হয়ে গেছে সবার! হ্যাঁ, আরেকটি বাজে, লজ্জার হার হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

শেষ ৪ ওভারে হাতে ৫ উইকেট নিয়ে ২৬ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু নাটকীয় পালাবদলে তাসের ঘরের মতো ভেঙে পড়ল দলটির ব্যাটিং লাইনআপ। ¯্রফে ১৯ রানের মধ্যে বাকি ৫ উইকেট শিকার করে তাদেরকে গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। ম্যাচের সঙ্গে সিরিজও জিতে নিয়ে ইতিহাস গড়ল শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা আমেরিকানরা। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটাই তাদের প্রথম সিরিজ জয়ের কীর্তি। গতপরশু রাতে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান তোলে স্বাগতিকরা। জবাবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল ৩ বল বাকি থাকতে অলআউট হয় ১৩৮ রানে। টি-টোয়েন্টি ইতিহাসে এটি বাংলাদেশের ১০০তম হার। প্রথম দল হিসেবে এই সংস্করণে হারের ‘সেঞ্চুরি’র বিব্রতকর রেকর্ড গড়ল তারা। এখন পর্যন্ত ১৬৮ ম্যাচ খেলে তারা জিতেছে ৬৪টি। বাকি চারটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের হার ১৯৩ ম্যাচে ৯৯টিতে! এর পরই আছে শ্রীলঙ্কা- ১৮৯ ম্যাচের ৯৮টিতে হেরেছে লঙ্কানরা। এরপর জিম্বাবুয়ে ৯৫টি ও নিউজিল্যান্ড ৯০ ম্যাচে হেরেছে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কতখানি প্রস্তুতি নেওয়া যাবে তা নিয়ে ছিল সংশয়। কিন্তু বাংলাদেশ দলের পারফরম্যান্সের এতই বেহাল দশা যে, সেদিকে আলোকপাত করার অবস্থা নেই। আইসিসি র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দলটির কাছে সিরিজ খুইয়েছে তারা। একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তারপরও ইতিবাচক ঢঙে থাকা বাংলাদেশ অধিনায়ক শান্ত শেষ ম্যাচে ভালো কিছু করার প্রত্যাশা রেখেছেন। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের ভালো করতে না পারা নিয়ে চর্চা চলছে বহু বছর ধরে। তবে ম্যাচের পর দক্ষতায় কোনো ঘাটতি না থাকার কথা জানান শান্ত, ‘আমার মনে হয়, স্কিলে কোনো সমস্যা নেই। মানসিকতা ও মনোবৃত্তি বদলাতে হবে আমাদের। গত দুই ম্যাচে আমরা তা করতে পারি ও ভালো খেলতে পারিনি।’ এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৭৮। এরপর বাংলাদেশ সুবিধাজনক অবস্থান থেকে ধীরে ধীরে পথ হারিয়ে ফেলে। হারের জন্য বাংলাদেশ অধিনায়ক দায় দেন এই ব্যাটিং ব্যর্থতাকে, ‘আমাদের জন্য খুবই হতাশাজনক। মাঝের ওভারগুলোয় আমরা প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছি। ম্যাচ হারার মূল কারণ এটিই।’

সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে যদিও ইতিবাচক কিছু খুঁজে বের করা ভীষণ কঠিন বাংলাদেশের জন্য। এবারের হতশ্রী ব্যাটিংয়ের আগে প্রথম টি-টোয়েন্টিতে শেষ ৪ ওভারে ৫৫ রান রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন বোলাররা। তাদের ওপর চড়াও হয়ে ৩ বল হাতে রেখেই ১৫৩ রান তাড়া করে জিতেছিল যুক্তরাষ্ট্র। বিস্ময়কর শোনালেও হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কা এখন বাংলাদেশের সামনে। শান্ত তবুও আছেন ভালো কিছু প্রাপ্তির আশায়, ‘সত্যি বলতে, আমরা ভালো খেলতে পারিনি। তবে আমার মনে হয়, খুব ভালো সুযোগ আছে, একটি ম্যাচ বাকি আমাদের। খুব ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। আশা করি, পরের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’

একই ভেন্যুতে একই সময় তিন ম্যাচ সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। এটাও জেতার সংকল্পটা দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, ‘আমরা যদি (শনিবার) জিততে পারি, প্রেরণা নিয়েই বিশ্বকাপে যেতে পারব। এটা অবশ্যই আমাদের সাহায্য করবে।’ তবে তার কথাটা খেয়াল করলেই বোঝা যায়, অল্পতে তুষ্ট হওয়ার মানুষ মোনাঙ্ক নন। তার চোখ আরও দূরে। সে জন্য টেস্ট খেলুড়ে কোনো দলকে এক-দুই ম্যাচে হারিয়েই প্রেরণা পেতে চান না। জিততে চান সব ম্যাচই। আর তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জেতার পর যেকোনো অধিনায়কই তো শেষটাও জিততে চাইবেন। বাংলাদেশ পুরো ২০ ওভারই খেলতে পারেনি। ১৯.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হয়েছে। অর্থাৎ ইনিংসের শেষ ২৭ বলে (৪.৩ ওভার) উঠেছে মাত্র ৩১ রান, পড়েছে শেষ ৫টি উইকেট। বোলারদের প্রশংসা করে তাই মোনাঙ্ক বলেছেন, ‘আমাদের বোলাররা খুব ভালো করেছে। আমরা লড়াইয়ের মানসিকতা নিয়ে খেলেছি। ছেলেদের জন্য সত্যিই গর্ব হচ্ছে। পাওয়ারপ্লে এবং শেষ পাঁচ ওভারে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আমরা কন্ডিশনটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছি এবং তারা (বোলার) সঠিক সময়ে উইকেট এনে দিয়েছে।’

মোনাঙ্ক যে সঠিক সময়ের কথা বলেছেন সেটি শেষ ৫ ওভারের একটি চিত্র দিয়ে বুঝিয়ে দেওয়া যায়। ১৬.৫ ওভার পর্যন্তও ক্রিজে ছিলেন সাকিব আল হাসান ও জাকের আলী। তখন প্রয়োজন ছিল ১৯ বলে ২১ রান। অর্থাৎ উইকেট ফেলতে না পারলে এই ম্যাচ যুক্তরাষ্ট্রের জেতার কোনো সুযোগ ছিল না। বোলাররা সেটাই করেছেন। ১৬.৫ ওভার থেকে পরবর্তী ৫ বলের মধ্যে পড়েছে ৩ উইকেট। ১টি রান এসেছে, সেটাও ওয়াইডে! ১৮তম ওভার শেষে সমীকরণ দাঁড়ায় ১২ বলে চাই ১৫ রান, হাতে ২ উইকেট। ৯ বলের ব্যবধানে মাত্র ৮ রানে এই ২টি উইকেট নেন যুক্তরাষ্ট্রের বোলাররা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টিভিতে দেখুন
কাবাডির ফাইনালে নৌ এবং বিমান বাহিনী
টটেনহ্যামের জালে লিভারপুলের গোল উৎসব
স্বাধীন বাংলা ফুটবল দলের ভাতা বাড়ছে
শিরোপার সঙ্গে আছে ‘বড়’ পুরস্কারও
আরও

আরও পড়ুন

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি  বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি

বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি

মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা

উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা

ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০

ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের

পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা