পঞ্চদশী নিশিতার ৫ উইকেট
২৫ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৫ মে ২০২৪, ১২:০৪ এএম
অষ্টম ওভারে বোলিংয়ে এসে প্রথম ডেলিভারিতেই সাফল্য পেলেন নিশিতা আক্তার। এরপর নিলেন আরও ৪ উইকেট। দারুণ বোলিংয়ে কলাবাগান ক্রীড়া চক্রকে অল্পে আটকে রাখলেন ১৫ বছর বয়সী অফ স্পিনার। রান তাড়ায় কিছুটা চাপে পড়লেও সুমাইয়া আক্তারের অপরাজিত ফিফটিতে জয় নিয়ে মাঠ ছাড়ল বিকেএসপি। গতকাল মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে অন্য দুই ম্যাচেও তেমন রান হয়নি। তৃতীয় রাউন্ডে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ আনসার ও ভিডিপি। আরেক ম্যাচে, খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে আবাহনী লিমিটেডের জয় ৬ উইকেটে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে কলাবাগানকে ৪ উইকেটে হারায় বিকেএসপি। ১৪৮ রানের লক্ষ্য ৯১ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দল। তিন ম্যাচে বিকেএসপির দ্বিতীয় জয় এটি। পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে তারা।
কলাবাগানকে দেড়শর নিচে আটকে রাখার পথে ৩২ রানে ৫ উইকেট নেন নিশিতা। চলতি লিগে দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব দেখালেন তিনি। অনুমিতভাবেই তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। জাতীয় দলের নিয়মিত মুখ তরুণ পেসার মারুফা আক্তার ৮ ওভারে ৩৩ রান খরচায় নেন ১ উইকেট। কলাবাগানের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন জান্নাতুল ফেরদৌস তিথি। রচনা তৃপ্তির ব্যাট থেকে আসে ৩০ রান।
রান তাড়ায় ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বিকেএসপি। একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন সুমাইয়া। ষষ্ঠ উইকেটে ফারজানা ইয়াসমিনের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। ২০ রান করে ফেরেন ফারজানা। পরে রাবেয়া খাতুনের সঙ্গে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন বিকেএসপি অধিনায়ক। যেখানে রাবেয়ার অবদান কেবল ৩ রান। ৯ চারে ৬৫ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন সুমাইয়া।
এদিকে, শুরুতে আঘাত হানলেন জাহানারা আলম। পরে আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের বেঁধে রাখলেন নাহিদা আক্তার। অল্পেই আটকে গেল খেলাঘর সমাজকল্যাণ সমিতি। ছোট লক্ষ্যে অনায়াস জয় পেল আবাহনী লিমিটেড। বিকেএসপির ১ নম্বর মাঠে খেলাঘরকে ৬ উইকেটে হারায় আবাহনী। ১৪১ রানের লক্ষ্য ২৫.১ ওভারে ছুঁয়ে ফেলে জাহানারার নেতৃত্বাধীন দল। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল আবাহনী। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। পয়েন্ট তালিকায় শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও দুইয়ে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। ৯.১ ওভারে ৫ মেইডেনসহ ১৪ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদা। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। এছাড়া জাহানারা ও স্বর্ণা আক্তার নেন ২টি করে উইকেট। খেলাঘরের পক্ষে ৫ চার ও ১ ছক্কায় ৬৯ বলে ৪৫ রান করেন তাজ। এছাড়া সুমি আক্তারের ব্যাট থেকে আসে ৩০ রান।
রান তাড়ায় ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শারমিন সুলতানা। ৫৭ বলে ২ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। শুরুতে ঝড় তুলে ২ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৩০ রান করেন দিলারা আক্তার। এছাড়া আফিয়া আসিমা ইরা করেন ৩০ বলে ৩০ রান।
এছাড়া, বিকেএসপির ৩ নম্বর মাঠে নবাগত জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ আনসার ও ভিডিপি। তিন ম্যাচে এটিই আনসার ও ভিডিপির প্রথম জয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৪.৫ ওভার খেলে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় জাবিদ আহসান ক্রিকেট ক্লাব। ১৭টি মেইডেন ওভার করেন আনসার ও ভিডিপির বোলাররা। পরে ১৮ ওভারে ম্যাচ জিতে নেয় ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। ১০ ওভারে ৩ মেইডেনসহ ১৩ রানে ২ উইকেট নেন ফাহিমা। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া ফুয়ারা বেগম ৯ ওভারে ২ মেইডেনসহ ১৩ রানে নেন ২ উইকেট। ৮ ওভারে ৬টি মেডেন দেন তিথি রানি সরকার। লিলি রানি বিশ্বাসের ৫ ওভারের ৪টিই হয় মেডেন। জাবিদ আহসানের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন ভারতীয় দাইমান্তি মুকেশ মুলে।
রান তাড়ায় ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন শারমিন আক্তার সুপ্তা। এছাড়া আরবিন তানি ১৫ ও আয়শা আক্তার করেন ১৪ রান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা